ETV Bharat / bharat

ULFA Members Surrendered: অরুণাচলের তিরাপে দুই উলফা সদস্যের আত্মসমর্পণ - উলফা

অরুণাচল প্রদেশের তিরাপে আত্মসমর্পণ করলেন দুই উলফা সদস্য ৷ অসম রাইফেলসের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন ৷

Two ULFA members surrendered
দুই উলফা সদস্যের আত্মসমর্পণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 3:46 PM IST

তিনসুকিয়া(অসম), 3 অক্টোবর: প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের তিরাপে আত্মসমর্পণ করেলেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এর দুই সদস্য ৷ জানা গিয়েছে, উলফা (আই) সদস্যরা মায়ানমারের ক্যাম্প থেকে পালিয়ে এসে 6 নম্বর অসম রাইফেলসের কাছে সোমবার আত্মসমর্পণ করেন তাঁরা । আত্মসমর্পণ করা দুই উলফা (আই) সদস্যের নাম হল মনজিত গগৈ ওরফে নীলোৎপল অসম এবং রোহিনী গগৈ ওরফে উপেন অসম ।

মনজিৎ গগৈ গোলাঘাট জেলার নুমালিগড়ের বাসিন্দা এবং রোহিনী গগৈ ডিব্রুগড় জেলার মোরানের বাসিন্দা । দু'জনের দাবি অনুসারে, 38 বছর বয়সি মনজিত গগৈ 25 মে 2022 সালে নিষিদ্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন ৷ অন্যদিকে ওই বছরের 17 মে 33 বছর বয়সি রোহিনী গগৈ 17 মে নিষিদ্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন ।

এর আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলার খবর সামনে এসেছিল ৷ তারই মাঝে প্রায় নয় বছর সশস্ত্র সংগ্রামের পর উলফা আই-এর সদস্য সোনসন মোরান ওরফে চন্দন অসম 27 সেপ্টেম্বর তিনসুকিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন । চন্দন তিনসুকিয়া জেলার কাকোপাথারের বাসিন্দা । তিনি 2015 সালে উলফা (আই) তে যোগ দিয়েছিলেন এবং আত্মসমর্পণের পরে অরুণাচল প্রদেশের মায়ো থেকে অসম পুলিশ তাকে তিনসুকিয়া নিয়ে আসে ।

আরও পড়ুন: অসমে উলফা(আই) শিবির থেকে পালানোর সময় নিখোঁজ যুবক

আত্মসমর্পণের সময় চন্দন অসমে কোনও অস্ত্র জমা দিয়েছিলেন কি না তা জানা যায়নি । চন্দন অসম দল ছাড়ার কারণ হিসেবে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করেছেন । এখন এটি এখনও পরিষ্কার নয় যে কেন একের পর এক উলফা (আই) সদস্যরা পুলিশ বা অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছেন ৷ তবে উভয় পক্ষই এই সম্পর্কে বলতে নারাজ, মুখে কুলুপ এটেছে ৷ অনুমান করা হচ্ছে যে জঙ্গিদের তরফে এইভাবে ঘন ঘন আত্মসমর্পণ গোষ্ঠীর উপর বিরূপ প্রভাব ফেলছে ।

তিনসুকিয়া(অসম), 3 অক্টোবর: প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের তিরাপে আত্মসমর্পণ করেলেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এর দুই সদস্য ৷ জানা গিয়েছে, উলফা (আই) সদস্যরা মায়ানমারের ক্যাম্প থেকে পালিয়ে এসে 6 নম্বর অসম রাইফেলসের কাছে সোমবার আত্মসমর্পণ করেন তাঁরা । আত্মসমর্পণ করা দুই উলফা (আই) সদস্যের নাম হল মনজিত গগৈ ওরফে নীলোৎপল অসম এবং রোহিনী গগৈ ওরফে উপেন অসম ।

মনজিৎ গগৈ গোলাঘাট জেলার নুমালিগড়ের বাসিন্দা এবং রোহিনী গগৈ ডিব্রুগড় জেলার মোরানের বাসিন্দা । দু'জনের দাবি অনুসারে, 38 বছর বয়সি মনজিত গগৈ 25 মে 2022 সালে নিষিদ্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন ৷ অন্যদিকে ওই বছরের 17 মে 33 বছর বয়সি রোহিনী গগৈ 17 মে নিষিদ্ধ গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন ।

এর আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলার খবর সামনে এসেছিল ৷ তারই মাঝে প্রায় নয় বছর সশস্ত্র সংগ্রামের পর উলফা আই-এর সদস্য সোনসন মোরান ওরফে চন্দন অসম 27 সেপ্টেম্বর তিনসুকিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন । চন্দন তিনসুকিয়া জেলার কাকোপাথারের বাসিন্দা । তিনি 2015 সালে উলফা (আই) তে যোগ দিয়েছিলেন এবং আত্মসমর্পণের পরে অরুণাচল প্রদেশের মায়ো থেকে অসম পুলিশ তাকে তিনসুকিয়া নিয়ে আসে ।

আরও পড়ুন: অসমে উলফা(আই) শিবির থেকে পালানোর সময় নিখোঁজ যুবক

আত্মসমর্পণের সময় চন্দন অসমে কোনও অস্ত্র জমা দিয়েছিলেন কি না তা জানা যায়নি । চন্দন অসম দল ছাড়ার কারণ হিসেবে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করেছেন । এখন এটি এখনও পরিষ্কার নয় যে কেন একের পর এক উলফা (আই) সদস্যরা পুলিশ বা অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছেন ৷ তবে উভয় পক্ষই এই সম্পর্কে বলতে নারাজ, মুখে কুলুপ এটেছে ৷ অনুমান করা হচ্ছে যে জঙ্গিদের তরফে এইভাবে ঘন ঘন আত্মসমর্পণ গোষ্ঠীর উপর বিরূপ প্রভাব ফেলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.