ETV Bharat / bharat

শান্তি বৈঠক নিয়ে আশাবাদী আলফা কমান্ডার পরেশ বড়ুয়া - উলফা কমান্ডার

এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি, যা বৈঠকের সম্ভাবনাকে খুব জোরালো করে ৷ তবে আলোচনার আশা রয়েছে ৷ ফোনে ইটিভি ভারতকে জানালেন আলফার কমান্ডার ইন চিফ পরেশ পড়ুয়া ৷

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত ফোনালাপে উলফা কমান্ডার পরেশ বড়ুয়া
ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত ফোনালাপে উলফা কমান্ডার পরেশ বড়ুয়া
author img

By

Published : May 30, 2021, 11:07 PM IST

Updated : May 31, 2021, 10:34 AM IST

গুয়াহাটি, 30 মে : অসমের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট যে সেখানকার রাজ্য সরকার ও আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম)-র মধ্যে যদি কোনও ইতিবাচক আলোচনার পথ তৈরি হয়, তবে তা এখনই ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দায়িত্ব গ্রহণের পরই বিদ্রোহী আলফাকে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । আলফা (ইনডিপেনডেন্ট) কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া ওরফে পরেশ অসমও মুখ্যমন্ত্রীর আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন । সম্প্রতি ওএনজিসির অপহৃত কর্মচারী রিতুল সাইকিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়েছে আলফা ।

এই ঘটনা পরম্পরার পর ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম বড়ুয়া ফোনে যোগাযোগ করেছিলেন আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার সঙ্গে ৷ শোনা যায় বিদ্রোহী আলফা নেতা এখন চিন অথবা মায়ানমারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন ৷ ফোনে আলফা নেতা জানিয়েছেন, এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি, যা আলোচনার সম্ভাবনাকে খুব জোরালো করে ৷ তবে আলোচনার আশা রয়েছে ৷

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শান্তি প্রক্রিয়া নিয়ে যে আহ্বান জানিয়েছেন, তাতে খুশি আলফা নেতা ৷ জানান, আলফা কোনওদিনই আলোচনা প্রক্রিয়া থেকে দূরে থাকেনি ৷ কিন্তু তিনি এও স্মরণ করিয়ে দেন , "আলোচনা প্রক্রিয়া অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের ৷ যেন একটা সমাধান হয় ৷ শুধু আলোচনা করার জন্য আলোচনা করার কোনও মানে হয় না ৷"

ইটিভি ভারত : ইটিভি ভারতে আপনাকে স্বাগত পরেশ বড়ুয়া ৷

পরেশ বড়ুয়া : ধন্যবাদ ৷

ইটিভি ভারত : এখন অবধি আমরা একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করেছি ৷ অসমের মানুষের মধ্যে আশার আলো জাগছে যে আলফা (ইনডিপেনডেন্ট) এবং ভারত সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে । এই প্রসঙ্গে সরকার বা আপনাদের দিক থেকে কোনও প্রস্তাব গৃহীত হয়েছে?

পরেশ বড়ুয়া : হ্যাঁ, এটা ঠিক সরকার আলোচনার জন্য আমাদের ডেকেছে । তবে যে আলোচনার কথা হচ্ছে তা নিয়ে আমরা এখনও পর্যন্ত সরকারের থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ডাক পাইনি ৷ বা সেইরকম কোনও গতিও দেখছি না ৷

ইটিভি ভারত : সম্প্রতি আমার দেখেছি, কুইপ্পো এবং ওএনজিসির দুই অধিকারিককে মুক্তি দেওয়ার সময় অনেক বেশি নমনীয় ছিল আপনাদের সংগঠন । অসমের স্বার্থে আপনাদের দাবি-দাওয়াগুলির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কি কোনও পারস্পরিক বোঝাপড়া হয়েছিল?

পরেশ বড়ুয়া : না ৷ তাদের সঙ্গে আমাদের কোনও আনুষ্ঠানিক বোঝাপড়া বা কোনও চুক্তি হয়নি ৷ তবে অসমের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রিতুল সাইকিয়াকে মুক্তি দেওয়ার জন্য । তাঁর আন্তরিকতার কথা বিবেচনা করে আমরা সাইকিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । তাছাড়া তাদের সংস্থা আশ্বাস দিয়েছে যে, কর্মসংস্থানের বিষয়ে তারা অসমিয়াদের অগ্রাধিকার দেবে । একইরকমভাবে ওএনজিসির কাছে আমরা যে সাতটি শর্ত দিয়েছিলেন, সেগুলিও পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে অসম সরকার । এগুলিকে আমরা সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া হিসাবেই দেখছি ।

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত ফোনালাপে আলফা কমান্ডার পরেশ বড়ুয়া

ইটিভি ভারত : রাজনৈতিক ইস্যুগুলি বাদে দিলে, এখনও পর্যন্ত অসমের উন্নতির জন্য আলফা আর কী করেছে?

পরেশ বড়ুয়া : অসমের মানুষের জন্য আমরা অনেককিছুই করেছি । যদি বিশেষভাবে উল্লেখ করতে হয়, তবে তারমধ্যে... একটি সাধারণ (কমন) লক্ষ্য পূরণের জন্য আমরা অসমের মানুষকে ঐক্যবদ্ধ করেছি ৷ আমরা অসমিয়াদের তাঁদের জাতিগত অধিকার এবং অসমের উপর বহু দশক ধরে চলে আসা শোষণ সম্পর্কে সচেতন করতে পেরেছে । আমরা আমাদের অধিকারের জন্য লড়াই শুরু করেছি ৷ আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে আসা, মদ-মাদকের মতো বিভিন্ন সামাজিক ব্যাধিগুলি থেকে মুক্ত করা এবং অসমের নিজস্ব সংস্কৃতি রক্ষায় বিশেষ কাজ করেছি ।

আমরা বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলির সঙ্গেও আলাপ-আলোচনা শুরু করেছি .... অসমে বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করার জন্য তাঁদের বোঝাতে পেরেছি । এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে । চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রগুলিতে টাটা স্টিলের মতো অনেক কর্পোরেট সংস্থা থেকে বেশ ভাল সাড়া পেয়েছি ৷ স্কিল ডেভেলপমেন্ট, বৃত্তিমূলক ও প্রশিক্ষণ কেন্দ্র, বাগান তৈরি, বন্যপ্রাণ সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়ের উৎস তৈরি করার ক্ষেত্রে এই প্রকল্পগুলি খুব ভাল কাজ করেছে ৷

গুয়াহাটি, 30 মে : অসমের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট যে সেখানকার রাজ্য সরকার ও আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম)-র মধ্যে যদি কোনও ইতিবাচক আলোচনার পথ তৈরি হয়, তবে তা এখনই ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দায়িত্ব গ্রহণের পরই বিদ্রোহী আলফাকে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । আলফা (ইনডিপেনডেন্ট) কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া ওরফে পরেশ অসমও মুখ্যমন্ত্রীর আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন । সম্প্রতি ওএনজিসির অপহৃত কর্মচারী রিতুল সাইকিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়েছে আলফা ।

এই ঘটনা পরম্পরার পর ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম বড়ুয়া ফোনে যোগাযোগ করেছিলেন আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার সঙ্গে ৷ শোনা যায় বিদ্রোহী আলফা নেতা এখন চিন অথবা মায়ানমারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন ৷ ফোনে আলফা নেতা জানিয়েছেন, এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি, যা আলোচনার সম্ভাবনাকে খুব জোরালো করে ৷ তবে আলোচনার আশা রয়েছে ৷

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শান্তি প্রক্রিয়া নিয়ে যে আহ্বান জানিয়েছেন, তাতে খুশি আলফা নেতা ৷ জানান, আলফা কোনওদিনই আলোচনা প্রক্রিয়া থেকে দূরে থাকেনি ৷ কিন্তু তিনি এও স্মরণ করিয়ে দেন , "আলোচনা প্রক্রিয়া অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের ৷ যেন একটা সমাধান হয় ৷ শুধু আলোচনা করার জন্য আলোচনা করার কোনও মানে হয় না ৷"

ইটিভি ভারত : ইটিভি ভারতে আপনাকে স্বাগত পরেশ বড়ুয়া ৷

পরেশ বড়ুয়া : ধন্যবাদ ৷

ইটিভি ভারত : এখন অবধি আমরা একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করেছি ৷ অসমের মানুষের মধ্যে আশার আলো জাগছে যে আলফা (ইনডিপেনডেন্ট) এবং ভারত সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে । এই প্রসঙ্গে সরকার বা আপনাদের দিক থেকে কোনও প্রস্তাব গৃহীত হয়েছে?

পরেশ বড়ুয়া : হ্যাঁ, এটা ঠিক সরকার আলোচনার জন্য আমাদের ডেকেছে । তবে যে আলোচনার কথা হচ্ছে তা নিয়ে আমরা এখনও পর্যন্ত সরকারের থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ডাক পাইনি ৷ বা সেইরকম কোনও গতিও দেখছি না ৷

ইটিভি ভারত : সম্প্রতি আমার দেখেছি, কুইপ্পো এবং ওএনজিসির দুই অধিকারিককে মুক্তি দেওয়ার সময় অনেক বেশি নমনীয় ছিল আপনাদের সংগঠন । অসমের স্বার্থে আপনাদের দাবি-দাওয়াগুলির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কি কোনও পারস্পরিক বোঝাপড়া হয়েছিল?

পরেশ বড়ুয়া : না ৷ তাদের সঙ্গে আমাদের কোনও আনুষ্ঠানিক বোঝাপড়া বা কোনও চুক্তি হয়নি ৷ তবে অসমের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রিতুল সাইকিয়াকে মুক্তি দেওয়ার জন্য । তাঁর আন্তরিকতার কথা বিবেচনা করে আমরা সাইকিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । তাছাড়া তাদের সংস্থা আশ্বাস দিয়েছে যে, কর্মসংস্থানের বিষয়ে তারা অসমিয়াদের অগ্রাধিকার দেবে । একইরকমভাবে ওএনজিসির কাছে আমরা যে সাতটি শর্ত দিয়েছিলেন, সেগুলিও পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে অসম সরকার । এগুলিকে আমরা সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া হিসাবেই দেখছি ।

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত ফোনালাপে আলফা কমান্ডার পরেশ বড়ুয়া

ইটিভি ভারত : রাজনৈতিক ইস্যুগুলি বাদে দিলে, এখনও পর্যন্ত অসমের উন্নতির জন্য আলফা আর কী করেছে?

পরেশ বড়ুয়া : অসমের মানুষের জন্য আমরা অনেককিছুই করেছি । যদি বিশেষভাবে উল্লেখ করতে হয়, তবে তারমধ্যে... একটি সাধারণ (কমন) লক্ষ্য পূরণের জন্য আমরা অসমের মানুষকে ঐক্যবদ্ধ করেছি ৷ আমরা অসমিয়াদের তাঁদের জাতিগত অধিকার এবং অসমের উপর বহু দশক ধরে চলে আসা শোষণ সম্পর্কে সচেতন করতে পেরেছে । আমরা আমাদের অধিকারের জন্য লড়াই শুরু করেছি ৷ আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে আসা, মদ-মাদকের মতো বিভিন্ন সামাজিক ব্যাধিগুলি থেকে মুক্ত করা এবং অসমের নিজস্ব সংস্কৃতি রক্ষায় বিশেষ কাজ করেছি ।

আমরা বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলির সঙ্গেও আলাপ-আলোচনা শুরু করেছি .... অসমে বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করার জন্য তাঁদের বোঝাতে পেরেছি । এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে । চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রগুলিতে টাটা স্টিলের মতো অনেক কর্পোরেট সংস্থা থেকে বেশ ভাল সাড়া পেয়েছি ৷ স্কিল ডেভেলপমেন্ট, বৃত্তিমূলক ও প্রশিক্ষণ কেন্দ্র, বাগান তৈরি, বন্যপ্রাণ সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়ের উৎস তৈরি করার ক্ষেত্রে এই প্রকল্পগুলি খুব ভাল কাজ করেছে ৷

Last Updated : May 31, 2021, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.