ETV Bharat / bharat

Pregnant Woman Charred to Death: হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আগুন, পুড়ে মৃত গর্ভবতী ও তাঁর স্বামী - কেরলে দুর্ঘটনা

বৃহস্পতিবার সকালে কেরলের কান্নুরে একটি মর্মান্তিক ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হল এক গর্ভবতী ও তাঁর স্বামীর (Couple charred to death in Kerala)৷

Pregnant Woman Charred to Death ETV Bharat
পুড়ে মৃত গর্ভবতী
author img

By

Published : Feb 2, 2023, 5:45 PM IST

কান্নুর (কেরল), 2 ফেব্রুয়ারি: গাড়িতে আগুন ধরে যাওয়ায় মর্মান্তিক ভাবে প্রাণ গেল এক গর্ভবতী ও তাঁর স্বামীর (Pregnant Woman Charred to Death)৷ কোনওক্রমে বেঁচেছেন গাড়িতে থাকা বাকি চারজন ৷ বৃহস্পতিবার সকালে কেরলে এই ঘটনা ঘটে ৷ একটি গাড়িতে করে কান্নুর জেলা হাসপাতালে যাচ্ছিলেন হতাহতেরা ৷ আচমকাই সেই গাড়িতে আগুন ধরে যায় ৷ ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিলেন (Car catches fire in Kannur)৷

হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আচমকা আগুন: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুট্টিয়াত্তুর কারারম্বুরের বাসিন্দা প্রজিত (32) এবং তাঁর স্ত্রী রীশা (26) তাঁদের বাড়ি থেকে জেলা হাসপাতালে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ নিহত দম্পতি একটি সুজুকি এস-প্রেসো গাড়ির সামনে বসেছিলেন । বাকি চারজন যাত্রী - দম্পতির কন্যা শ্রীপার্বতী, রীশার বাবা-মা কুঝিক্কল বিশ্বনাথন ও শোভা এবং রীশার পিসি সজিনা - পিছনের আসনে বসেছিলেন ৷

কিন্তু গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে লাফ দিয়ে কোনও ক্রমে পালাতে সক্ষম হন পেছনের সিটে বসে থাকা যাত্রীরা ৷ তবে সামনের আসন থেকে আর বেরোতে পারেননি ওই দম্পতি (Couple charred to death in Kerala)৷

আরও পড়ুন: বাড়ি ফিরল ইডেন সিটির দশতলা থেকে নীচে পড়ে যাওয়া অন্বেষা

শর্ট সার্কিট থেকে আগুন বলে সন্দেহ: প্রত্যক্ষদর্শীদের মতে, জেলা হাসপাতালের কাছে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় ৷ মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গাড়ি ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে । ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দম্পতিকে উদ্ধারের চেষ্টা করলেও প্রজিত ও রীশার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি ৷ পুরো ঘটনাটি স্থানীয় কয়েকজন তাঁদের ফোনে রেকর্ড করেছেন । ভিডিয়োতে দেখা যায়, স্থানীয়রা অসহায় দম্পতিকে উদ্ধার করতে জ্বলন্ত গাড়ির দিকে ছুটে যাচ্ছেন ।

আধিকারিকরা জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরীক্ষা-নীরিক্ষার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে । প্রজিত ছিলেন একজন সিভিল কন্ট্রাক্টর এবং আট মাসের গর্ভবতী রীশা ছিলেন গৃহবধূ । তাঁদের 8 বছরের একটি মেয়ে রয়েছে, তার নাম শ্রীপার্বতী ৷ সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে ৷

কান্নুর (কেরল), 2 ফেব্রুয়ারি: গাড়িতে আগুন ধরে যাওয়ায় মর্মান্তিক ভাবে প্রাণ গেল এক গর্ভবতী ও তাঁর স্বামীর (Pregnant Woman Charred to Death)৷ কোনওক্রমে বেঁচেছেন গাড়িতে থাকা বাকি চারজন ৷ বৃহস্পতিবার সকালে কেরলে এই ঘটনা ঘটে ৷ একটি গাড়িতে করে কান্নুর জেলা হাসপাতালে যাচ্ছিলেন হতাহতেরা ৷ আচমকাই সেই গাড়িতে আগুন ধরে যায় ৷ ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিলেন (Car catches fire in Kannur)৷

হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আচমকা আগুন: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুট্টিয়াত্তুর কারারম্বুরের বাসিন্দা প্রজিত (32) এবং তাঁর স্ত্রী রীশা (26) তাঁদের বাড়ি থেকে জেলা হাসপাতালে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ নিহত দম্পতি একটি সুজুকি এস-প্রেসো গাড়ির সামনে বসেছিলেন । বাকি চারজন যাত্রী - দম্পতির কন্যা শ্রীপার্বতী, রীশার বাবা-মা কুঝিক্কল বিশ্বনাথন ও শোভা এবং রীশার পিসি সজিনা - পিছনের আসনে বসেছিলেন ৷

কিন্তু গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে লাফ দিয়ে কোনও ক্রমে পালাতে সক্ষম হন পেছনের সিটে বসে থাকা যাত্রীরা ৷ তবে সামনের আসন থেকে আর বেরোতে পারেননি ওই দম্পতি (Couple charred to death in Kerala)৷

আরও পড়ুন: বাড়ি ফিরল ইডেন সিটির দশতলা থেকে নীচে পড়ে যাওয়া অন্বেষা

শর্ট সার্কিট থেকে আগুন বলে সন্দেহ: প্রত্যক্ষদর্শীদের মতে, জেলা হাসপাতালের কাছে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় ৷ মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গাড়ি ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে । ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দম্পতিকে উদ্ধারের চেষ্টা করলেও প্রজিত ও রীশার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি ৷ পুরো ঘটনাটি স্থানীয় কয়েকজন তাঁদের ফোনে রেকর্ড করেছেন । ভিডিয়োতে দেখা যায়, স্থানীয়রা অসহায় দম্পতিকে উদ্ধার করতে জ্বলন্ত গাড়ির দিকে ছুটে যাচ্ছেন ।

আধিকারিকরা জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরীক্ষা-নীরিক্ষার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে । প্রজিত ছিলেন একজন সিভিল কন্ট্রাক্টর এবং আট মাসের গর্ভবতী রীশা ছিলেন গৃহবধূ । তাঁদের 8 বছরের একটি মেয়ে রয়েছে, তার নাম শ্রীপার্বতী ৷ সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.