ETV Bharat / bharat

White Paper on Pulwama Attack: পুলওয়ামা হামলায় শ্বেতপত্র প্রকাশের দাবি, সরব কংগ্রেস - পুলওয়ামা হামলা

পুলওয়ামা হামলা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন দুই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ৷ বিষয়টি সরব হয়েছে কংগ্রেসও ৷ তারাও চাইছে, দুই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের দাবি মেনে পুলওয়ামা হামলা প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশ করুক মোদি সরকার ৷

two former Defence Officers demand to release White Paper on Pulwama Attack
ফাইল ছবি
author img

By

Published : Apr 18, 2023, 8:11 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: পুলওয়ামা হামলার ঘটনায় এবার শ্বেতপত্র প্রকাশ করার দাবি উঠল ৷ আর সেই দাবি তুললেন সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত আধিকারিক ৷ এঁরা হলেন, অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য ৷ মঙ্গলবার তাঁদের এই দাবি উত্থাপন করে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, ভারতের প্রাচীনতম এই জাতীয় রাজনৈতিক দলটি কোনও দিন দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি করেনি ৷ বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করেছেন সংশ্লিষ্ট দুই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও ৷ তাঁদের বয়ানকে হাতিয়ার করে কংগ্রেসও চাইছে, এবার অন্তত পুলওয়ামা হামলা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার ৷

রোহিত ও অনুমা বলেন, "আমরা চাই, পুলওয়ামা হামলা নিয়ে সরকার শ্বেতপত্র প্রকাশ করুক ৷ কীভাবে এই হামলা ঘটানো হয়েছিল, তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হোক ৷ আমাদের জানানো হোক, কোথায় গোয়েন্দা বিভাগের ব্যর্থতা ছিল, কেন বাহিনীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য উড়ান পরিষেবা দেওয়া হয়নি, নিরাপত্তাব্যবস্থায় কোথায় কোথায় গাফিলতি ছিল, সিআরপিএফ, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরের কী ভূমিকা ছিল ৷ সবথেকে বড় কথা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল কিনা বলা হোক, হয়ে থাকলে তার নেপথ্যে কারা ছিলেন, সেই সবকিছুই প্রকাশ্যে আনা হোক ৷"

প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটে 2019 সালের 14 ফেব্রুয়ারি ৷ সেই সময় এই হামলা নিয়ে অনেক জলঘোলা হলেও কেন্দ্রীয় সরকার সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুলে দেয় ৷ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে ৷ আর তারপর থেকেই পুলওয়ামা হামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ৷ সত্যপালের দাবি, এই ঘটনার জন্য নিরাপত্তার গাফিলতিই দায়ী ৷ এমনকী, বিষয়টি নিয়ে সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তাঁরা দু'জনই তাঁকে 'চুপ' করে থাকার নির্দেশ দেন বলে দাবি করেছেন সত্যপাল ৷

আরও পড়ুন: সত্যপালের সাক্ষাৎকার নিয়ে মোদি চুপ কেন ? প্রশ্ন সিপিএমের

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই গোটা ঘটনায় বিজেপি এবং প্রথম মোদি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ একাধিক দলের তরফে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে ৷ যদিও কেন্দ্র এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ৷ এই প্রেক্ষাপটে দুই প্রাক্তন সেনা আধিকারিকের পুলওয়ামা হামলা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি নিঃসন্দেহে বিরোধীদের অস্ত্রে শান দেবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞমহল ৷ পাশাপাশি, এর জেরে আগামী দিনে সরকার পক্ষের সমস্য়া বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল: পুলওয়ামা হামলার ঘটনায় এবার শ্বেতপত্র প্রকাশ করার দাবি উঠল ৷ আর সেই দাবি তুললেন সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত আধিকারিক ৷ এঁরা হলেন, অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য ৷ মঙ্গলবার তাঁদের এই দাবি উত্থাপন করে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, ভারতের প্রাচীনতম এই জাতীয় রাজনৈতিক দলটি কোনও দিন দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি করেনি ৷ বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করেছেন সংশ্লিষ্ট দুই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও ৷ তাঁদের বয়ানকে হাতিয়ার করে কংগ্রেসও চাইছে, এবার অন্তত পুলওয়ামা হামলা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার ৷

রোহিত ও অনুমা বলেন, "আমরা চাই, পুলওয়ামা হামলা নিয়ে সরকার শ্বেতপত্র প্রকাশ করুক ৷ কীভাবে এই হামলা ঘটানো হয়েছিল, তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হোক ৷ আমাদের জানানো হোক, কোথায় গোয়েন্দা বিভাগের ব্যর্থতা ছিল, কেন বাহিনীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য উড়ান পরিষেবা দেওয়া হয়নি, নিরাপত্তাব্যবস্থায় কোথায় কোথায় গাফিলতি ছিল, সিআরপিএফ, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরের কী ভূমিকা ছিল ৷ সবথেকে বড় কথা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল কিনা বলা হোক, হয়ে থাকলে তার নেপথ্যে কারা ছিলেন, সেই সবকিছুই প্রকাশ্যে আনা হোক ৷"

প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটে 2019 সালের 14 ফেব্রুয়ারি ৷ সেই সময় এই হামলা নিয়ে অনেক জলঘোলা হলেও কেন্দ্রীয় সরকার সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুলে দেয় ৷ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে ৷ আর তারপর থেকেই পুলওয়ামা হামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ৷ সত্যপালের দাবি, এই ঘটনার জন্য নিরাপত্তার গাফিলতিই দায়ী ৷ এমনকী, বিষয়টি নিয়ে সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তাঁরা দু'জনই তাঁকে 'চুপ' করে থাকার নির্দেশ দেন বলে দাবি করেছেন সত্যপাল ৷

আরও পড়ুন: সত্যপালের সাক্ষাৎকার নিয়ে মোদি চুপ কেন ? প্রশ্ন সিপিএমের

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই গোটা ঘটনায় বিজেপি এবং প্রথম মোদি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ একাধিক দলের তরফে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে ৷ যদিও কেন্দ্র এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ৷ এই প্রেক্ষাপটে দুই প্রাক্তন সেনা আধিকারিকের পুলওয়ামা হামলা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি নিঃসন্দেহে বিরোধীদের অস্ত্রে শান দেবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞমহল ৷ পাশাপাশি, এর জেরে আগামী দিনে সরকার পক্ষের সমস্য়া বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.