ETV Bharat / bharat

Minor Girl Sexually Abused: ত্রিপুরায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই কিশোর - বালিকাকে যৌন নির্যাতন

মায়ের অবর্তমানে বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ গ্রেফতার 16 বছর বয়সি দুই কিশোর ৷ ঘটনাটি ত্রিপুরার ৷

11 year old girl Sexually Abused
নাবালিকাকে যৌন নির্যাতন
author img

By

Published : May 29, 2023, 9:08 PM IST

আগরতলা, 29 মে: 11 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার গভীর রাতে দু'জনকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ ৷ মোবাইলে নাবালিকাকে নির্যাতনের ভিডিয়ো করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায়। অভিযুক্তরাও নাবালক বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর 12টা'র দিকে বছর এগারোর ওই নাবালিকা বাড়িতে একাই ছিল ৷ তার মা গিয়েছিলেন কাজের সন্ধানে ৷ সে সময় তার সঙ্গে এই ঘৃণ্য ঘটনা ঘটায় ছেলে দু'টি ৷ সন্ধেয় মা বাড়ি ফিরলে নাবালিকা কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনার কথা খুলে জানায় ৷ সে মা'কে জানায়, দু'টি ছেলে তার একাকীত্বের সুযোগ নিয়ে তাকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করেছে এবং তার ভিডিয়ো মোবাইলের ক্যামেরাবন্দি করেছে । এরপরই নির্যাতিতার মা ধর্মনগর থানার দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করেন তিনি ৷

ওইদিন গভীর রাতেই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর মালাকার একটি দল নিয়ে ঘটনাস্থলে যান । নাবালিকা মেয়ের বয়ান নেওয়া হয় পুলিশের তরফে ৷ মেয়েটির বয়ান অনুসারে পুলিশ একটি মামলা দায়ের করে । পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376(এ)(বি)/34 আইপিসি 4 পকসো আইনের অধীনে মামলা রুজু করেছে ৷ এরপরেই পুলিশ এ দিন ভোররাতে বজেন্দ্র নগর এলাকার মাদ্রাজি পাড়ার কলোনিতে থেকে ওই দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে । ধৃত দুই নাবালকের বয়স 16 বছর বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতার ভাই

সূত্রের খবর, নির্যাতিতার বাবা কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন । তাই মা যখন পরিবারের ভরণপোষণের জন্য কাজের সন্ধানে বেরিয়েছিলেন ৷ তখন অভিযুক্ত দুই নাবালক বালিকাকে যৌন নির্যাতন করে এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিয়ো করে রাখে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আদালতে পেশ করা হবে ।

আগরতলা, 29 মে: 11 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার গভীর রাতে দু'জনকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ ৷ মোবাইলে নাবালিকাকে নির্যাতনের ভিডিয়ো করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায়। অভিযুক্তরাও নাবালক বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর 12টা'র দিকে বছর এগারোর ওই নাবালিকা বাড়িতে একাই ছিল ৷ তার মা গিয়েছিলেন কাজের সন্ধানে ৷ সে সময় তার সঙ্গে এই ঘৃণ্য ঘটনা ঘটায় ছেলে দু'টি ৷ সন্ধেয় মা বাড়ি ফিরলে নাবালিকা কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনার কথা খুলে জানায় ৷ সে মা'কে জানায়, দু'টি ছেলে তার একাকীত্বের সুযোগ নিয়ে তাকে বেশ কয়েকবার যৌন নির্যাতন করেছে এবং তার ভিডিয়ো মোবাইলের ক্যামেরাবন্দি করেছে । এরপরই নির্যাতিতার মা ধর্মনগর থানার দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করেন তিনি ৷

ওইদিন গভীর রাতেই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর মালাকার একটি দল নিয়ে ঘটনাস্থলে যান । নাবালিকা মেয়ের বয়ান নেওয়া হয় পুলিশের তরফে ৷ মেয়েটির বয়ান অনুসারে পুলিশ একটি মামলা দায়ের করে । পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376(এ)(বি)/34 আইপিসি 4 পকসো আইনের অধীনে মামলা রুজু করেছে ৷ এরপরেই পুলিশ এ দিন ভোররাতে বজেন্দ্র নগর এলাকার মাদ্রাজি পাড়ার কলোনিতে থেকে ওই দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে । ধৃত দুই নাবালকের বয়স 16 বছর বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতার ভাই

সূত্রের খবর, নির্যাতিতার বাবা কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন । তাই মা যখন পরিবারের ভরণপোষণের জন্য কাজের সন্ধানে বেরিয়েছিলেন ৷ তখন অভিযুক্ত দুই নাবালক বালিকাকে যৌন নির্যাতন করে এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিয়ো করে রাখে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আদালতে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.