নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : লোকসভায় বক্তৃতা শেষ করতে না-পেরে রণংদেহী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ তাঁর দাবি, ‘‘সংসদের পক্ষে খুবই লজ্জাজনক দিন ৷ আমার সময় শেষ করতে দেওয়া হল না ৷ অথচ আমাকে দেওয়া 13 মিনিট শেষ হয়নি ৷’’ তাই তিনি পরে লোকসভার বাইরে দাঁড়িয়ে এই নিয়ে সরব হন ৷ টুইট করেও তিনি একই অভিযোগ করেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন লোকসভায় এদিন রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেন ৷ কিন্তু তিনি বক্তৃতা শেষ করতে পারেননি ৷ বক্তৃতা শেষ করার আগেই তাঁকে দেওয়া সময় শেষ হয়ে যায় ৷ স্পিকারের আসনে থাকা রমা দেবী তাঁকে থামিয়ে দেন ৷ কিন্তু তিনি না থেমে বলতে থাকেন ৷ তখন তাঁকে কিছুক্ষণ সময় দেওয়া হয় ৷ তার পরও বক্তৃতা শেষ না হওয়ায় তাঁর মাইক অফ করে দেওয়া হয় ৷
-
This govt wants to alter history. They're fearful of the future & they mistrust the present. The President, early on in his address, speaks about freedom fighters who secured India's rights. But this is just lip service: TMC MP Mahua Moitra in Lok Sabha #BudgetSession2022 pic.twitter.com/n7URLstSAv
— ANI (@ANI) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This govt wants to alter history. They're fearful of the future & they mistrust the present. The President, early on in his address, speaks about freedom fighters who secured India's rights. But this is just lip service: TMC MP Mahua Moitra in Lok Sabha #BudgetSession2022 pic.twitter.com/n7URLstSAv
— ANI (@ANI) February 3, 2022This govt wants to alter history. They're fearful of the future & they mistrust the present. The President, early on in his address, speaks about freedom fighters who secured India's rights. But this is just lip service: TMC MP Mahua Moitra in Lok Sabha #BudgetSession2022 pic.twitter.com/n7URLstSAv
— ANI (@ANI) February 3, 2022
এই ঘটনায় দৃশ্যতই তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় (Unable to finish her speech Mahua Moitra got angry in Lok Sabha) ৷ দীর্ঘক্ষণ এই নিয়ে তাঁর ও রমা দেবীর মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ শেষে বিজেপির সাংসদ কৃষ্ণপাল যাদব বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর বিষয়টি স্তিমিত হয়ে যায় ৷
পরে মহুয়া এই নিয়েই সরব হন ৷ কিন্তু এদিন ভাষণ দেওয়ার সময় তিনি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রীতিমতো ‘আগুনে’ মেজাজে ছিলেন (Mahua Attacks Modi Govt) ৷ মাঝে মাঝে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়ছিলেন যে সেই সময় স্পিকারের আসনে থাকা রমা দেবী তাঁকে উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন ৷ শান্ত হয়ে নিজের বক্তব্য পেশ করতে বলেন ৷
-
LS Speaker had alloted AT LEAST 13 mins to me, when confronted in his chamber he claimed he was not in chair hence cant be blamed.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
When further cornered he said “It was my greatness that I even allowed you 13 mins in 1st place.”
Unbelievable.
">LS Speaker had alloted AT LEAST 13 mins to me, when confronted in his chamber he claimed he was not in chair hence cant be blamed.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
When further cornered he said “It was my greatness that I even allowed you 13 mins in 1st place.”
Unbelievable.LS Speaker had alloted AT LEAST 13 mins to me, when confronted in his chamber he claimed he was not in chair hence cant be blamed.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
When further cornered he said “It was my greatness that I even allowed you 13 mins in 1st place.”
Unbelievable.
পরে এই নিয়েও কটাক্ষ করেন মহুয়া ৷ টুইটে প্রশ্ন তোলেন, ‘‘আমাকে জ্ঞান দেওয়ার আপনি কে যে আমি রেগে গিয়ে বলব নাকি ভালোবেসে বলব ? এটা আপনার এক্তিয়ারে পড়ে না ৷ আপনি শুধু নিয়মে ভুল করলে বলতে পারেন ৷ লোকসভায় আপনি নিশ্চয় নীতিবিজ্ঞান শেখাতে বসেননি ৷’’
তবে তিনি বক্তৃতার জন্য যে সময় পেয়েছিলেন, তাতে তিনি বারবার আক্রমণ করেছেন মোদি সরকারকে ৷ অভিযোগ করেন, এই সরকার ইতিহাস বিকৃত করতে চায় ৷ তারা ভবিষ্যৎ নিয়ে ভীত৷ আর বর্তমানকে বিশ্বাস করে না ৷ তাঁর দাবি, মোদি সরকার উল্লেখ করতে হয় বলেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলে ৷ কিন্তু বাস্তব হল অতীতের বহুত্ববাদ, ধর্মনিরেপক্ষতার কথা বললে এই সরকার ভয় পেয়ে যায় ৷
তিনি নেতাজির প্রসঙ্গ টেনে এনেও মোদি সরকারের সমালোচনা করেন ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গ সরকারের নেতাজির ট্যাবলো বাতিল হয়ে যায় ৷ ধর্ম সংসদে সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে ৷ অথচ নেতাজি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতেন ৷
-
And who is Chair to interrupt me (taking up MY valuable time) to lecture me on whether I should speak with gussa or pyar?
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
None of of your business Madam. You can only correct me on rules. You are NOT the moral science teacher for LS.
">And who is Chair to interrupt me (taking up MY valuable time) to lecture me on whether I should speak with gussa or pyar?
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
None of of your business Madam. You can only correct me on rules. You are NOT the moral science teacher for LS.And who is Chair to interrupt me (taking up MY valuable time) to lecture me on whether I should speak with gussa or pyar?
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
None of of your business Madam. You can only correct me on rules. You are NOT the moral science teacher for LS.
তাঁর দাবি, মোদি সরকারকে ভবিষ্যৎকে ভয় পায় বলেই আমেদাবাদে আমিষ খাবার বিক্রি করতে দেওয়া হয় না ৷ ভোটের সময় এজেন্সি ব্যবহার করা হয়, আইএএস আইনে বদল আনার চেষ্টা হচ্ছে ৷ তিনি পেগাসাস নিয়ে সরব হন ৷ মনে করিয়ে দেন যে 2জি কেলেঙ্কারি আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও বিজেপি হইচই করেছিল ৷ একই ভাবে আদালতের বিচারাধীন হওয়া সত্ত্বেও তিনিও পেগাসাস নিয়ে সরব হবেনই ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ যে তিনি লোকসভায় ভাষণ দেবেন, তা এদিন সকালে টুইট করে জানান মহুয়া ৷ সঙ্গে বিজেপিকে কটাক্ষ করেন যে তাঁর ভাষণ শোনার আগে গোমূত্র খেয়ে নিতে পারেন বিজেপি সাংসদরা ৷ কিন্তু বাস্তবে এদিন তাঁর ভাষণের কোনও বিজেপি সাংসদ বাধা দেননি ৷ বরং সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বক্তৃতাই শেষ করতে পারলেন না মহুয়া ৷
আরও পড়ুন : Mahua Moitra dares BJP : গোমূত্রের ডোজ খেয়ে প্রস্তুত থাকুন, সংসদে ভাষণের আগে বিজেপিকে খোঁচা মহুয়ার