ETV Bharat / bharat

Kupwara Encounter : কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর গুলিতে হত 2 জঙ্গি

উপত্যকা এখন হত্যাপুরী ৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি (Kupwara Encounter) ৷

Kupwara Encounter
নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত 2 জঙ্গি
author img

By

Published : Jun 19, 2022, 7:25 PM IST

কুপওয়ারা, 19 জুন : উপত্যকায় ফের নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি (Kupwara Encounter) ৷ কিছুদিন আগেই কাশ্মীর পুলিশের হাতে আটক হয়েছিল শওকেত আহমেদ শেখ নামে এক জঙ্গি । তার কাছে থেকে খবর পেয়েই রবিবার কুপওয়ারায় যৌথ অভিযান চালানো হয় । সেই অভিযানেই মৃত্যু হয়েছে এই দুই জঙ্গির ৷

কুপওয়ারার লোলাব এলাকা থেকে ধৃত আহমেদ শেখ নামে এক জঙ্গিকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে । নিরাপত্তা বাহিনী যখন গোপন আস্তানাগুলিতে অনুসন্ধান করছিল, সেই সময় জঙ্গিরা যৌথ অনুসন্ধান দলগুলির ওপর গুলি চালায় ৷ পালটা জবাব দেয় সেনাবাহিনী ৷

জম্মু ও কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, রবিবার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় কুপওয়ারা পুলিশ । সেসময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে ৷ পালটা জবাব দেয় বাহিনী ৷ নিহত হয় দুই জঙ্গি ৷ এই জঙ্গিদের সঙ্গে লস্কর-ই-তইবার যোগ রয়েছে বলে খবর ৷ নিহতদের মধ্যে এক জঙ্গি পাকিস্তানের ৷

আরও পড়ুন : SpiceJet flight makes emergency landing : দিল্লিগামী স্পাইস জেটের বিমানে পাখির ধাক্কা, প্রাণে বাঁচলেন 183 যাত্রী

কুপওয়ারা, 19 জুন : উপত্যকায় ফের নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি (Kupwara Encounter) ৷ কিছুদিন আগেই কাশ্মীর পুলিশের হাতে আটক হয়েছিল শওকেত আহমেদ শেখ নামে এক জঙ্গি । তার কাছে থেকে খবর পেয়েই রবিবার কুপওয়ারায় যৌথ অভিযান চালানো হয় । সেই অভিযানেই মৃত্যু হয়েছে এই দুই জঙ্গির ৷

কুপওয়ারার লোলাব এলাকা থেকে ধৃত আহমেদ শেখ নামে এক জঙ্গিকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে । নিরাপত্তা বাহিনী যখন গোপন আস্তানাগুলিতে অনুসন্ধান করছিল, সেই সময় জঙ্গিরা যৌথ অনুসন্ধান দলগুলির ওপর গুলি চালায় ৷ পালটা জবাব দেয় সেনাবাহিনী ৷

জম্মু ও কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, রবিবার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় কুপওয়ারা পুলিশ । সেসময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে ৷ পালটা জবাব দেয় বাহিনী ৷ নিহত হয় দুই জঙ্গি ৷ এই জঙ্গিদের সঙ্গে লস্কর-ই-তইবার যোগ রয়েছে বলে খবর ৷ নিহতদের মধ্যে এক জঙ্গি পাকিস্তানের ৷

আরও পড়ুন : SpiceJet flight makes emergency landing : দিল্লিগামী স্পাইস জেটের বিমানে পাখির ধাক্কা, প্রাণে বাঁচলেন 183 যাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.