ETV Bharat / bharat

G20 Summit in Delhi: খালিস্তানি তৎপরতা নিয়ে উদ্বেগ কাটাতে ভারতকে আশ্বস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী - জি20 শীর্ষ সম্মেলন

Rishi Sunak in Delhi to attend G20 Summit: খালিস্তানি তৎপরতা নিয়ে উদ্বেগ কাটাতে দিল্লিতে এসেই ভারতকে আশ্বস্ত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তিনি বলেন, ব্রিটেনে চরমপন্থা বা হিংসা একেবারেই গ্রহণযোগ্য নয় ৷

Rishi Sunak
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:53 PM IST

Updated : Sep 8, 2023, 11:10 PM IST

দিল্লিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ব্রিটেনে কোনও ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় ৷ জি20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে এসে এ কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তিনি বলেন যে, তাঁর সরকার বিশেষ করে খালিস্তানপন্থীদের চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে । এই চরমপন্থা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সুনাক ।

শুক্রবার এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ঋষি সুনাক তাঁর ভারতীয় শিকড় সম্পর্কে গর্ববোধ করেন ৷ দু দেশের মধ্যে এফটিএ সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি ৷

ব্রিটেনে খালিস্তানিপন্থী গোষ্ঠীদের কার্যকলাপে ভারতের উদ্বেগের বিষয়ে একটি প্রশ্নের উত্তরে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন যে, এই ধরনের হিংস্র চরমপন্থাকে যাতে নির্মূল করা যেতে পারে, সে জন্য গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে ।

সুনাক এএনআই-কে বলেন, "এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, ব্রিটেন এই ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় । এবং সেই কারণেই আমরা বিশেষ করে 'পিকেই'-পন্থী খালিস্তান চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি ৷"

ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি মনে করি না, এটা ঠিক । আমাদের নিরাপত্তা মন্ত্রী সম্প্রতি ভারতে এসে তাঁর প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন । আমরা গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য একসঙ্গে কাজ করছি, যাতে আমরা এই ধরনের হিংস্র চরমপন্থাকে নির্মূল করতে পারি । এটা ঠিক নয় । ব্রিটেনে এটা সহ্য করা হবে না ৷"

আরও পড়ুন: তৈরি ডিজিটাল ইন্ডিয়ার সংস্কৃতি করিডোর, জি20 অতিথিদের জন্য ভারত মণ্ডপমে স্পেশাল জোন

লন্ডনে ভারতীয় হাইকমিশনে এই বছরের মার্চে খালিস্তানপন্থীদের হামলার ঘটনার তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । সন্ত্রাসবিরোধী সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে ৷ লন্ডনে ভারতীয় হাইকমিশনে তেরঙা নামিয়ে দেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় ব্রিটেনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত ।

9 এবং 10 সেপ্টেম্বর নয়াদিল্লির জি20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে শুক্রবার ভারতে পৌঁছেছেন ঋষি সুনাক । তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী অক্ষতা মূর্তিও । (সংবাদসংস্থা এএনআই)

দিল্লিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ব্রিটেনে কোনও ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় ৷ জি20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে এসে এ কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তিনি বলেন যে, তাঁর সরকার বিশেষ করে খালিস্তানপন্থীদের চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে । এই চরমপন্থা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সুনাক ।

শুক্রবার এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ঋষি সুনাক তাঁর ভারতীয় শিকড় সম্পর্কে গর্ববোধ করেন ৷ দু দেশের মধ্যে এফটিএ সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি ৷

ব্রিটেনে খালিস্তানিপন্থী গোষ্ঠীদের কার্যকলাপে ভারতের উদ্বেগের বিষয়ে একটি প্রশ্নের উত্তরে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন যে, এই ধরনের হিংস্র চরমপন্থাকে যাতে নির্মূল করা যেতে পারে, সে জন্য গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে ।

সুনাক এএনআই-কে বলেন, "এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, ব্রিটেন এই ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় । এবং সেই কারণেই আমরা বিশেষ করে 'পিকেই'-পন্থী খালিস্তান চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি ৷"

ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি মনে করি না, এটা ঠিক । আমাদের নিরাপত্তা মন্ত্রী সম্প্রতি ভারতে এসে তাঁর প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন । আমরা গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য একসঙ্গে কাজ করছি, যাতে আমরা এই ধরনের হিংস্র চরমপন্থাকে নির্মূল করতে পারি । এটা ঠিক নয় । ব্রিটেনে এটা সহ্য করা হবে না ৷"

আরও পড়ুন: তৈরি ডিজিটাল ইন্ডিয়ার সংস্কৃতি করিডোর, জি20 অতিথিদের জন্য ভারত মণ্ডপমে স্পেশাল জোন

লন্ডনে ভারতীয় হাইকমিশনে এই বছরের মার্চে খালিস্তানপন্থীদের হামলার ঘটনার তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । সন্ত্রাসবিরোধী সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে ৷ লন্ডনে ভারতীয় হাইকমিশনে তেরঙা নামিয়ে দেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় ব্রিটেনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত ।

9 এবং 10 সেপ্টেম্বর নয়াদিল্লির জি20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে শুক্রবার ভারতে পৌঁছেছেন ঋষি সুনাক । তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী অক্ষতা মূর্তিও । (সংবাদসংস্থা এএনআই)

Last Updated : Sep 8, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.