ETV Bharat / bharat

শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান - srinagar militant attack

জইশ এই এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে ৷ কোন জঙ্গিগোষ্ঠী এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জঙ্গিরা একটি গাড়িতে করে এসেছিল ৷ ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দেয় ৷

Two army jawans killed
Two army jawans killed
author img

By

Published : Nov 26, 2020, 3:40 PM IST

Updated : Nov 26, 2020, 5:32 PM IST

শ্রীনগর, 26 নভেম্বর : শ্রীনগরের HMT এলাকায় জঙ্গি হামলা ৷ শহিদ 2 সেনা জওয়ান ৷ 370 ধারা বাতিলের পর 28 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে প্রথম জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন (DDCs) ৷ কিন্তু নির্বাচনের দু'দিন আগে 26/11-র বর্ষপূর্তির দিন ফের জম্মু-কাশ্মীরে হামলা চালালো জঙ্গিরা ৷

জম্মু-কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "3 জন জঙ্গি আতর্কিতে আমাদের সেনা জওয়ানদের উপর হামলা করে ৷ অনুমান, তাদের মধ্যে একজন স্থানীয়, দু'জন পাকিস্তানের নগরিক ৷ ঘটনায় আমাদের দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ "

তিনি আরও জানান, জইশ এই এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে ৷ কোন জঙ্গিগোষ্ঠী এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জঙ্গিরা একটি গাড়িতে করে এসেছিল ৷ হামলা চালানোর পর এলাকা ছেড়ে চম্পট দেয় ৷

শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনের আগে নাশকতার ঘটনা বাড়তে পারে বলে গোয়েন্দা সূত্রে আগেই সতর্ক করা হয়েছিল ৷ এর আগে 19 নভেম্বর জম্মুর নাগরোটায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অনুপ্রবেশকারীদের সংঘর্ষে 4 জন জঙ্গির মৃত্যু হয়েছিল । তার আগে চলতি মাসের 8 তারিখ কুপওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল তিন জঙ্গি ৷ শহিদ হন চার জওয়ান এবং এক BSF কর্মী ৷

শ্রীনগর, 26 নভেম্বর : শ্রীনগরের HMT এলাকায় জঙ্গি হামলা ৷ শহিদ 2 সেনা জওয়ান ৷ 370 ধারা বাতিলের পর 28 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে প্রথম জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন (DDCs) ৷ কিন্তু নির্বাচনের দু'দিন আগে 26/11-র বর্ষপূর্তির দিন ফের জম্মু-কাশ্মীরে হামলা চালালো জঙ্গিরা ৷

জম্মু-কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "3 জন জঙ্গি আতর্কিতে আমাদের সেনা জওয়ানদের উপর হামলা করে ৷ অনুমান, তাদের মধ্যে একজন স্থানীয়, দু'জন পাকিস্তানের নগরিক ৷ ঘটনায় আমাদের দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ "

তিনি আরও জানান, জইশ এই এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে ৷ কোন জঙ্গিগোষ্ঠী এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জঙ্গিরা একটি গাড়িতে করে এসেছিল ৷ হামলা চালানোর পর এলাকা ছেড়ে চম্পট দেয় ৷

শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান

জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনের আগে নাশকতার ঘটনা বাড়তে পারে বলে গোয়েন্দা সূত্রে আগেই সতর্ক করা হয়েছিল ৷ এর আগে 19 নভেম্বর জম্মুর নাগরোটায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অনুপ্রবেশকারীদের সংঘর্ষে 4 জন জঙ্গির মৃত্যু হয়েছিল । তার আগে চলতি মাসের 8 তারিখ কুপওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল তিন জঙ্গি ৷ শহিদ হন চার জওয়ান এবং এক BSF কর্মী ৷

Last Updated : Nov 26, 2020, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.