ETV Bharat / bharat

Uma Bharti praises CM Mamata Banerjee : গঙ্গাসাগরের ব্যবস্থাপনা দেখে রাজ্যকে প্রশংসায় ভরালেন উমা, মমতাকে লিখবেন চিঠি

author img

By

Published : Jan 14, 2022, 7:57 PM IST

Updated : Jan 14, 2022, 8:20 PM IST

গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে এসে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti praises CM Mamata Banerjee) ৷ তিনি বলেন, মেলার ব্যবস্থাপনা অত্যন্ত ভাল ৷ এনিয়ে পরে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তিনি চিঠিও লিখবেন বলে জানিয়েছেন উমা (Uma Bharti will write letter to Mamata Banerjee) ৷

uma bharti will write letter to mamata banerjee on gangasagar arrangements
Uma Bharti praises CM Mamata Banerjee : গঙ্গাসাগরের ব্যবস্থাপনায় খুশি উমা, মমতাকে চিঠি লিখে জানাবেন অভিজ্ঞতা !

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে এসে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti praises West Bengal Government) ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, নিজের অভিজ্ঞতার কথা ভবিষ্যতে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জানাবেন তিনি (Uma Bharti will write letter to Mamata Banerjee) ! সাফ জানিয়ে দিলেন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে রাজনীতি করতে আসেননি তিনি ৷ তাই এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রশংসা (Uma Bharti praises CM Mamata Banerjee) করতেও এতটুকু বিব্রত বোধ করেননি উমা ৷

আরও পড়ুন : People taking holy dip at Gangasagar: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান, নজরদারি হাইকোর্টের প্রতিনিধিদের

শুক্রবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন অসংখ্য মানুষ ৷ তাঁদের মধ্যে উমা ভারতীর মতো ভিআইপি পুণ্যার্থীও ছিলেন ৷ এদিন যাবতীয় রীতিনীতি মেনেই সাগরে ডুব দেন উমা ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ৷ প্রসঙ্গত, বর্তমানে উমা ভারতীকে জাতীয় রাজনীতিতে তেমন সক্রিয় ভূমিকায় না দেখা গেলেও আজও তিনি বিজেপির অন্যতম প্রবীণ নেত্রী ৷ বাজপেয়ী জমানা থেকে মোদি মন্ত্রিসভা, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও মন্ত্রক সামলাতে হয়েছে তাঁকে ৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর জলসম্পদ এবং নদী উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন উমা ৷ এমনকী, প্রধানমন্ত্রীর সাধের ‘নমামি গঙ্গে’ প্রকল্প রূপায়ণের দায়িত্বও উমার কাঁধেই ছিল ৷ এর পাশাপাশি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন উমা ৷

গেরুয়া শিবিরের এমন একজন নেত্রীর প্রকাশ্যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশস্তি নিঃসন্দেহে নজর কাড়ছে রাজনৈতিক মহলের ৷ বস্তুত, এই মুহূর্তে গোটা দেশে নরেন্দ্র মোদি তথা বিজেপির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস ৷ আঞ্চলিক দল হিসাবে সূচনা হলেও চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বিজেপির সবথেকে বড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টায় কোনও খামতি রাখছেন না মমতা ৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে বিজেপি কার্যত সর্বশক্তি উজার করে দিয়েছিল ৷ তারপরও রেকর্ড সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন দিদি ৷ আর এখন তো এ রাজ্যে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে ৷ অন্যদিকে, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে বিজেপির রক্তচাপ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনেও বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থনের বার্তা দিয়েছেন মমতা ৷ এই অবস্থায় বাংলার মাটিতে দাঁড়িয়ে উমার এই মমতা স্তূতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

গঙ্গাসাগরের ব্যবস্থাপনা দেখে রাজ্যকে প্রশংসায় ভরালেন উমা, মমতাকে লিখবেন চিঠি

আরও পড়ুন : Sujan Chakraborty on Gangasagar Mela : বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না : সুজন

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উমা বলেন, ‘‘গঙ্গাসাগর রাজনীতি করার জায়গা নয় ৷ আমি সেটা করতেও আসিনি ৷ যা ভাল, তাকে ভাল বলতেই হয় ৷ আর তার জন্য রাজনীতির ঊর্ধ্বে ওঠাটাই নিয়ম ৷’’ আর সেভাবেই উমা জানিয়েছেন, করোনা আবহের মধ্যেও পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে রাজ্য সরকার যে ব্যবস্থাপনা ও পরিকাঠামো গড়ে তুলেছে, তা অবশ্যই প্রশংসনীয় ৷ আর এর জন্য দিদিকে যদি ধন্যবাদ জানাতেই হয়, তাহলে তা তিনি ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবেন ৷ এর মধ্যে কোনও রাজনীতি নেই বলেই দাবি উমার ৷

গঙ্গাসাগর, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে এসে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti praises West Bengal Government) ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, নিজের অভিজ্ঞতার কথা ভবিষ্যতে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জানাবেন তিনি (Uma Bharti will write letter to Mamata Banerjee) ! সাফ জানিয়ে দিলেন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে রাজনীতি করতে আসেননি তিনি ৷ তাই এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রশংসা (Uma Bharti praises CM Mamata Banerjee) করতেও এতটুকু বিব্রত বোধ করেননি উমা ৷

আরও পড়ুন : People taking holy dip at Gangasagar: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান, নজরদারি হাইকোর্টের প্রতিনিধিদের

শুক্রবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন অসংখ্য মানুষ ৷ তাঁদের মধ্যে উমা ভারতীর মতো ভিআইপি পুণ্যার্থীও ছিলেন ৷ এদিন যাবতীয় রীতিনীতি মেনেই সাগরে ডুব দেন উমা ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ৷ প্রসঙ্গত, বর্তমানে উমা ভারতীকে জাতীয় রাজনীতিতে তেমন সক্রিয় ভূমিকায় না দেখা গেলেও আজও তিনি বিজেপির অন্যতম প্রবীণ নেত্রী ৷ বাজপেয়ী জমানা থেকে মোদি মন্ত্রিসভা, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও মন্ত্রক সামলাতে হয়েছে তাঁকে ৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর জলসম্পদ এবং নদী উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন উমা ৷ এমনকী, প্রধানমন্ত্রীর সাধের ‘নমামি গঙ্গে’ প্রকল্প রূপায়ণের দায়িত্বও উমার কাঁধেই ছিল ৷ এর পাশাপাশি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন উমা ৷

গেরুয়া শিবিরের এমন একজন নেত্রীর প্রকাশ্যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশস্তি নিঃসন্দেহে নজর কাড়ছে রাজনৈতিক মহলের ৷ বস্তুত, এই মুহূর্তে গোটা দেশে নরেন্দ্র মোদি তথা বিজেপির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস ৷ আঞ্চলিক দল হিসাবে সূচনা হলেও চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বিজেপির সবথেকে বড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টায় কোনও খামতি রাখছেন না মমতা ৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে বিজেপি কার্যত সর্বশক্তি উজার করে দিয়েছিল ৷ তারপরও রেকর্ড সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন দিদি ৷ আর এখন তো এ রাজ্যে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে ৷ অন্যদিকে, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে বিজেপির রক্তচাপ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনেও বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থনের বার্তা দিয়েছেন মমতা ৷ এই অবস্থায় বাংলার মাটিতে দাঁড়িয়ে উমার এই মমতা স্তূতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

গঙ্গাসাগরের ব্যবস্থাপনা দেখে রাজ্যকে প্রশংসায় ভরালেন উমা, মমতাকে লিখবেন চিঠি

আরও পড়ুন : Sujan Chakraborty on Gangasagar Mela : বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না : সুজন

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উমা বলেন, ‘‘গঙ্গাসাগর রাজনীতি করার জায়গা নয় ৷ আমি সেটা করতেও আসিনি ৷ যা ভাল, তাকে ভাল বলতেই হয় ৷ আর তার জন্য রাজনীতির ঊর্ধ্বে ওঠাটাই নিয়ম ৷’’ আর সেভাবেই উমা জানিয়েছেন, করোনা আবহের মধ্যেও পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে রাজ্য সরকার যে ব্যবস্থাপনা ও পরিকাঠামো গড়ে তুলেছে, তা অবশ্যই প্রশংসনীয় ৷ আর এর জন্য দিদিকে যদি ধন্যবাদ জানাতেই হয়, তাহলে তা তিনি ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবেন ৷ এর মধ্যে কোনও রাজনীতি নেই বলেই দাবি উমার ৷

Last Updated : Jan 14, 2022, 8:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.