ETV Bharat / bharat

ভারতে টুইটার পরীক্ষা করছে নতুন ফিচার "ডিএম-এ 140 সেকেন্ডের ভয়েজ় মেসেজ’ - voice messages

আরও ভাল ও সহজভাবে ডিএম কথোপকথনের জন্য ট্যুইটার 140 সেকেন্ডের ভয়েজ মেসেজও পরীক্ষা করে দেখছে । এই ফিচার পাবেন ভারত, জাপান ও ব্রাজিলের আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা । যখন, যেভাবে টুইটার ব্যবহার করুন না কেন, এই মেসেজগুলো শোনা যাবে। গ্রাহকদের জন্য ধাপে ধাপে এই পরীক্ষা করা হবে ।

new twitter feature
ট্যুইটারের নতুন ফিচার
author img

By

Published : Feb 18, 2021, 11:14 AM IST

দিল্লি : টুইটারের তরফে বুধবার, 17 ফেব্রুয়ারি জানানো হয়, যে ডিরেক্ট মেসেজ বা ডিএম-এর ক্ষেত্রে 140 সেকেন্ডের ভয়েজ মেসেজ পরীক্ষা করে দেখা হচ্ছে । এই পরীক্ষা ধাপে ধাপে করা হবে, যার জেরে ব্রাজিল ও জাপানের পাশাপাশি ভারত তৃতীয় দেশ হবে, যেখানে এই ফিচার পাওয়া যাবে ।

সংস্থার তরফে বলা হয়েছে, এর ফলে মানুষ আরও ভালোভাবে কথোপকথন চালাতে পারবেন । টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী বলেন, "আমরা দেশের মানুষের জন্য ডিএমে ভয়েজ় মেসেজের সুবিধা দিতে পেরে আনন্দিত । এর ফলে কারও বক্তব্য শুনে যে প্রতিক্রিয়া বা আবেগ তৈরি হবে, তা সরাসরি একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে ।"

প্রতিটি ভয়েজ় মেসেজ হবে 140 সেকেন্ড দীর্ঘ, এবং এর ফলে মানুষ দ্রুত চ্যাট করতে সক্ষম হবে, বিশেষ করে যখন তাঁরা এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন এবং টাইপ করার পক্ষে অনেক কিছু রয়েছে । টুইটারের ডিরেক্ট মেসেজের প্রোডাক্ট ম্যানেজার অ্যালেক্স একারম্যান-গ্রিনবার্গ বলেন,"আমরা সর্বসমক্ষে এবং ব্যক্তিগতভাবে মানুষের ভাবপ্রকাশের আরও বিকল্প এনে দিতে দায়বদ্ধ ।"

নতুন ফিচার যেভাবে কাজ করবে:

  • ডিএম কথোপকথনে ভয়েজ় রেকর্ডিং আইকনের উপর ট্যাপ করতে হবে রেকর্ডিং শুরুর জন্য ।
  • রেকর্ডিং হয়ে গেলে স্টপ আইকনে ট্যাপ করতে হবে। পাঠানো বা ডিলিট করার আগে আপনি আপনার রেকর্ডিং শোনার সুযোগ পাবেন।
  • এর পাশাপাশি আইওএস-এর ক্ষেত্রে, আপনি রেকর্ডিং আইকনকে নিচের দিকে টেনে রেখে কথা বলে, পাঠানোর জন্য তা ওপরের দিকে ঠেলে দিতেও পারেন ।
  • যে কেউ এই মেসেজগুলো শুনতে পাবেন, সে তারা যখন যেভাবে হোক টুইটার ব্যবহার করুন না কেন । কিন্তু ডিএমে মেসেজ রেকর্ড করার সুবিধা ভারত, জাপান ও ব্রাজিলের বাসিন্দারাই পাবেন ।
  • মানুষ তাঁদের টাইমলাইনে আপনার ভয়েজ় টুইট দেখতে পাবেন । শোনার জন্য ছবির উপর ট্যাপ করতে হবে।

একারম্যান-গ্রিনবার্গ বলেন,"আমরা চাইব মানুষ ডিএমে তাঁদের কণ্ঠস্বর রেকর্ড করে পাঠান, যাতে কথোপকথনে তাঁদের প্রকাশ ভঙ্গিকেও ফুটিয়ে তোলা যায় ।"

দিল্লি : টুইটারের তরফে বুধবার, 17 ফেব্রুয়ারি জানানো হয়, যে ডিরেক্ট মেসেজ বা ডিএম-এর ক্ষেত্রে 140 সেকেন্ডের ভয়েজ মেসেজ পরীক্ষা করে দেখা হচ্ছে । এই পরীক্ষা ধাপে ধাপে করা হবে, যার জেরে ব্রাজিল ও জাপানের পাশাপাশি ভারত তৃতীয় দেশ হবে, যেখানে এই ফিচার পাওয়া যাবে ।

সংস্থার তরফে বলা হয়েছে, এর ফলে মানুষ আরও ভালোভাবে কথোপকথন চালাতে পারবেন । টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী বলেন, "আমরা দেশের মানুষের জন্য ডিএমে ভয়েজ় মেসেজের সুবিধা দিতে পেরে আনন্দিত । এর ফলে কারও বক্তব্য শুনে যে প্রতিক্রিয়া বা আবেগ তৈরি হবে, তা সরাসরি একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে ।"

প্রতিটি ভয়েজ় মেসেজ হবে 140 সেকেন্ড দীর্ঘ, এবং এর ফলে মানুষ দ্রুত চ্যাট করতে সক্ষম হবে, বিশেষ করে যখন তাঁরা এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন এবং টাইপ করার পক্ষে অনেক কিছু রয়েছে । টুইটারের ডিরেক্ট মেসেজের প্রোডাক্ট ম্যানেজার অ্যালেক্স একারম্যান-গ্রিনবার্গ বলেন,"আমরা সর্বসমক্ষে এবং ব্যক্তিগতভাবে মানুষের ভাবপ্রকাশের আরও বিকল্প এনে দিতে দায়বদ্ধ ।"

নতুন ফিচার যেভাবে কাজ করবে:

  • ডিএম কথোপকথনে ভয়েজ় রেকর্ডিং আইকনের উপর ট্যাপ করতে হবে রেকর্ডিং শুরুর জন্য ।
  • রেকর্ডিং হয়ে গেলে স্টপ আইকনে ট্যাপ করতে হবে। পাঠানো বা ডিলিট করার আগে আপনি আপনার রেকর্ডিং শোনার সুযোগ পাবেন।
  • এর পাশাপাশি আইওএস-এর ক্ষেত্রে, আপনি রেকর্ডিং আইকনকে নিচের দিকে টেনে রেখে কথা বলে, পাঠানোর জন্য তা ওপরের দিকে ঠেলে দিতেও পারেন ।
  • যে কেউ এই মেসেজগুলো শুনতে পাবেন, সে তারা যখন যেভাবে হোক টুইটার ব্যবহার করুন না কেন । কিন্তু ডিএমে মেসেজ রেকর্ড করার সুবিধা ভারত, জাপান ও ব্রাজিলের বাসিন্দারাই পাবেন ।
  • মানুষ তাঁদের টাইমলাইনে আপনার ভয়েজ় টুইট দেখতে পাবেন । শোনার জন্য ছবির উপর ট্যাপ করতে হবে।

একারম্যান-গ্রিনবার্গ বলেন,"আমরা চাইব মানুষ ডিএমে তাঁদের কণ্ঠস্বর রেকর্ড করে পাঠান, যাতে কথোপকথনে তাঁদের প্রকাশ ভঙ্গিকেও ফুটিয়ে তোলা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.