ETV Bharat / bharat

Udhayanidhi Stalin: হিন্দু ধর্মের নয় জাতপাতের বিরোধিতা করেছি, বিতর্কের আবহে সাফাই উদয়নিধির - ইন্ডিয়া জোট

সনাতন ধর্ম সংক্রান্ত মন্তব্যে বিপাকে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ৷ তাঁর পাশাপাশি বাবা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে ৷ এবার তিনি একটি সংবাদমাধ্যমে জানালেন, জাতপাতের বিরোধিতা করেছেন, হিন্দু ধর্মের নয় ৷

ETV Bharat
সনাতন ধর্ম সংক্রান্ত মন্তব্যে নয়া মন্তব্য উদয়নিধি স্ট্যালিনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 11:58 AM IST

Updated : Sep 6, 2023, 12:13 PM IST

চেন্নাই, 6 সেপ্টেম্বর: হিন্দু ধর্মের বিরোধিতা তিনি করেননি ৷ তাঁর দাবি, তিনি জাত-বর্ণ-ধর্মের ভেদাভেদের মতো সনাতনি প্রথার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদয়নিধি স্ট্যালিন ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র মনে করিয়ে দিলেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এই ঘটনাই সনাতনি প্রথা অভ্যাসের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন উদয়নিধি ৷ 28 মে রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে উপস্থিত ছিলেন না দেশের রাষ্ট্রপতি ৷ এ নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি ৷ এবার তাতে অন্য মাত্রা যোগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে।

শনিবার একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা স্ট্যালিন সনাতন ধর্ম প্রসঙ্গে একটি মন্তব্য করেন। তা ঘিরে রীতিমতো ঝড় উঠেছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী-সহ একাধিক মন্ত্রী, বিজেপি নেতা, এমনকী সন্ন্যাসীরাও তোপ দেগেছেন ৷

এই পরিস্থিতিতে স্ট্যালিন-পুত্র কি শেষমেশ ক্ষমা চাইবেন ? এর উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাইবেন না ৷ একইসঙ্গে উদয়নিধি জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ জাতপাত সংক্রান্ত বৈষম্যের এর থেকে ভালো উদাহরণ আর নেই ৷

শনিবার উদয়নিধি স্ট্যালিন বলেন, "সনাতন অভ্যাসগুলির বিরোধিতা করলেই হবে না, তাকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে ৷" এছাড়া তিনি সনাতন অভ্যাসকে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং কোভিড-19-এর সঙ্গেও তুলনা করেন ৷ তাঁর মতে সনাতন অভ্যাস, মানুষ হত্যার জন্য দায়ী ৷ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরোধিতা করার অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা

এরপর সোমবারই উদয়নিধি দাবি করেন, তাঁর মন্তব্য সনাতন ধর্মকে অপমান করার উদ্দেশ্যে নয় ৷ তিনি বলেন, "আমি সব ধর্মের মধ্যে থাকা জাত-পাতের ভেদাভেদের সমালোচনা করেছি ৷" তাতেও সমালোচনা থামেনি ৷ তাঁর নামে 'ইন্ডিয়া' জোটকেও আক্রমণ করা হয়েছে ৷ সমালোচনার মুখে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও ৷

( সংবাদ সূত্র: এএনআই)

চেন্নাই, 6 সেপ্টেম্বর: হিন্দু ধর্মের বিরোধিতা তিনি করেননি ৷ তাঁর দাবি, তিনি জাত-বর্ণ-ধর্মের ভেদাভেদের মতো সনাতনি প্রথার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদয়নিধি স্ট্যালিন ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র মনে করিয়ে দিলেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এই ঘটনাই সনাতনি প্রথা অভ্যাসের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন উদয়নিধি ৷ 28 মে রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে উপস্থিত ছিলেন না দেশের রাষ্ট্রপতি ৷ এ নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি ৷ এবার তাতে অন্য মাত্রা যোগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে।

শনিবার একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা স্ট্যালিন সনাতন ধর্ম প্রসঙ্গে একটি মন্তব্য করেন। তা ঘিরে রীতিমতো ঝড় উঠেছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ বিরোধীদের অভিযোগ, তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী-সহ একাধিক মন্ত্রী, বিজেপি নেতা, এমনকী সন্ন্যাসীরাও তোপ দেগেছেন ৷

এই পরিস্থিতিতে স্ট্যালিন-পুত্র কি শেষমেশ ক্ষমা চাইবেন ? এর উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাইবেন না ৷ একইসঙ্গে উদয়নিধি জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ জাতপাত সংক্রান্ত বৈষম্যের এর থেকে ভালো উদাহরণ আর নেই ৷

শনিবার উদয়নিধি স্ট্যালিন বলেন, "সনাতন অভ্যাসগুলির বিরোধিতা করলেই হবে না, তাকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে ৷" এছাড়া তিনি সনাতন অভ্যাসকে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং কোভিড-19-এর সঙ্গেও তুলনা করেন ৷ তাঁর মতে সনাতন অভ্যাস, মানুষ হত্যার জন্য দায়ী ৷ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মের বিরোধিতা করার অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা

এরপর সোমবারই উদয়নিধি দাবি করেন, তাঁর মন্তব্য সনাতন ধর্মকে অপমান করার উদ্দেশ্যে নয় ৷ তিনি বলেন, "আমি সব ধর্মের মধ্যে থাকা জাত-পাতের ভেদাভেদের সমালোচনা করেছি ৷" তাতেও সমালোচনা থামেনি ৷ তাঁর নামে 'ইন্ডিয়া' জোটকেও আক্রমণ করা হয়েছে ৷ সমালোচনার মুখে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও ৷

( সংবাদ সূত্র: এএনআই)

Last Updated : Sep 6, 2023, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.