শ্রীনগর, 5 ফেব্রুয়ারি: শ্রীনগর পুলিশের এনকাউন্টারে নিহত দুই জঙ্গি । নিহতরা লস্কর-ই-তৈয়বা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর সদস্য । শনিবার ভোরে শ্রীনগরের জাকুরা এলাকায় জঙ্গি-পুলিশ সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি (Encounter in Zakura) । কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে এই সংঘর্ষের কথা জানানো হয়েছে । জানা গিয়েছে, সংঘর্ষে নিহত জঙ্গি ইখলাক হাজাম অনন্তনাগের হাসানপেরার এইচসি আলি মহম্মদ হত্যাকাণ্ডে জড়িত ছিল (Ikhlaq Hajam involved HC Ali Mohammad dead) ।
-
#SrinagarEncounterUpdate: 02 #terrorists of terror outfit LeT/TRF #neutralised by Srinagar Police. One of the killed terrorists Ikhlaq Hajam was involved in recent killing of HC Ali Mohd at Hassanpora Anantnag. Incriminating materials including 02 pistols recovered: IGP Kashmir https://t.co/9vktIRpcJM
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SrinagarEncounterUpdate: 02 #terrorists of terror outfit LeT/TRF #neutralised by Srinagar Police. One of the killed terrorists Ikhlaq Hajam was involved in recent killing of HC Ali Mohd at Hassanpora Anantnag. Incriminating materials including 02 pistols recovered: IGP Kashmir https://t.co/9vktIRpcJM
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2022#SrinagarEncounterUpdate: 02 #terrorists of terror outfit LeT/TRF #neutralised by Srinagar Police. One of the killed terrorists Ikhlaq Hajam was involved in recent killing of HC Ali Mohd at Hassanpora Anantnag. Incriminating materials including 02 pistols recovered: IGP Kashmir https://t.co/9vktIRpcJM
— Kashmir Zone Police (@KashmirPolice) February 5, 2022
আরও পড়ুন: Migrant Labourers : কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পরিযায়ীরাও, প্রাণ বাঁচাতে ঘরে ফিরছেন মালদার শ্রমিকরা
কাশ্মীর পুলিশের আইজিপি টুইটে উল্লেখ করেন, সন্ত্রাসবাদী সংগঠন এলইটি এবং টিআরএফ-এর সন্ত্রাসবাদীদের শ্রীনগর পুলিশের হাতে মৃত্যু হয়েছ । নিহত এক সন্ত্রাসবাদী ইখলাক হাজাম হাসানপোরায় এইচসি আলি মহম্মদ হত্যাকাণ্ডে জড়িত । নিহতদের কাছ থেকে দু‘টি পিস্তল ও জঙ্গি হামলার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে (recover Incriminating materials and 2 pistols) । আর কোনও জঙ্গি ঘাটি জাকুরা এলাকায় আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।