ETV Bharat / bharat

বিশাখাপত্তনমে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মৃত 2

বিশাখাপত্তনমে (Visakhapatnam) ফ্লাইওভারটি তৈরি করছিল ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (National Highway Authority of India, NHAI) ৷ গতকাল বিকেলে হঠাৎ ভেঙে পড়ে ৷ চাপা পড়ে আছে দুটি গাড়ি ৷ মারা গিয়েছেন দু'জন ৷

author img

By

Published : Jul 7, 2021, 11:45 AM IST

ধ্বংসস্তূপে চাপা পড়েছে গাড়ি
ধ্বংসস্তূপে চাপা পড়েছে গাড়ি

বিশাখাপত্তনম, 7 জুলাই : নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মারা গেলেন দু'জন ৷ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে বিশাখাপত্তনমের (Visakhapatnam) আনাকাপল্লিতে (Anakapalle) ৷ ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (National Highway Authority of India, NHAI) ছ'লেনের একটি প্রজেক্টের অংশ হিসেবে এটি তৈরি করছিল ৷

আরও পড়ুন : দিল্লির বাসভবনে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী

এই দুর্ঘটনাটি ঘটে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী 16 নম্বর জাতীয় সড়কে (16 National Highway) ৷ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (DSP) শ্রাবণী জানিয়েছেন, ফ্লাইওভারের দুটো গার্ডার (Girder) ভেঙে পড়ায় একটা গাড়ি ও একটি ট্রাক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে ৷

তিনি বলেন, "এখনও পর্যন্ত আমরা এর সঠিক কারণ জানি না ৷ তবে দুটো গার্ডার (Girders) ভেঙে পড়েছে গাড়িগুলির উপর ৷ গাড়ির সামনের দিকে সিটে বসে থাকা দু'জন মারা গিয়েছেন ৷ পিছনের সিটে থাকা 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 5 জনকে বের করে আনা হয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, আরও দু'জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন ৷ তদন্ত চলছে ৷"

বিশাখাপত্তনম, 7 জুলাই : নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মারা গেলেন দু'জন ৷ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে বিশাখাপত্তনমের (Visakhapatnam) আনাকাপল্লিতে (Anakapalle) ৷ ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (National Highway Authority of India, NHAI) ছ'লেনের একটি প্রজেক্টের অংশ হিসেবে এটি তৈরি করছিল ৷

আরও পড়ুন : দিল্লির বাসভবনে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী

এই দুর্ঘটনাটি ঘটে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী 16 নম্বর জাতীয় সড়কে (16 National Highway) ৷ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (DSP) শ্রাবণী জানিয়েছেন, ফ্লাইওভারের দুটো গার্ডার (Girder) ভেঙে পড়ায় একটা গাড়ি ও একটি ট্রাক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে ৷

তিনি বলেন, "এখনও পর্যন্ত আমরা এর সঠিক কারণ জানি না ৷ তবে দুটো গার্ডার (Girders) ভেঙে পড়েছে গাড়িগুলির উপর ৷ গাড়ির সামনের দিকে সিটে বসে থাকা দু'জন মারা গিয়েছেন ৷ পিছনের সিটে থাকা 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 5 জনকে বের করে আনা হয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, আরও দু'জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন ৷ তদন্ত চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.