ETV Bharat / bharat

Maha Ministry Reshuffle : বিদ্রোহীদের মন্ত্রিত্ব থেকে সরালেন উদ্ধব - মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) অব্যাহত ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ৷ অন্যদিকে মন্ত্রিসভা থেকে বিদ্রোহীদের সরিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharshtra CM Uddhav Thackeray) ৷

Uddhav Thackeray Removes Rebel MLAs from Maharashtra Ministry
Maha Ministry Reshuffle : বিদ্রোহীদের মন্ত্রিত্ব থেকে সরালেন উদ্ধব
author img

By

Published : Jun 27, 2022, 2:56 PM IST

মুম্বই, 27 জুন : এক সপ্তাহ ধরে চলছে বিদ্রোহ ৷ তার পরও গদি বাঁচাতে মরিয়া লড়াই চালাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharshtra CM Uddhav Thackeray) ৷ নানা ভাবে বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তিনি ৷ কার্যত সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন বিদ্রোহীদের (Uddhav Thackeray Removes Rebel MLAs from Maharashtra Cabinet) ৷

সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার রদবদলের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তি রদবদলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে সাধারণ মানুষের জন্য কাজ থেমে যেতে পারে না ৷

সূত্রের খবর, উদ্ধব তাঁর মন্ত্রিসভা থেকে ন’জন বিদ্রোহী বিধায়ককে সরিয়ে দিয়েছেন ৷ তাঁরা যে দফতরগুলির দায়িত্বে ছিলেন, সেগুলি অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ৷ বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ছিলেন মহারাষ্ট্রে পৌর ও পূর্ত দফতরের মন্ত্রী ৷ তাঁকে সরিয়ে ওই দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুভাষ দেশাইয়ের হাতে ৷

অন্যদিকে অনিল পরবের হাতে জল সরবরাহ ও নিকাশির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ ওই দফতরের মন্ত্রী ছিলেন বিদ্রোহী গুলাবরাও পাটিল ৷ এছাড়া দাদাজি ভুষে ও সন্দীপন ভুমারের হাতে থাকা দফতরগুলি দেওয়া হয়েছে শঙ্কর গডখকে ৷ এছাড়া চারজনের মন্ত্রিত্ব কেড়ে নিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

এই যখন পরিস্থিতি তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে ৷ হারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন একনাথ শিন্ডে ৷

সুপ্রিম কোর্টে শিন্ডের দাবি, মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government of Maharashtra) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ আজই এই মামলার শুনানি হওয়ার কথা ৷

ফলে সময় যত এগোচ্ছে, তত মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) আরও জটিল হতে শুরু করেছে ৷

আরও পড়ুন : Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের

মুম্বই, 27 জুন : এক সপ্তাহ ধরে চলছে বিদ্রোহ ৷ তার পরও গদি বাঁচাতে মরিয়া লড়াই চালাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharshtra CM Uddhav Thackeray) ৷ নানা ভাবে বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তিনি ৷ কার্যত সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন বিদ্রোহীদের (Uddhav Thackeray Removes Rebel MLAs from Maharashtra Cabinet) ৷

সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার রদবদলের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তি রদবদলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে সাধারণ মানুষের জন্য কাজ থেমে যেতে পারে না ৷

সূত্রের খবর, উদ্ধব তাঁর মন্ত্রিসভা থেকে ন’জন বিদ্রোহী বিধায়ককে সরিয়ে দিয়েছেন ৷ তাঁরা যে দফতরগুলির দায়িত্বে ছিলেন, সেগুলি অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ৷ বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে (Shiv Sena Rebel MLA Eknath Shinde) ছিলেন মহারাষ্ট্রে পৌর ও পূর্ত দফতরের মন্ত্রী ৷ তাঁকে সরিয়ে ওই দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুভাষ দেশাইয়ের হাতে ৷

অন্যদিকে অনিল পরবের হাতে জল সরবরাহ ও নিকাশির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ ওই দফতরের মন্ত্রী ছিলেন বিদ্রোহী গুলাবরাও পাটিল ৷ এছাড়া দাদাজি ভুষে ও সন্দীপন ভুমারের হাতে থাকা দফতরগুলি দেওয়া হয়েছে শঙ্কর গডখকে ৷ এছাড়া চারজনের মন্ত্রিত্ব কেড়ে নিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

এই যখন পরিস্থিতি তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে ৷ হারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল বিদ্রোহী 16 জন বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন ৷ ওই বিধায়কদের সদস্যপদ কেন বাতিল করা হবে না, 48 ঘণ্টার মধ্যে সেই জবাব চেয়েছেন ৷ আজ বিকেল 5টায় সেই সময়সীমা শেষ হচ্ছে ৷ নরহরির ওই নোটিশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন একনাথ শিন্ডে ৷

সুপ্রিম কোর্টে শিন্ডের দাবি, মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA Government of Maharashtra) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ আজই এই মামলার শুনানি হওয়ার কথা ৷

ফলে সময় যত এগোচ্ছে, তত মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) আরও জটিল হতে শুরু করেছে ৷

আরও পড়ুন : Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধবের সরকার, সুপ্রিম কোর্টে দাবি একনাথের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.