ETV Bharat / bharat

Hair Donates for Cancer Patients: ক্যানসার রোগীদের জন্য চুল দান, উদাহরণ হয়ে উঠল 2 বছরের আদ্যা

ক্যানসার রোগীদের জন্য চুল দান করে অনন্য নজির সৃষ্টি করল 2 বছরের আদ্যা কুলাল (Two Year Old Girl Sets An Example Donating Hair) ৷ ক্যানসার সচেতনতায় আদ্যার (Adya Kulal) মা-বাবা মেয়ের চুল দান করার সিদ্ধান্ত নেন ৷

Two Year Old Girl Sets An Example Donating Hair to Cancer Patients
Two Year Old Girl Sets An Example Donating Hair to Cancer Patients
author img

By

Published : Oct 23, 2022, 11:03 AM IST

ম্যাঙ্গালুরু, 23 অক্টোবর: অনন্য উদাহরণ তৈরি করল 2 বছরের এক শিশু (Two Year Old Girl Sets An Example Donating Hair) ৷ ক্যানসার রোগীদের জন্য নিজের চুল দান করল সে ৷ ম্যাঙ্গালুরুর মারোলির বাসিন্দা সুমালতা কুলাল এবং ভারত কুলালের 2 বছরের মেয়ে আদ্যা কুলাল তার চুল দান করেছে (Donating Hair to Cancer Patients) ৷ ক্যানসার রোগীদের জন্য মাথার উইগ তৈরি করতে এই চুল দান করা হয়েছে ৷ আর আদ্যা এবং তার বাবা-মায়ের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে সকলে ৷ ম্যাঙ্গালোর দক্ষিণের বিধায়ক সোশাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন ৷

বিধায়ক তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আদ্যা কুলালের (Adya Kulal) সাহস এবং আগ্রহ আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ এত অল্প বয়সে সে তার মাথার চুল ক্যানসার রোগীদের জন্য দান করেছে ৷ আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে সে সমাজের কাছে উদাহরণ এবং অনুপ্রেরণা হয়ে উঠেছে ৷ সুমালতা এবং ভারত কুলাল তাঁদের মেয়েকে সঠিক শিক্ষায় বড় করছেন ৷ বড় হয়ে যখন ও এটা জানতে পেরে খুব খুশি হবে ৷’’

আরও পড়ুন: নথিভুক্ত রোগীর থেকে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা 3 গুণ বেশি !

প্রসঙ্গত, গত এক দশকে ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে ৷ বছরে কয়েকলক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন ৷ এমনকী অনেকক্ষেত্রে তা নথিভুক্ত হয় না ৷ আর এই ক্যানসার আক্রান্তের তালিকায় অনেক শিশু রয়েছে ৷ এই রোগের চিকিৎসায় সবচেয়ে বড় কষ্টের বিষয় হল, কেমোথেরাপির সময় রোগীর মাথার চুল ঝরে পড়া ৷ যা বহুক্ষেত্রে একজন মানুষের আত্মবিশ্বাসকে চিরতরে শেষ দেয় ৷ আর সেই মুহূর্তে ক্যানসার নিরাময়ের মধ্যে দিয়ে যাওয়া রোগীর কাছে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় উইগ বা নকল চুল ৷ এই উইগ তাঁদের আত্মবিশ্বাস জোগায় ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখে আদ্যা কুলালের মা-বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের মেয়ের মাথার চুল দান করবেন ৷ আর সেই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো তাঁদের অন্যতম উদ্দেশ্যে ছিল ৷

ম্যাঙ্গালুরু, 23 অক্টোবর: অনন্য উদাহরণ তৈরি করল 2 বছরের এক শিশু (Two Year Old Girl Sets An Example Donating Hair) ৷ ক্যানসার রোগীদের জন্য নিজের চুল দান করল সে ৷ ম্যাঙ্গালুরুর মারোলির বাসিন্দা সুমালতা কুলাল এবং ভারত কুলালের 2 বছরের মেয়ে আদ্যা কুলাল তার চুল দান করেছে (Donating Hair to Cancer Patients) ৷ ক্যানসার রোগীদের জন্য মাথার উইগ তৈরি করতে এই চুল দান করা হয়েছে ৷ আর আদ্যা এবং তার বাবা-মায়ের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে সকলে ৷ ম্যাঙ্গালোর দক্ষিণের বিধায়ক সোশাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন ৷

বিধায়ক তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আদ্যা কুলালের (Adya Kulal) সাহস এবং আগ্রহ আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ এত অল্প বয়সে সে তার মাথার চুল ক্যানসার রোগীদের জন্য দান করেছে ৷ আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে সে সমাজের কাছে উদাহরণ এবং অনুপ্রেরণা হয়ে উঠেছে ৷ সুমালতা এবং ভারত কুলাল তাঁদের মেয়েকে সঠিক শিক্ষায় বড় করছেন ৷ বড় হয়ে যখন ও এটা জানতে পেরে খুব খুশি হবে ৷’’

আরও পড়ুন: নথিভুক্ত রোগীর থেকে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা 3 গুণ বেশি !

প্রসঙ্গত, গত এক দশকে ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে ৷ বছরে কয়েকলক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন ৷ এমনকী অনেকক্ষেত্রে তা নথিভুক্ত হয় না ৷ আর এই ক্যানসার আক্রান্তের তালিকায় অনেক শিশু রয়েছে ৷ এই রোগের চিকিৎসায় সবচেয়ে বড় কষ্টের বিষয় হল, কেমোথেরাপির সময় রোগীর মাথার চুল ঝরে পড়া ৷ যা বহুক্ষেত্রে একজন মানুষের আত্মবিশ্বাসকে চিরতরে শেষ দেয় ৷ আর সেই মুহূর্তে ক্যানসার নিরাময়ের মধ্যে দিয়ে যাওয়া রোগীর কাছে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় উইগ বা নকল চুল ৷ এই উইগ তাঁদের আত্মবিশ্বাস জোগায় ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখে আদ্যা কুলালের মা-বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের মেয়ের মাথার চুল দান করবেন ৷ আর সেই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো তাঁদের অন্যতম উদ্দেশ্যে ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.