নিউইয়র্ক, 21 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সরকারি 'স্টেট ভিজিট'-এ তাঁর সঙ্গে দেখা করলেন টেসলার সিইও ইলন মাস্ক ৷ স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবার মোদির সঙ্গে তাঁর দেখা হয়। মোদি-সাক্ষাতে অভিভূত মাস্ক জানালেন, বিশ্বের বড় দেশগুলির মধ্যে ভারতের সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ আর তাই অদূর ভবিষ্যতে তিনি ভারতেও নিজের গাড়ি সংস্থার ব্যবসাকে প্রসার করতে আগ্রহী ৷ পাশাপাশি, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের জেরে টুইটারের সঙ্গে সরকারের যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটিও কেটে যাবে বলে ইঙ্গিত দিলেন ইলন মাস্ক ৷
এদিন মোদির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের টুইটার সিইও জানান, প্রতিটি দেশের আভ্যন্তরিণ আইন আছে ৷ তা মেনে চললেই কোনও সমস্যা তৈরি হবে না ৷ কার্যত স্পষ্ট করে দিলেন, ভারতীয় সংবিধানের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন মেনেই ভবিষ্যতে কাজ করবে সোশাল মিডিয়া জায়ান্ট টুইটার ৷ তাঁর কথায়, "কোনও দেশে ব্যবসা করতে গেল, সেই দেশের আইনকে উপেক্ষা করা কখনই সম্ভব নয়। এমনটা করা উচিতও নয় ৷ সেখানকার আইন মেনে যতটা সম্ভব স্বাধীনতার সঙ্গে কাজ করতে হবে ৷" ফলে এটা স্পষ্ট টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডর্সির মতো ভারত সরকারে সঙ্গে বিরোধে যাবেন না ইলন মাস্ক ৷
আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসে নিউইয়র্ক থেকে বিশেষ বার্তা মোদির
পাশাপাশি, টেসলা সংস্থা ব্যবসা শুরু করতে আগামী বছর ভারতে আসতে পারেন সিইও ইলন মাস্ক ৷ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এ কথাও জানিয়েছেন তিনি ৷ তেমনটাই পরিকল্পনা রয়েছে তাঁর ৷ মাস্ক বলেন, "আমি আত্মবিশ্বাসী যে টেসলা আগামীদিনে ভারতে নিজেদের বাজার বিস্তার করবে ৷ আর সেটাও যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাব তাঁর সমর্থনের জন্য ৷ আশা করছি খুব দ্রুত আমরা ভালো খবর ঘোষণা করব ৷"
আরও পড়ুন: মোদির ছবি দেওয়া জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কে স্বাগত প্রবাসী ভারতীয়র
তিনি জানিয়েছে, এখনই আগাম কিছু ঘোষণা করবে না ৷ তবে, আশা করছেন অদূর ভবিষ্যতে ভারতের বাজারে টেসলা বড় বিনিয়োগ করবে ৷ যার পরে ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্যমহলের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি, ভারতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং তার উৎপাদনের জন্য যে বিপুল বিনিয়োগ করা হয়েছে, সেই উদ্যোগের প্রশংসা করেছেন ইলন মাস্ক ৷ আগামী দিনে ভারত সৌরবিদ্যুৎ চালিত গাড়ির বড় বাজার হয়ে উঠবে বলে জানান টেসলা সিইও ৷