পালঘর, 9 নভেম্বর : দু'টি মৃদু ভূমিকম্প অনুভূত হল মহারাষ্ট্রের পালঘরে। প্রথমটি আজ ভোর পাঁচটা 31 মিনিটে। অপরটি অনুভূত হয় বিকেল চারটে 17 মিনিট নাগাদ। তবে কম্পনের মাত্রা কম থাকায় হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর।
রিখটার স্কেলে দুইটি কম্পনের তীব্রতা ছিল 3.4। ভূমিকম্পের উৎসস্থল পালঘরের তালসারি উপজেলায়। পালঘর থেকে তালসারির দূরত্ব প্রায় 43 কিলোমিটার।
পরিসংখ্যান বলছে, পালঘরের দুটি উপজেলা একটি তালসারি ও অপরটি দহানু । 2018 সালের নভেম্বর মাস থেকে কম ও মাঝারি তীব্রতা যুক্ত ভূমিকম্পের সাক্ষী হয়ে আসছে এই দুই উপজেলা।