ETV Bharat / bharat

Jammu and Kashmir Firing: জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ 3 সেনা জওয়ান, খতম দুই জঙ্গিও - Two militants killed in Jammu and Kashmir

রাজৌরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন 3 সেনা জওয়ান । আহত হলেন আরও দু'জন। তাঁদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক (Three army jawans lost their life in Jammu and Kashmir firing) ।

Jammu and Kashmir Firing
জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ 3 সেনা জওয়ান
author img

By

Published : Aug 11, 2022, 8:39 AM IST

জম্মু কাশ্মীর, 11 অগস্ট : রাজৌরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন 3 সেনা জওয়ান । আহত হলেন আরও দু'জন। তাঁদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক । এই গুলির লড়াইতে প্রাণ গিয়েছে দুই জঙ্গিরও (Two militants killed in Jammu and Kashmir )। সূত্রের খবর, শুক্রবার ভোরে ওই দুই জঙ্গি লুকিয়ে একটি সেনা ছাউনিতে প্রবেশ করার চেষ্টা করছিল । ঠিক সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা । আর তাতেই প্রাণ যায় ওই দুই জঙ্গির ।

আরও পড়ুন: রাহুল-আমরিন হত্যায় জড়িত লস্কর জঙ্গি লতিফ সমেত 3 জঙ্গি এনকাউন্টারে বন্দি

পুলিশের জম্মু বিভাগের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, রাজৌরির দারহাল এলাকার ওই সেনা ছাউনিতে দুই জঙ্গি প্রবেশের চেষ্টা করছিল । তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলির লড়াই হয় । তাতেই প্রাণ যায় দুই জঙ্গির । গুলির লড়াই হচ্ছে জানতে পেরে ৬ কিলোমিটার দূরে অবস্থিত দারহাল থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয় । অন্যদিকে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

জম্মু কাশ্মীর, 11 অগস্ট : রাজৌরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন 3 সেনা জওয়ান । আহত হলেন আরও দু'জন। তাঁদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক । এই গুলির লড়াইতে প্রাণ গিয়েছে দুই জঙ্গিরও (Two militants killed in Jammu and Kashmir )। সূত্রের খবর, শুক্রবার ভোরে ওই দুই জঙ্গি লুকিয়ে একটি সেনা ছাউনিতে প্রবেশ করার চেষ্টা করছিল । ঠিক সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা । আর তাতেই প্রাণ যায় ওই দুই জঙ্গির ।

আরও পড়ুন: রাহুল-আমরিন হত্যায় জড়িত লস্কর জঙ্গি লতিফ সমেত 3 জঙ্গি এনকাউন্টারে বন্দি

পুলিশের জম্মু বিভাগের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, রাজৌরির দারহাল এলাকার ওই সেনা ছাউনিতে দুই জঙ্গি প্রবেশের চেষ্টা করছিল । তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলির লড়াই হয় । তাতেই প্রাণ যায় দুই জঙ্গির । গুলির লড়াই হচ্ছে জানতে পেরে ৬ কিলোমিটার দূরে অবস্থিত দারহাল থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয় । অন্যদিকে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.