তিনসুকিয়া (অসম), 22 এপ্রিল: নিখোঁজ নিষিদ্ধ উলফা (আই) সংগঠনের সদস্য ৷ প্রায় একমাস যাবৎ তাকে পাওয়া যাচ্ছে না ৷ উলফা (আই) শিবির থেকে পালিয়ে আসার সময় সে নিরুদ্দেশ হয়ে যায় বলে জানা গিয়েছে ৷ এই সদস্যের উধাও হয়ে যাওয়ার খবরে অসমের তিনসুকিয়া জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই উলফা (আই) ক্যাডারের নাম পলাশ মোরান ৷ সে তিনসুকিয়া জেলার তারানি গ্রামের বাসিন্দা । পলাশ 2021 সালে উত্তরপূর্বের এই জঙ্গি সংগঠনে যোগ দেয় ৷ তার বয়স তিরিশের মধ্যে ৷
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ইনডিপেনডেন্ট) বা উলফা (আই)-এর শিবির থেকে 4 জন ক্যাডার পালিয়ে যায় ৷ পলাতক ওই চার ক্যাডার - মিন্টু মোরান ওরফে মদন অসম, পলাশ মোরান, মহন্ত বড়ুয়া ওরফে অরিন্দম অসম এবং হিমাংশু ভুঁইয়া ওরফে রঞ্জু অসম ৷ এর মধ্যে তিনজন ক্যাডার তিনসুকিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ৷ কিন্তু পলাশ মোরান রহস্যজনকভাবে হারিয়ে যায় ৷ পলাশ মোরানের নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ তাঁর নিরুদ্দেশ হওয়ার খবরে চিন্তায় যুবকের পরিবারও ৷
তিনসুকিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে পলাশ মোরানের ভাই মিন্টু মোরান ৷ সে পুলিশকে জানায়, উলফা (আই) ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার পরপরই মাঝপথ থেকে নিখোঁজ হয়ে যায় পলাশ মোরান ৷ তবে পলাশ মোরান কীভাবে নিখোঁজ হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ এদিকে, সশস্ত্র সংগঠনের একটি সূত্রও নিশ্চিত করেছে যে উলফা (আই) শিবির থেকে চারজন ক্যাডার পালিয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, পলাশ মোরানের স্ত্রী ও এক সন্তান রয়েছে ৷
এই চার ক্যাডার সম্প্রতি উলফা (আই) শিবির থেকে পালিয়ে গিয়েছে ৷ অন্যদিকে তিনসুকিয়া জেলার বেশ কয়েকজন যুবক এই নিষিদ্ধ সংগঠনটিতে যোগ দিয়েছেন ৷ তিনসুকিয়া জেলার বিভিন্ন অংশ থেকে যুবকদের নিখোঁজের খবর পাওয়া গিয়েছে ৷ তারা উলফা (আই)-তে যোগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ সামগ্রিকভাবে, উলফা (আই) তার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য সংগঠনে যোগ দেওয়ার প্রক্রিয়াকে আরও সক্রিয় করেছে ৷
আরও পড়ুন: পুঞ্চে জঙ্গি হামলার প্রতিবাদ জম্মুতে, উঠল পাকিস্তান বিরোধী স্লোগান