ETV Bharat / bharat

Jawans Killed in Gujarat: গুজরাতে ভোটের কাজে গিয়ে সহকর্মীর গুলিতে মৃত 2 জওয়ান - গুজরাতে খুন 2 আধা সেনা

1 ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের প্রথম দফা ৷ শনিবার পোরবন্দরে (Gujarat Assembly Election) ভোটের নিরাপত্তার কাজে গিয়ে সহকর্মীর গুলিতে মৃত্যু হল 2 আধাসেনা জওয়ানের (Jawans Killed in Gujarat) ৷

ETV Bharat
Jawans Killed in Gujarat
author img

By

Published : Nov 26, 2022, 11:04 PM IST

পোরবন্দর, 26 নভেম্বর: ভোটের কাজের দায়িত্ব পালনের মধ্যেই গুজরাতের পোরবন্দরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই আধাসেনা জওয়ানের ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে (Jawans Killed in Gujarat) ৷

জানা গিয়েছে, এদিন যখন বাসে করে ভোটের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন আইআরবি (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন) জওয়ানরা তখনই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয় ৷ তখনই এক জওয়ান তাঁর বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন ৷ মৃত্যু হয় দুই আধাসেনার ৷ ঘটনায় আহত অপর দুই জওয়ানকে পোরবন্দরের ভাবসিংজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (two paramilitary jawans on election duty killed in Gujarat) ৷

আরও পড়ুন: শ্রদ্ধা ওয়াকারের খুনিকে এনকাউন্টার করে কেরোসিন ঢেলে পোড়ানো উচিত, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

পোরবন্দরের কালেক্টর এএম শর্মা জানিয়েছেন, মৃত জওয়ানরা মণিপুর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন ৷ ডিসেম্বরে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটের কাজেই ইলেকশন কমিশনের নির্দেশে এখানে এসেছিলেন ওই জওয়ানরা ৷ 1 ডিসেম্বর পোরবন্দরে ভোটগ্রহণ হওয়ার কথা (Gujarat Assembly Election) ৷

পোরবন্দর, 26 নভেম্বর: ভোটের কাজের দায়িত্ব পালনের মধ্যেই গুজরাতের পোরবন্দরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই আধাসেনা জওয়ানের ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে (Jawans Killed in Gujarat) ৷

জানা গিয়েছে, এদিন যখন বাসে করে ভোটের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন আইআরবি (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন) জওয়ানরা তখনই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয় ৷ তখনই এক জওয়ান তাঁর বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন ৷ মৃত্যু হয় দুই আধাসেনার ৷ ঘটনায় আহত অপর দুই জওয়ানকে পোরবন্দরের ভাবসিংজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (two paramilitary jawans on election duty killed in Gujarat) ৷

আরও পড়ুন: শ্রদ্ধা ওয়াকারের খুনিকে এনকাউন্টার করে কেরোসিন ঢেলে পোড়ানো উচিত, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

পোরবন্দরের কালেক্টর এএম শর্মা জানিয়েছেন, মৃত জওয়ানরা মণিপুর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন ৷ ডিসেম্বরে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটের কাজেই ইলেকশন কমিশনের নির্দেশে এখানে এসেছিলেন ওই জওয়ানরা ৷ 1 ডিসেম্বর পোরবন্দরে ভোটগ্রহণ হওয়ার কথা (Gujarat Assembly Election) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.