ETV Bharat / bharat

Manipur Landslide: মণিপুরের টুপুলে ভয়াবহ ভূমিধসে মৃত অন্তত 7, নিখোঁজ প্রায় 45 - massive landslide

খারাপ আবহাওয়ার ফলে ধস নেমেছে মণিপুরের টুপুল রেলওয়ে নির্মাণস্থলে ৷ মারা গিয়েছেন অন্তত সাজ জন ৷ ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন অনেকে ৷ এ দিকে বন্ধ ইজেই নদীপথ ৷ প্লাবনের আশঙ্কা রয়েছে (Manipur Landslide) ৷

Manipur Landslide cause death
মণিপুরের টুপুলে ভূমিধস
author img

By

Published : Jun 30, 2022, 1:57 PM IST

Updated : Jun 30, 2022, 4:02 PM IST

ইম্ফল, 30 জুন: কমপক্ষে সাত জন মারা গিয়েছেন ভূমিধসে (Manipur Landslide)৷ সেনাবাহিনীর জওয়ান, স্থানীয় সমেত প্রায় 45 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার রাতে মণিপুরের ননে জেলায় (Noney) টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে ৷ তাতেই এই দুর্ঘটনা, বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি 107 জওয়ান মোতায়েন করা ছিল ৷ ধসের ফলে জওয়ানরাও ছিটকে গিয়েছেন অথবা মারা গিয়েছেন (massive landslide in Manipur Tupul yard railway construction Camp) ৷ স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ৷

এখনও পর্যন্ত সাজ জনের দেহ উদ্ধার করা গিয়েছে এবং প্রায় 45 জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে ৷ এতে নিচু এলাকাগুলি ভেসে যেতে পারে ৷ ননের ডেপুটি কমিশনার বলেন, "টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে ৷ তাতে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন ৷ ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এতে বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷"

আরও পড়ুন: তিনধারিয়ায় ধস, একদিনের জন্য বন্ধ টয়ট্রেন পরিষেবা

সাধারণ মানুষকে সচেতন থাকতে বার্তা দেন তিনি ৷ বিশেষত ছোটরা যেন নদীর কাছাকাছি কোথাও না যায়, জানিয়েছেন কমিশনার ৷ উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়ে ননের ডেপুটি কমিশনার বলেন, "যদি কেউ উদ্ধার করতে পারেন, তাহলে তাঁকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ জনসাধারণকে সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে ৷ কোনও ভাবে বৃষ্টির আবহাওয়া আরও খারাপ হলে যে কোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন সবাই ৷"

  • Called an emergency meeting to assess the situation of the landslide in Tupul today. The search and rescue operation is already underway. Let’s keep them in our prayers today.

    Ambulances along with doctors have also been dispatched to assist in the operation. pic.twitter.com/JZLLPsIZou

    — N.Biren Singh (@NBirenSingh) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি পর্যটকদের 37 নং জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন ৷ তিনি টুইট করে জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ৷ রাজ্যপাল লা গণেশন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগাতে রওনা দিয়েছেন ৷

ইম্ফল, 30 জুন: কমপক্ষে সাত জন মারা গিয়েছেন ভূমিধসে (Manipur Landslide)৷ সেনাবাহিনীর জওয়ান, স্থানীয় সমেত প্রায় 45 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার রাতে মণিপুরের ননে জেলায় (Noney) টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে ৷ তাতেই এই দুর্ঘটনা, বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি 107 জওয়ান মোতায়েন করা ছিল ৷ ধসের ফলে জওয়ানরাও ছিটকে গিয়েছেন অথবা মারা গিয়েছেন (massive landslide in Manipur Tupul yard railway construction Camp) ৷ স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ৷

এখনও পর্যন্ত সাজ জনের দেহ উদ্ধার করা গিয়েছে এবং প্রায় 45 জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে ৷ এতে নিচু এলাকাগুলি ভেসে যেতে পারে ৷ ননের ডেপুটি কমিশনার বলেন, "টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে ৷ তাতে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন ৷ ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এতে বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷"

আরও পড়ুন: তিনধারিয়ায় ধস, একদিনের জন্য বন্ধ টয়ট্রেন পরিষেবা

সাধারণ মানুষকে সচেতন থাকতে বার্তা দেন তিনি ৷ বিশেষত ছোটরা যেন নদীর কাছাকাছি কোথাও না যায়, জানিয়েছেন কমিশনার ৷ উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়ে ননের ডেপুটি কমিশনার বলেন, "যদি কেউ উদ্ধার করতে পারেন, তাহলে তাঁকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ জনসাধারণকে সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে ৷ কোনও ভাবে বৃষ্টির আবহাওয়া আরও খারাপ হলে যে কোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন সবাই ৷"

  • Called an emergency meeting to assess the situation of the landslide in Tupul today. The search and rescue operation is already underway. Let’s keep them in our prayers today.

    Ambulances along with doctors have also been dispatched to assist in the operation. pic.twitter.com/JZLLPsIZou

    — N.Biren Singh (@NBirenSingh) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি পর্যটকদের 37 নং জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন ৷ তিনি টুইট করে জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ৷ রাজ্যপাল লা গণেশন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগাতে রওনা দিয়েছেন ৷

Last Updated : Jun 30, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.