ETV Bharat / bharat

Karnataka Double Murder Case: বাড়িতে ঢুকে জমি বব্যসায়ী-সহ দু’জনকে কুপিয়ে খুন দুষ্কৃতীদের, তদন্তে সিট

রিয়েল এস্টেট ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৷ ব্যবসায়ীর বাড়ির কাছেই আরেক ব্যক্তিকেও হত্যা করা হয়েছে ৷ এই জোড়া খুনের মামলায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ ৷

Double Murder in Karnataka
Double Murder in Karnataka
author img

By

Published : May 26, 2023, 11:00 AM IST

ধারওয়াদ (কর্ণাটক), 26 মে: কর্ণাটকের ধারওয়াদে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৷ তাঁর বাড়ির কাছেই আরও এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিও ব্যবসায়ীর বাড়িতেই ছিলেন ৷ বাড়ি থেকে পালানোর চেষ্টা করায় তাঁকেও খুন করা হয়েছে। এই জোড়া খুনের তদন্ত করতে বিশেষ দল গঠন করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধারওয়াদের কামালপুর এলাকার এই ঘটনায় মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ কুড়াচি ৷ দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷ ধারওয়াদের কমিশনার রমন গুপ্তার নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, রাত 10টা থেকে 11টার মধ্যে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কুড়াচির বাড়িতে ঢোকে ৷ সেই সময় তিনি বাড়ির সামনে বসেছিলেন ৷ দুষ্কৃতীরা তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যায় ৷ এরপর একটি ঘরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ৷ তাতেই তাঁর প্রাণ যায়।

পাশাপাশি পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কুড়াচির বাড়ির কাছেই আরও এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ তিনিও কুড়াচির বাড়িতেই ছিলেন ৷ ঘটনার সময় প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে অনুমান ৷ তবে, তাঁর পরচিয় জানা যায়নি ৷ তিনি কে এবং ব্যবসায়ীর বাড়িতে কী করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই জোড়া খুনের মামলা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা ৷ ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন ৷ ডগ স্কোয়াডের সাহায্য নেওয়া হচ্ছে । একাধিক তথ্যপ্রমাণ সেখান থেকে সংগ্রহ করা হয়েছে ৷ পুলিশের তরফে জোড়া খুনের মামলাও রুজু করা হয়েছে ৷ দুষ্কৃতীদের ধরতে আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দুর্গাপুর জোড়া খুন মামলায় 8 কয়লা মাফিয়ার যাবজ্জীবন

তদন্তের প্রাথমিক পর্যায়ে খুন হওয়া দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে জানার কাজ শুরু হয়েছে । তাঁর পরিচয় জানতে পারলে তদন্তে খানিকটা অগ্রসর হওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি, মৃত রিয়েল এস্টেট ব্যবসাীয় কোনও শত্রু ছিল কি না ? সম্প্রতি টাকা-পয়সার লেনদেন নিয়ে সমস্যা হয়েছিল কি না, এমন সব তথ্যও জানার চেষ্টা করছে পুলিশ ৷ মহম্মদ কুড়াচির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ধারওয়াদ (কর্ণাটক), 26 মে: কর্ণাটকের ধারওয়াদে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৷ তাঁর বাড়ির কাছেই আরও এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিও ব্যবসায়ীর বাড়িতেই ছিলেন ৷ বাড়ি থেকে পালানোর চেষ্টা করায় তাঁকেও খুন করা হয়েছে। এই জোড়া খুনের তদন্ত করতে বিশেষ দল গঠন করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধারওয়াদের কামালপুর এলাকার এই ঘটনায় মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ কুড়াচি ৷ দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷ ধারওয়াদের কমিশনার রমন গুপ্তার নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, রাত 10টা থেকে 11টার মধ্যে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কুড়াচির বাড়িতে ঢোকে ৷ সেই সময় তিনি বাড়ির সামনে বসেছিলেন ৷ দুষ্কৃতীরা তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যায় ৷ এরপর একটি ঘরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ৷ তাতেই তাঁর প্রাণ যায়।

পাশাপাশি পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কুড়াচির বাড়ির কাছেই আরও এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ তিনিও কুড়াচির বাড়িতেই ছিলেন ৷ ঘটনার সময় প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে অনুমান ৷ তবে, তাঁর পরচিয় জানা যায়নি ৷ তিনি কে এবং ব্যবসায়ীর বাড়িতে কী করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই জোড়া খুনের মামলা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা ৷ ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন ৷ ডগ স্কোয়াডের সাহায্য নেওয়া হচ্ছে । একাধিক তথ্যপ্রমাণ সেখান থেকে সংগ্রহ করা হয়েছে ৷ পুলিশের তরফে জোড়া খুনের মামলাও রুজু করা হয়েছে ৷ দুষ্কৃতীদের ধরতে আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দুর্গাপুর জোড়া খুন মামলায় 8 কয়লা মাফিয়ার যাবজ্জীবন

তদন্তের প্রাথমিক পর্যায়ে খুন হওয়া দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে জানার কাজ শুরু হয়েছে । তাঁর পরিচয় জানতে পারলে তদন্তে খানিকটা অগ্রসর হওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি, মৃত রিয়েল এস্টেট ব্যবসাীয় কোনও শত্রু ছিল কি না ? সম্প্রতি টাকা-পয়সার লেনদেন নিয়ে সমস্যা হয়েছিল কি না, এমন সব তথ্যও জানার চেষ্টা করছে পুলিশ ৷ মহম্মদ কুড়াচির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.