ETV Bharat / bharat

Srinagar Terrorist Attack: শ্রীনগরে জঙ্গি হামলা, নিহত এক পুলিশকর্মী - শ্রীনগরে জঙ্গি হামলা

শ্রীনগরের লালবাজারে জঙ্গি হামলায় প্রাণ হারালেন মুস্তাক আহমেদ নামে এক পুলিশকর্মী (Police officer killed in Srinagar) ৷ আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী ৷

Terrorist Attack at srinagar lal bazar
শ্রীনগরে জঙ্গি হামলা
author img

By

Published : Jul 12, 2022, 8:29 PM IST

Updated : Jul 12, 2022, 10:25 PM IST

শ্রীনগর, 12 জুলাই: শ্রীনগরের লালবাজারে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী (Police officer killed in Srinagar) ৷ আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় পুলিশের একটি টহলদারি দলকে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি ৷ গুলিবিদ্ধ হন একজন এএসআই-সহ তিন পুলিশকর্মী ৷

আরও পড়ুন: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে

শ্রীনগরের পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় এএসআই মুস্তাক আহমেদের ৷ আহত বাকি দুই পুলিশকর্মীর বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, লাল বাজারের জিডি গোয়েঙ্কা স্কুলের কাছে এই হামলার ঘটনা ঘটে এদিন ৷ আহত দুই পুলিশকর্মীর মধ্যে একজন হেড কনস্টেবল ও আরেকজন এসপিও বলে জানা গিয়েছে ৷

শ্রীনগর, 12 জুলাই: শ্রীনগরের লালবাজারে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী (Police officer killed in Srinagar) ৷ আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় পুলিশের একটি টহলদারি দলকে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি ৷ গুলিবিদ্ধ হন একজন এএসআই-সহ তিন পুলিশকর্মী ৷

আরও পড়ুন: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে

শ্রীনগরের পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় এএসআই মুস্তাক আহমেদের ৷ আহত বাকি দুই পুলিশকর্মীর বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, লাল বাজারের জিডি গোয়েঙ্কা স্কুলের কাছে এই হামলার ঘটনা ঘটে এদিন ৷ আহত দুই পুলিশকর্মীর মধ্যে একজন হেড কনস্টেবল ও আরেকজন এসপিও বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jul 12, 2022, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.