ETV Bharat / bharat

Unemployment in Gujarat: মোদি-রাজ্যে বেকারের সংখ্যা 3 লক্ষেরও বেশি, নির্বাচনের আবহে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য - Unemployment Data in Gujarat

আজ গুজরাত বিধানসভার প্রথম দফার নির্বাচন ৷ 19 টি জেলার 89টি কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে ৷ জানেন কি নরেন্দ্র মোদির এই রাজ্যে কত তরুণ-তরুণী বেকার (Gujarat Unemployment Report) ?

Gujarat Election
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 12:54 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: মোদি-রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন ৷ দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন 5 ডিসেম্বর ৷ আজ সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাতের দক্ষিণ প্রান্তে নির্বাচন ৷ বিজেপি, কংগ্রেস, আপ- তিনটি প্রধান দল তুমুল প্রচার করেছে ৷ কেউ চাকরি, তো কেউ বিনামূল্যে বিদ্যুৎ, আরও অনেক প্রতিশ্রুতি পেয়েছে গুজরাতবাসী ৷ সারা দেশের চোখ গুজরাত নির্বাচনের দিকে ৷ কিন্তু মোদির রাজ্যে বেকার যুবক-যুবতীর সংখ্যা কত ? রাজ্য সরকারি হিসেব অনুযায়ী 2021-এর ডিসেম্বর পর্যন্ত 3.46 লক্ষ শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীরা চাকরি না-থাকায় অবস্থায় দিন কাটাচ্ছে (Gujarat Election 2022) ৷

বেকারত্বের সংখ্যা সবেচেয়ে বেশি ভদোদরায়- 26 হাজার 921 ৷ এরপর আমেদাবাদে 26 হাজার 628 জন, আনন্দে 22 হাজার 515 জন, রাজকোট 18 হাজার 997 এবং খেড়ায় 16 হাজার 163 জন ৷ এই তথ্য দিয়েছেন শ্রম উন্নয়ন মন্ত্রী (Labour, Skill Development and Employment Minister) ব্রিজেশ মেরজা ৷ এবছরের মার্চ মাসে 182 আসনবিশিষ্ট বিধানসভার অধিবেশন চলাকালীন শাসকদলের কাছে গুজরাতে বেকারত্বের হিসেব চায় (Unemployment Data in Gujarat) বিরোধী কংগ্রেস ৷ তারই উত্তরে মন্ত্রী ব্রিজেশ মেজরা চিঠিতে এই তথ্য বিশদে লিখে জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: বিপুল পরিমাণে ভোট দেওয়ার আর্জি নাড্ডা-শাহ ও রাহুলের

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত করে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy, CMIE) ৷ মুম্বইয়ে স্থিত এই বেসরকারি সংস্থাটি জানিয়েছে, গুজরাতে মে থেকে অগস্ট মাস পর্যন্ত সময়ে বেকারত্বের হার 2.83 শতাংশ ৷ সেই সময় জাতীয় স্তরে এই হার ছিল 10.86 শতাংশ ৷ সিএমইআই গুজরাতের 9 হাজার 66টি বাড়িতে সমীক্ষা চালিয়েছে ৷ কয়েক মাস আগে ক্যাবিনেট বা গ্রামপঞ্চায়েত স্তরে 3 হাজার 400 শূন্য পদের জন্য আবেদন করেন 17 লক্ষ প্রার্থী ৷ এতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের বেরকারত্বের ছবিটা পরিষ্কার হয়ে যায় ৷

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: মোদি-রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন ৷ দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন 5 ডিসেম্বর ৷ আজ সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাতের দক্ষিণ প্রান্তে নির্বাচন ৷ বিজেপি, কংগ্রেস, আপ- তিনটি প্রধান দল তুমুল প্রচার করেছে ৷ কেউ চাকরি, তো কেউ বিনামূল্যে বিদ্যুৎ, আরও অনেক প্রতিশ্রুতি পেয়েছে গুজরাতবাসী ৷ সারা দেশের চোখ গুজরাত নির্বাচনের দিকে ৷ কিন্তু মোদির রাজ্যে বেকার যুবক-যুবতীর সংখ্যা কত ? রাজ্য সরকারি হিসেব অনুযায়ী 2021-এর ডিসেম্বর পর্যন্ত 3.46 লক্ষ শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীরা চাকরি না-থাকায় অবস্থায় দিন কাটাচ্ছে (Gujarat Election 2022) ৷

বেকারত্বের সংখ্যা সবেচেয়ে বেশি ভদোদরায়- 26 হাজার 921 ৷ এরপর আমেদাবাদে 26 হাজার 628 জন, আনন্দে 22 হাজার 515 জন, রাজকোট 18 হাজার 997 এবং খেড়ায় 16 হাজার 163 জন ৷ এই তথ্য দিয়েছেন শ্রম উন্নয়ন মন্ত্রী (Labour, Skill Development and Employment Minister) ব্রিজেশ মেরজা ৷ এবছরের মার্চ মাসে 182 আসনবিশিষ্ট বিধানসভার অধিবেশন চলাকালীন শাসকদলের কাছে গুজরাতে বেকারত্বের হিসেব চায় (Unemployment Data in Gujarat) বিরোধী কংগ্রেস ৷ তারই উত্তরে মন্ত্রী ব্রিজেশ মেজরা চিঠিতে এই তথ্য বিশদে লিখে জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: বিপুল পরিমাণে ভোট দেওয়ার আর্জি নাড্ডা-শাহ ও রাহুলের

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত করে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy, CMIE) ৷ মুম্বইয়ে স্থিত এই বেসরকারি সংস্থাটি জানিয়েছে, গুজরাতে মে থেকে অগস্ট মাস পর্যন্ত সময়ে বেকারত্বের হার 2.83 শতাংশ ৷ সেই সময় জাতীয় স্তরে এই হার ছিল 10.86 শতাংশ ৷ সিএমইআই গুজরাতের 9 হাজার 66টি বাড়িতে সমীক্ষা চালিয়েছে ৷ কয়েক মাস আগে ক্যাবিনেট বা গ্রামপঞ্চায়েত স্তরে 3 হাজার 400 শূন্য পদের জন্য আবেদন করেন 17 লক্ষ প্রার্থী ৷ এতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের বেরকারত্বের ছবিটা পরিষ্কার হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.