ETV Bharat / bharat

Two Army Jawan Died: ট্যাংক ব্যারেল ফেটে নিহত এক বাঙালি-সহ দুই সেনা জওয়ান

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির (Jhansi) ববিনায় (Babina) অবস্থিত সেনার ফায়ারিং রেঞ্জে (Army Firing Range) ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রশিক্ষণ চলাকালীন ট্য়াংক ব্যারেল ফেটে (Tank Barrel Burst) এক বাঙালি-সহ দুই সেনা জওয়ানের মৃত্যু ৷ জখম আরও এক ৷

Two Army Jawan including a Bengali died in Tank Barrel Burst at Jhansi Babina Firing Range
Two Army Jawan Died: ট্যাংক ব্যারেল ফেটে নিহত এক বাঙালি-সহ দুই সেনা জওয়ান
author img

By

Published : Oct 7, 2022, 1:50 PM IST

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 7 অক্টোবর: ট্য়াংক ব্যারেল ফেটে (Tank Barrel Burst) প্রাণ গেল ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানের (Two Army Jawan Died) ৷ তাঁদের মধ্যে একজন বাঙালি ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির (Jhansi) ববিনায় (Babina) অবস্থিত সেনাবাহিনীরই ফায়ারিং রেঞ্জে (Army Firing Range) ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷

সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত দুই জওয়ানের মধ্যে একজন বাঙালি ৷ তাঁর নাম সুকান্ত মণ্ডল (Sukanta Mandal) ৷ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ অন্যজন, সমর সিং ৷ তাঁর বাড়ি রাজস্থানের বাগারিয়া এলাকায় ৷ এছাড়াও, এই দুর্ঘটনায় যে জওয়ান আহত হয়েছেন, তাঁর নাম প্রদীপ সিং যাদব ৷ প্রদীপ উত্তরপ্রদেশেরই খলিলাবাদের বাসিন্দা ৷

আরও পড়ুন: ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি

সূত্রের খবর, এই বিস্ফোরণে কবলে যাঁরা পড়েন, তাঁদের সকলেরই মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ এমনকী, তাঁদের ক্ষতবিক্ষত মুখ দেখে ওই জওয়ানদের চেনাই দায় হয়ে ওঠে ! এছাড়াও, তাঁদের শরীরের অন্যান্য অংশেও পোড়া ক্ষত তৈরি হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের একাধিক প্রত্যঙ্গ ৷ ইতিমধ্যেই সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের এই দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রোজের মতোই ফায়ারিং রেঞ্জে অনুশীলন চালাচ্ছিলেন সেনা জওয়ানরা ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷ হঠাৎই বিকট শব্দে ফেটে যায় একটি ট্যাংক ব্যারেল ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁরা বাড়ি থেকেও আওয়াজ শুনতে পেয়েছেন ৷

বিস্ফোরণের পরই রক্তাক্ত তিন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, দুই জওয়ানকে বাঁচানো সম্ভব হয়নি ৷ তাঁদের মৃত্যু হয় ৷ তৃতীয়জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রদীপ সিং যাদব নামে ওই জওয়ানের অবস্থাও যথেষ্ট আশংকাজনক ৷ তাঁর চিকিৎসা চলছে ৷

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 7 অক্টোবর: ট্য়াংক ব্যারেল ফেটে (Tank Barrel Burst) প্রাণ গেল ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানের (Two Army Jawan Died) ৷ তাঁদের মধ্যে একজন বাঙালি ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির (Jhansi) ববিনায় (Babina) অবস্থিত সেনাবাহিনীরই ফায়ারিং রেঞ্জে (Army Firing Range) ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷

সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত দুই জওয়ানের মধ্যে একজন বাঙালি ৷ তাঁর নাম সুকান্ত মণ্ডল (Sukanta Mandal) ৷ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ৷ অন্যজন, সমর সিং ৷ তাঁর বাড়ি রাজস্থানের বাগারিয়া এলাকায় ৷ এছাড়াও, এই দুর্ঘটনায় যে জওয়ান আহত হয়েছেন, তাঁর নাম প্রদীপ সিং যাদব ৷ প্রদীপ উত্তরপ্রদেশেরই খলিলাবাদের বাসিন্দা ৷

আরও পড়ুন: ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি

সূত্রের খবর, এই বিস্ফোরণে কবলে যাঁরা পড়েন, তাঁদের সকলেরই মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ এমনকী, তাঁদের ক্ষতবিক্ষত মুখ দেখে ওই জওয়ানদের চেনাই দায় হয়ে ওঠে ! এছাড়াও, তাঁদের শরীরের অন্যান্য অংশেও পোড়া ক্ষত তৈরি হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের একাধিক প্রত্যঙ্গ ৷ ইতিমধ্যেই সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের এই দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রোজের মতোই ফায়ারিং রেঞ্জে অনুশীলন চালাচ্ছিলেন সেনা জওয়ানরা ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷ হঠাৎই বিকট শব্দে ফেটে যায় একটি ট্যাংক ব্যারেল ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁরা বাড়ি থেকেও আওয়াজ শুনতে পেয়েছেন ৷

বিস্ফোরণের পরই রক্তাক্ত তিন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, দুই জওয়ানকে বাঁচানো সম্ভব হয়নি ৷ তাঁদের মৃত্যু হয় ৷ তৃতীয়জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রদীপ সিং যাদব নামে ওই জওয়ানের অবস্থাও যথেষ্ট আশংকাজনক ৷ তাঁর চিকিৎসা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.