মুম্বই, 2 ফেব্রুয়ারি : বাজেট ভোটে জেতার তাস হতে পারে না, কেন্দ্রের বাজেট নিয়ে কড়া সমালোচোনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ উল্লেখ্য, সোমবার 2021-2022 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে সংসদে । বাজেট পেশের পরই দেশের বিভিন্ন প্রান্তের বিরোধীরা কেন্দ্রের বাজেটের সমালোচনা করেছেন । এবার সেই তালিকায় যুক্ত হলেন উদ্ধব ঠাকরে ।
বাজেট নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রের বাজেট দেশের জন্য হওয়া উচিত, নির্বাচনের জন্য নয় । এটা নির্বাচনের বাজেট নয়, দেশের বাজেট ।" শিবসেনা নেতা বলেন, "গোটা দেশের নজর ছিল । বাজেট নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভিন্ন ভিন্ন প্রত্যাশা ছিল ।" উদ্ধব সাফ জানান, "এই বাজেট তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে । আর সেই জন্যই দেশের মানুষের প্রত্যাশা ছুঁতে পারেনি এই বাজেট ।
আরও পড়ুন : "সর্বনাশের বাজেট", তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে সরব বাম-কংগ্রেস
উল্লেখ্য, 2021-2022 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিমবঙ্গ ও অসমের চা শ্রমিকেদের উন্নয়নের জন্য 1 হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন ।