ইম্ফল, 30 জুন: কমপক্ষে সাত জন মারা গিয়েছেন ভূমিধসে (Manipur Landslide)৷ সেনাবাহিনীর জওয়ান, স্থানীয় সমেত প্রায় 45 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার রাতে মণিপুরের ননে জেলায় (Noney) টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে ৷ তাতেই এই দুর্ঘটনা, বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি 107 জওয়ান মোতায়েন করা ছিল ৷ ধসের ফলে জওয়ানরাও ছিটকে গিয়েছেন অথবা মারা গিয়েছেন (massive landslide in Manipur Tupul yard railway construction Camp) ৷ স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ৷
এখনও পর্যন্ত সাজ জনের দেহ উদ্ধার করা গিয়েছে এবং প্রায় 45 জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে ৷ এতে নিচু এলাকাগুলি ভেসে যেতে পারে ৷ ননের ডেপুটি কমিশনার বলেন, "টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে ৷ তাতে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন ৷ ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এতে বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷"
আরও পড়ুন: তিনধারিয়ায় ধস, একদিনের জন্য বন্ধ টয়ট্রেন পরিষেবা
সাধারণ মানুষকে সচেতন থাকতে বার্তা দেন তিনি ৷ বিশেষত ছোটরা যেন নদীর কাছাকাছি কোথাও না যায়, জানিয়েছেন কমিশনার ৷ উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়ে ননের ডেপুটি কমিশনার বলেন, "যদি কেউ উদ্ধার করতে পারেন, তাহলে তাঁকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ জনসাধারণকে সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে ৷ কোনও ভাবে বৃষ্টির আবহাওয়া আরও খারাপ হলে যে কোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন সবাই ৷"
-
Called an emergency meeting to assess the situation of the landslide in Tupul today. The search and rescue operation is already underway. Let’s keep them in our prayers today.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ambulances along with doctors have also been dispatched to assist in the operation. pic.twitter.com/JZLLPsIZou
">Called an emergency meeting to assess the situation of the landslide in Tupul today. The search and rescue operation is already underway. Let’s keep them in our prayers today.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2022
Ambulances along with doctors have also been dispatched to assist in the operation. pic.twitter.com/JZLLPsIZouCalled an emergency meeting to assess the situation of the landslide in Tupul today. The search and rescue operation is already underway. Let’s keep them in our prayers today.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2022
Ambulances along with doctors have also been dispatched to assist in the operation. pic.twitter.com/JZLLPsIZou
পাশাপাশি পর্যটকদের 37 নং জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন ৷ তিনি টুইট করে জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ৷ রাজ্যপাল লা গণেশন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগাতে রওনা দিয়েছেন ৷