মথুরা (উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: উত্তরাখণ্ডে শীঘ্রই কার্যকর করা হবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি ৷ এমনটাই শনিবার জানান দেবভূমির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । এমনকী ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য শীঘ্রই রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করা হবে বলেও জানান তিনি ৷ সাধ্বী ঋতম্বরা 'সন্যাস'-এর 60 বছর উদযাপনের জন্য শনিবার বৃন্দাবনের বাৎসল্য গ্রামে আয়োজিত হয়েছিল ষষ্ঠী পূর্তি মহোৎসব ৷ সেই মহোৎসব অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ সেখানেই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কথা বলেন তিনি ৷
ইউনিফর্ম সিভিল কোড চালু হলে দেশজুড়ে সমস্ত দেওয়ানি মামলার বিচার একইভাবে হবে। বিবাহ বিচ্ছেদের মতো মামলার ক্ষেত্রে আলাদা আলাদা আইন আর থাকবে না। কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে এই বিধি কার্যকর করতে চায় ৷ এবার সেই একই সুর শোনা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর গলায়। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে যে তুমুল তর্কের সৃষ্টি হবে তাতে সন্দেহের অবকাশ নেই।
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে পুষ্কর সিং ধামি উত্তরপ্রদেশ থেকে বলেন, "রাম ভক্তদের উপর গুলি চালানোর জন্য দায়ী লোকেরা কখনই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করবে না ৷ জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারীরা 370 ধারা বা তিন তালাক বাতিল করবে না । অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের প্রতিশ্রুতি 22 জানুয়ারি পূর্ণ হবে ৷ ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন ৷"
সাধ্বী ঋতম্বরাকে বাৎসল্য (স্নেহ) এবং মাতৃত্বের প্রতীক বলে অভিহিত করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ তিনি তাঁর দীর্ঘায়ু কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিতসকলের কাছে আশীর্বাদ চান । পুষ্কর সিং ধামি বলেন, "রাম জন্মভূমি আন্দোলনের সময় তাঁর বক্তৃতাতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম ৷ সাধ্বী ঋতম্বরার স্নেহ এবং আশীর্বাদ আমাকে আরও বেশি করে মানুষের সেবা করতে অনুপ্রাণিত করেছিল ।"
আরও পড়ুন: