ETV Bharat / bharat

Heart Wrenching Accident: পঞ্জাবের মেলায় নাগরদোলা ভেঙে 2 নাবালকের মৃত্যু, আহত 1 - মেলায় দোলনা ভেঙে

Two Minor Die in Punjab: পঞ্জাবের গ্রামে মেলা চলাকালীন দোলনা ভেঙে নীচে পড়ে দুই নাবালকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে একজন ৷

two minor die  in Punjab
2 নাবালকের মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 2:43 PM IST

ফিরোজপুর(পঞ্জাব), 15 অক্টোবর: মেলায় নাগরদোলা ভেঙে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল দুই নাবালকের ৷ গুরুতর আহত এক কিশোর ৷ জখম নাবালক হাসপাতালে চিকিৎসাধীন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুর জেলার দুলচিকে গ্রামে ৷ জানা গিয়েছে, ওই তিন নাবালক মেলায় গিয়ে নাগরদোলা চড়ছিল ৷ সে সময় হঠাই দোল খেতে গিয়ে তিন নাবালকের গলায় কোনওভাবে দড়ি আটকে যায় । এতে তিন নাবালকই দোলা থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই নাবালকের মৃত্যু হয় এবং এক নাবালক গুরুতর আহত হয়। নাগরদোল ভাঙার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। এদিকে নিহত নাবালকদের দেহ ময়নাতদন্তের জন্য ফিরোজপুর সিভিল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে ।

পুলিশ জানিয়েছে, দুলচিকে গ্রামের মেলায় নাগরদোলা চড়ার সময় তিন নাবালকের গলায় ভাঙা দড়ি আটকে যায়। ফলে শিশুরা নাগরদোলা থেকে নীচে পড়ে যায়। ততক্ষণে দোলা থামলেও তিন নাবালকই সেখান থেকে পড়ে গুরুতর আহত হয় । এদের মধ্যে 2 নাবালকের মৃত্যু হয়েছে এবং এক নাবালক গুরুতর আহত হয়েছে । দু'জনের মধ্যে মৃত এক নাবালকের নাম আমনদীপ ৷ কালুওয়ালার বাসিন্দা সে ৷ বাবার নাম যোগিন্দর সিং ৷ ছেলেটির বয়স 15 বছর । তবে এই ঘটনার পরই সেখান থেকে পালিয়ে গিয়েছেন দোলনার মালিক । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: খেলতে খেলতে আচমকাই ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত 3 শিশু

এক বছর আগে পঞ্জাবের মোহালিতে এমনই এক দুর্ঘটনা ঘটেছিল ৷ সেসময় একটি নাগরদোলা ভাঙার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যেখানে মাত্র তিন সেকেন্ডে 50 ফুট উচ্চতা থেকে নাগরদোলা পড়ে যায় । তাতে 30 জন লোক ছিল । যার মধ্যে প্রায় 20 জন গুরুতর আহত হন । সবাইকে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

ফিরোজপুর(পঞ্জাব), 15 অক্টোবর: মেলায় নাগরদোলা ভেঙে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল দুই নাবালকের ৷ গুরুতর আহত এক কিশোর ৷ জখম নাবালক হাসপাতালে চিকিৎসাধীন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুর জেলার দুলচিকে গ্রামে ৷ জানা গিয়েছে, ওই তিন নাবালক মেলায় গিয়ে নাগরদোলা চড়ছিল ৷ সে সময় হঠাই দোল খেতে গিয়ে তিন নাবালকের গলায় কোনওভাবে দড়ি আটকে যায় । এতে তিন নাবালকই দোলা থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই নাবালকের মৃত্যু হয় এবং এক নাবালক গুরুতর আহত হয়। নাগরদোল ভাঙার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। এদিকে নিহত নাবালকদের দেহ ময়নাতদন্তের জন্য ফিরোজপুর সিভিল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে ।

পুলিশ জানিয়েছে, দুলচিকে গ্রামের মেলায় নাগরদোলা চড়ার সময় তিন নাবালকের গলায় ভাঙা দড়ি আটকে যায়। ফলে শিশুরা নাগরদোলা থেকে নীচে পড়ে যায়। ততক্ষণে দোলা থামলেও তিন নাবালকই সেখান থেকে পড়ে গুরুতর আহত হয় । এদের মধ্যে 2 নাবালকের মৃত্যু হয়েছে এবং এক নাবালক গুরুতর আহত হয়েছে । দু'জনের মধ্যে মৃত এক নাবালকের নাম আমনদীপ ৷ কালুওয়ালার বাসিন্দা সে ৷ বাবার নাম যোগিন্দর সিং ৷ ছেলেটির বয়স 15 বছর । তবে এই ঘটনার পরই সেখান থেকে পালিয়ে গিয়েছেন দোলনার মালিক । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: খেলতে খেলতে আচমকাই ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত 3 শিশু

এক বছর আগে পঞ্জাবের মোহালিতে এমনই এক দুর্ঘটনা ঘটেছিল ৷ সেসময় একটি নাগরদোলা ভাঙার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যেখানে মাত্র তিন সেকেন্ডে 50 ফুট উচ্চতা থেকে নাগরদোলা পড়ে যায় । তাতে 30 জন লোক ছিল । যার মধ্যে প্রায় 20 জন গুরুতর আহত হন । সবাইকে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.