ETV Bharat / bharat

UGC DigiLocker : ডিজি লকারে থাকা ডিগ্রি, মার্কশিট বৈধ, জানাল ইউজিসি

author img

By

Published : Jan 7, 2022, 2:32 PM IST

ডিজি লকারে পাওয়া সব ইলেকট্রনিক তথ্য বৈধ, চিঠি দিয়ে জানালেন ইউজিসির সচিব রজনীশ জৈন (UGC requests institutions to accept Degree, Mark-sheets & other documents in DigiLocker account) ৷

UGC DigiLocker
ইউজিসি

নয়াদিল্লি, 7 জানুয়ারি : সব শিক্ষা প্রতিষ্ঠানকে ডিগ্রি, মার্কশিট এবং অন্য কাগজপত্র ডিজি লকার থেকে নেওয়ার জন্য অনুরোধ করল ইউজিসি (UGC requests institutions to accept Degree, Mark-sheets & other documents in DigiLocker account) ৷

ইউজিসির সচিব রজনীশ জৈন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠিতে লেখেন, "ডিজি লকার অ্যাকাউন্টের ইশ্যুড ডকুমেন্ট-এ প্রাপ্য ডিগ্রি, মার্কশিট এবং অন্য তথ্যগুলি বৈধ তথ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে ৷ ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজ়িটরি প্রোগ্রামের বিস্তার ঘটাতে এই পদক্ষেপ ৷"

চিঠিতে জানানো হয়, এনএডি অ্যাকাডেমিক তথ্যের একটি অনলাইন তথ্য জমা রাখার জায়গা ৷ এতে ছাত্রছাত্রীরা ডিগ্রি, মার্কশিট এরকম নানাবিধ তথ্যের ডিজিটাল সংস্করণ পাবেন ৷

কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রক এনএডি-কে স্থায়ী প্রকল্প হিসেবে রূপায়িত করবার জন্য ইউজিসিকে দায়িত্ব দিয়েছে ৷ রজনীশ জৈন জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুল তাদের জরুরি তথ্য এখানে আপলোড করতে পারে ৷ ইনফরমেশন অফ টেকনোলজি অ্যাক্ট, 2000 অনুযায়ী ডিজি লকারে প্রাপ্য ইলেকট্রনিক তথ্যগুলো বৈধ ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে রয়েছে এই ডিজি লকার প্ল্যাটফর্ম ৷

নয়াদিল্লি, 7 জানুয়ারি : সব শিক্ষা প্রতিষ্ঠানকে ডিগ্রি, মার্কশিট এবং অন্য কাগজপত্র ডিজি লকার থেকে নেওয়ার জন্য অনুরোধ করল ইউজিসি (UGC requests institutions to accept Degree, Mark-sheets & other documents in DigiLocker account) ৷

ইউজিসির সচিব রজনীশ জৈন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠিতে লেখেন, "ডিজি লকার অ্যাকাউন্টের ইশ্যুড ডকুমেন্ট-এ প্রাপ্য ডিগ্রি, মার্কশিট এবং অন্য তথ্যগুলি বৈধ তথ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে ৷ ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজ়িটরি প্রোগ্রামের বিস্তার ঘটাতে এই পদক্ষেপ ৷"

চিঠিতে জানানো হয়, এনএডি অ্যাকাডেমিক তথ্যের একটি অনলাইন তথ্য জমা রাখার জায়গা ৷ এতে ছাত্রছাত্রীরা ডিগ্রি, মার্কশিট এরকম নানাবিধ তথ্যের ডিজিটাল সংস্করণ পাবেন ৷

কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রক এনএডি-কে স্থায়ী প্রকল্প হিসেবে রূপায়িত করবার জন্য ইউজিসিকে দায়িত্ব দিয়েছে ৷ রজনীশ জৈন জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুল তাদের জরুরি তথ্য এখানে আপলোড করতে পারে ৷ ইনফরমেশন অফ টেকনোলজি অ্যাক্ট, 2000 অনুযায়ী ডিজি লকারে প্রাপ্য ইলেকট্রনিক তথ্যগুলো বৈধ ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে রয়েছে এই ডিজি লকার প্ল্যাটফর্ম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.