ETV Bharat / bharat

Two Chinese Nationals Arrested: বৈধ কাগজ ছাড়া ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা, ধৃত 2 চিনা নাগরিক - চিনা নাগরিককে গ্রেফতার

Chinese Nationals Arrested from Indo Nepal Border: বিহারের মতিহারিতে দুই চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা । অভিবাসন দফতরের তরফে জিজ্ঞাসাবাদের পর দু'জনকেই রাক্সৌলের হারাইয়া ওপির কাছে হস্তান্তর করা হয়েছে ।

Chinese Nationals Arrested
চিনা নাগরিক গ্রেফতার
author img

By

Published : Jul 23, 2023, 3:45 PM IST

মতিহারী(বিহার), 23 জুলাই: বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা করায় গ্রেফতার দুই চিনা নাগরিক ৷ অভিবাসন দফতরের আধিকারিকদের হাতে শনিবার আটক হয়েছে ওই দু'জন । জানা গিয়েছে, দুই চিনা নাগরিক এই নিয়ে দ্বিতীয়বার অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন । গত 2 জুলাই প্রথমবার নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা ৷ সূত্রের খবর, ধরা পড়ার পর বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের ৷ এরপর দু'জনকেই চিনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷ ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়া এই দুই চিনা নাগরিকের একজন ফু কাং ৷ তিনি চিনের জিয়াংজির বাসিন্দা । আরেক চিনা নাগরিকের নাম ঝাও জিং ৷

উভয় চিনা নাগরিক পুলিশ হেফাজতে: শনিবার সন্ধ্যেতে তাঁরা আবার ভারতে প্রবেশের সময় ধরা পড়েন । এরপরই এই দু'জনকে নিয়ে সন্দেহ বাড়ে ৷ কেন্দ্রীয় সংস্থাগুলি কয়েক ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে দু'জনকেই রাক্সৌলের হারাইয়া ওপির হাতে তুলে দেওয়া হয় ।

দু'জনেই 28 জুন নেপালের বীরগঞ্জে এসেছিলেন: অভিবাসন দফতরের আধিকারিক কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, 28 জুন ওই দুই চিনা নাগরিক বীরগঞ্জে আসেন এবং 2 জুলাই রাক্সৌলে ভারত-নেপাল সীমান্তে অবস্থিত কাস্টমস অফিসের কাছে দু'জনেই ধরা পড়েন । জানা গিয়েছে, তাঁদের কাছে পাসপোর্ট ছিল ৷ কিন্তু ভারতে প্রবেশের বৈধ ভিসা ছিল না । তাঁদেরকে অভিবাসন কার্যালয়ে নিয়ে আসা হয় এবং আধিকারিকরা ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷

আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: বৈধ কাগজপত্র ছাড়াই প্রথমবার ভারতে প্রবেশের চেষ্টা করার জন্য কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ পাসপোর্টে ভারতে প্রবেশ প্রত্যাখ্যান লিখে উভয় চিনা নাগরিককে সতর্কতা-সহ নেপালে ফেরত পাঠানো হয়েছিল ৷ কিন্তু এই দুই চিনা নাগরিককে গতকাল সন্ধ্যেতে নেপাল থেকে ভারতীয় সীমান্তে পুনরায় প্রবেশ করার সময় অভিবাসন আধিকারিকরা হাতেনাতে ধরে ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে পানিট্যাংকি সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক

নেপাল হয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা: দুই চিনা নাগরিকই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শনিবার সকাল সাতটায় কাঠমান্ডু ছেড়ে বীরগঞ্জে পৌঁছন তাঁরা । এরপর বীরগঞ্জের একটি হোটেলে রাতের খাবার খেয়ে অন্ধকার হয়ে গেলে সন্ধ্যেতে ভারতীয়রা সীমান্তে প্রবেশ করে তাঁরা ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ অভিবাসন দফতরের হাতে ধরা পড়ে যান দুই চিনা নাগরিক ।

মতিহারী(বিহার), 23 জুলাই: বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা করায় গ্রেফতার দুই চিনা নাগরিক ৷ অভিবাসন দফতরের আধিকারিকদের হাতে শনিবার আটক হয়েছে ওই দু'জন । জানা গিয়েছে, দুই চিনা নাগরিক এই নিয়ে দ্বিতীয়বার অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন । গত 2 জুলাই প্রথমবার নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা ৷ সূত্রের খবর, ধরা পড়ার পর বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের ৷ এরপর দু'জনকেই চিনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷ ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়া এই দুই চিনা নাগরিকের একজন ফু কাং ৷ তিনি চিনের জিয়াংজির বাসিন্দা । আরেক চিনা নাগরিকের নাম ঝাও জিং ৷

উভয় চিনা নাগরিক পুলিশ হেফাজতে: শনিবার সন্ধ্যেতে তাঁরা আবার ভারতে প্রবেশের সময় ধরা পড়েন । এরপরই এই দু'জনকে নিয়ে সন্দেহ বাড়ে ৷ কেন্দ্রীয় সংস্থাগুলি কয়েক ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে দু'জনকেই রাক্সৌলের হারাইয়া ওপির হাতে তুলে দেওয়া হয় ।

দু'জনেই 28 জুন নেপালের বীরগঞ্জে এসেছিলেন: অভিবাসন দফতরের আধিকারিক কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, 28 জুন ওই দুই চিনা নাগরিক বীরগঞ্জে আসেন এবং 2 জুলাই রাক্সৌলে ভারত-নেপাল সীমান্তে অবস্থিত কাস্টমস অফিসের কাছে দু'জনেই ধরা পড়েন । জানা গিয়েছে, তাঁদের কাছে পাসপোর্ট ছিল ৷ কিন্তু ভারতে প্রবেশের বৈধ ভিসা ছিল না । তাঁদেরকে অভিবাসন কার্যালয়ে নিয়ে আসা হয় এবং আধিকারিকরা ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷

আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা: বৈধ কাগজপত্র ছাড়াই প্রথমবার ভারতে প্রবেশের চেষ্টা করার জন্য কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ পাসপোর্টে ভারতে প্রবেশ প্রত্যাখ্যান লিখে উভয় চিনা নাগরিককে সতর্কতা-সহ নেপালে ফেরত পাঠানো হয়েছিল ৷ কিন্তু এই দুই চিনা নাগরিককে গতকাল সন্ধ্যেতে নেপাল থেকে ভারতীয় সীমান্তে পুনরায় প্রবেশ করার সময় অভিবাসন আধিকারিকরা হাতেনাতে ধরে ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে পানিট্যাংকি সীমান্তে গ্রেফতার চিনা নাগরিক

নেপাল হয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা: দুই চিনা নাগরিকই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শনিবার সকাল সাতটায় কাঠমান্ডু ছেড়ে বীরগঞ্জে পৌঁছন তাঁরা । এরপর বীরগঞ্জের একটি হোটেলে রাতের খাবার খেয়ে অন্ধকার হয়ে গেলে সন্ধ্যেতে ভারতীয়রা সীমান্তে প্রবেশ করে তাঁরা ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ অভিবাসন দফতরের হাতে ধরা পড়ে যান দুই চিনা নাগরিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.