কাসারাগড়/ত্রিশূর (কেরালা), 8 এপ্রিল: স্বামীকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কেরালার কাসারগড়ের পানাতুরে ৷ ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম বাবু ভারগিস ৷ বছর 54-র ওই ব্যক্তি কাসারগড় জেলার পুতুরুদুকাতু এলাকার কাছেই স্ত্রী শ্রীমন্তিনীকে নিয়ে থাকতেন ৷ সেই বাড়িতেই তাঁকে ছুরি বারবার আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ ৷ স্থানীয় রাজাপুরম থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তারা ঘটনাস্থলেও গিয়েছিল ৷
প্রতিবেশীরা জানিয়েছে, বাবুর মদ্যপানের অভ্যাস ছিল ৷ শুক্রবার সকাল থেকেই তিনি মত্ত অবস্থায় ছিলেন ৷ দিনভর তাঁর সঙ্গে স্ত্রীর ঝগড়া হচ্ছিল ৷ তাঁর মদ্য়পানের অভ্যাস নিয়ে স্ত্রীর আপত্তি ছিল ৷ সেই নিয়ে দু’জনের মধ্যে দিনভর ঝামেলা হয় ৷ সেই সময়ই বাবুকে ছুরি দিয়ে বারবার আঘাত করে শ্রীমন্তিনী হত্যা করে ৷ বাবুর মাথায়, কানে ও পায়ে গভীর আঘাতের চিহ্ন মিলেছে ৷
প্রতিবেশীরাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ যায় ঘটনাস্থলে ৷ পুলিশের দাবি, তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাবুর নিথর দেহ পড়ে রয়েছে ৷ চারিদিক রক্তে ভেসে যাচ্ছে ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুন্নুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷ সেখানেই তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হবে ৷ পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে বলে বলে পুলিশ জানিয়েছে ৷
অন্যদিকে একই ধরনের একটি ঘটনা ঘটেছে কেরালার ত্রশূর জেলার কোডানুরে ৷ সেখানে ছেলের হাতে বাবার খুনের অভিযোগ উঠেছে ৷ নিহতের নাম জয় (60) ৷ অভিযুক্ত ছেলে রিজো ৷ বছর পঁচিশের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ওই ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটে ৷ পুলিশ জানিয়েছে, রিজোর মদ্যপানের অভ্যাস নিয়ে বাড়িতে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে ৷ এই নিয়ে বাবার সঙ্গে তাঁর প্রায়ই গোলমাল হয় ৷ শুক্রবার সন্ধ্যাতেও এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে বচসা বাঁধে ৷
পুলিশ জানিয়েছে, ঝগড়ার সময় বাবার উপর আক্রমণ করে রিজো ৷ জয় গুরুতর জখম হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মুখে ও মাথায় গভীর আঘাত ছিল ৷ বাবার উপর আক্রমণের বিষয়টি থানায় ফোন করে রিজো নিজেই জানায় ৷ পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন: রাজস্থানে দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ