ETV Bharat / bharat

Two Girls Fight প্রেমিক কার, তা ঠিক করতেই প্রকাশ্যে চুলোচুলি দুই কিশোরীর - মহারাষ্ট্রের খবর

এক প্রেমিকের দুই প্রেমিকা ৷ সত্য প্রকাশ্য়ে আসতেই বাসস্ট্যান্ডে চুলোচুলি দুই কিশোরীর (Two Girls Fight) ৷ মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠান (Paithan) জেলার ঘটনায় শোরগোল ৷

Two Girls Fight at a Bus Stand Over Common Boyfriend
Two Girls Fight প্রেমিক কার, তা ঠিক করতেই প্রকাশ্য়ে চুলোচুলি দুই কিশোরীর
author img

By

Published : Aug 27, 2022, 2:07 PM IST

Updated : Aug 27, 2022, 2:42 PM IST

ঔরঙ্গাবাদ, 27 অগস্ট: রাস্তার মধ্যেই রীতিমতো চুলোচুলি শুরু করে দিল দুই কিশোরী (Two Girls Fight) ! দু'জনেরই বয়স 17 বছর ৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে লাথি, ঘুসি, একে অপরকে পরাস্ত করতে বাদ গেল না কিছুই ! এদিকে, এসব দেখে থ পথচলতি মানুষ ৷ কেউ দাঁড়িয়ে পড়লেন মজা দেখতে ! কেউ বা অভ্য়াসবশেই পকেট থেকে বের করলেন স্মার্ট ফোন ৷ তাতেই রেকর্ড করলেন গোটা ঘটনা ৷ শেষমেশ ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের হস্তক্ষেপে থামল বিবাদ ৷ গত বুধবার সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠান (Paithan) জেলার একটি বাসস্ট্যান্ডে উপস্থিত রোজের যাত্রী, বাসচালক, কন্ডাক্টর-সহ অন্যরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সময় এই ঘটনাটি ঘটছিল, সেই সময় সেখানে তাদের কয়েকজন কর্মী ছিলেন ৷ মূলত, তাঁদের চেষ্টাতেই দুই কিশোরীকে একে অপরের থেকে আলাদা করা হয় এবং পরে তাদের স্থানীয় থানায় নিয়ে এসে বোঝানো হয় ৷ মেয়ে দু'টির সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তাদের দু'জনের প্রেমিকই একজন ! বুধবার সকালে প্রথমে এক কিশোরী বাসে করে ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানেই সে তার প্রেমিককে অন্য একটি মেয়ের সঙ্গে আবিষ্কার করে ! এরপর প্রথম মেয়েটি তার প্রেমিকের দিকে এগিয়ে যায় ৷

আরও পড়ুন: স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ

দুই পক্ষের মধ্যে কথাবার্তা কিছুটা এগোতেই বোঝা যায়, ওই কিশোর একইসঙ্গে দু'জনের সঙ্গে সম্পর্কে রয়েছে ৷ এই পরিস্থিতিতে ছেলেটিকে কিছু না বলে তার জন্যই একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দেয় দুই কিশোরী ৷ আশপাশের লোকজন তাড়িয়ে তাড়িয়ে সমস্ত ঘটনা উপভোগ করে ৷ অন্যদিকে, পালানোর রাস্তা খোঁজে অভিযুক্ত কিশোর ৷

এরই মধ্যে এগিয়ে আসেন কয়েকজন পুলিশকর্মী ৷ তাঁরা ওই দুই কিশোরীকে স্থানীয় থানায় নিয়ে যান ৷ মেয়ে দু'টিকে ভালো করে বোঝানো হয়, এভাবে প্রকাশ্য রাস্তায় মারপিট করাটা কোনও কাজের কথা নয় ৷ বরং সমস্যা যদি কিছু থেকেই থাকে, তারা যেন সেটা আলোচনা করে মিটিয়ে নেয় ৷ প্রয়োজনে এই বিষয়ে অভিভাবক বা অন্য কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাহায্য নেওয়ারও পরামর্শ দেওয়া হয় তাদের ৷ তাছাড়া, এই ঘটনার ফলে তারা দু'জনেই যে প্রেমিকের স্বরূপ জানতে পারল, সেটাও তাদের বোঝানো হয় ৷ দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর মেয়ে দু'টিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ তবে, যে কিশোরের জন্য এত লড়াই, তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ৷

ঔরঙ্গাবাদ, 27 অগস্ট: রাস্তার মধ্যেই রীতিমতো চুলোচুলি শুরু করে দিল দুই কিশোরী (Two Girls Fight) ! দু'জনেরই বয়স 17 বছর ৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে লাথি, ঘুসি, একে অপরকে পরাস্ত করতে বাদ গেল না কিছুই ! এদিকে, এসব দেখে থ পথচলতি মানুষ ৷ কেউ দাঁড়িয়ে পড়লেন মজা দেখতে ! কেউ বা অভ্য়াসবশেই পকেট থেকে বের করলেন স্মার্ট ফোন ৷ তাতেই রেকর্ড করলেন গোটা ঘটনা ৷ শেষমেশ ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের হস্তক্ষেপে থামল বিবাদ ৷ গত বুধবার সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠান (Paithan) জেলার একটি বাসস্ট্যান্ডে উপস্থিত রোজের যাত্রী, বাসচালক, কন্ডাক্টর-সহ অন্যরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সময় এই ঘটনাটি ঘটছিল, সেই সময় সেখানে তাদের কয়েকজন কর্মী ছিলেন ৷ মূলত, তাঁদের চেষ্টাতেই দুই কিশোরীকে একে অপরের থেকে আলাদা করা হয় এবং পরে তাদের স্থানীয় থানায় নিয়ে এসে বোঝানো হয় ৷ মেয়ে দু'টির সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তাদের দু'জনের প্রেমিকই একজন ! বুধবার সকালে প্রথমে এক কিশোরী বাসে করে ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানেই সে তার প্রেমিককে অন্য একটি মেয়ের সঙ্গে আবিষ্কার করে ! এরপর প্রথম মেয়েটি তার প্রেমিকের দিকে এগিয়ে যায় ৷

আরও পড়ুন: স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ

দুই পক্ষের মধ্যে কথাবার্তা কিছুটা এগোতেই বোঝা যায়, ওই কিশোর একইসঙ্গে দু'জনের সঙ্গে সম্পর্কে রয়েছে ৷ এই পরিস্থিতিতে ছেলেটিকে কিছু না বলে তার জন্যই একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দেয় দুই কিশোরী ৷ আশপাশের লোকজন তাড়িয়ে তাড়িয়ে সমস্ত ঘটনা উপভোগ করে ৷ অন্যদিকে, পালানোর রাস্তা খোঁজে অভিযুক্ত কিশোর ৷

এরই মধ্যে এগিয়ে আসেন কয়েকজন পুলিশকর্মী ৷ তাঁরা ওই দুই কিশোরীকে স্থানীয় থানায় নিয়ে যান ৷ মেয়ে দু'টিকে ভালো করে বোঝানো হয়, এভাবে প্রকাশ্য রাস্তায় মারপিট করাটা কোনও কাজের কথা নয় ৷ বরং সমস্যা যদি কিছু থেকেই থাকে, তারা যেন সেটা আলোচনা করে মিটিয়ে নেয় ৷ প্রয়োজনে এই বিষয়ে অভিভাবক বা অন্য কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাহায্য নেওয়ারও পরামর্শ দেওয়া হয় তাদের ৷ তাছাড়া, এই ঘটনার ফলে তারা দু'জনেই যে প্রেমিকের স্বরূপ জানতে পারল, সেটাও তাদের বোঝানো হয় ৷ দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর মেয়ে দু'টিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ তবে, যে কিশোরের জন্য এত লড়াই, তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ৷

Last Updated : Aug 27, 2022, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.