ETV Bharat / bharat

Twitter on Rahul Gandhi : রাহুলের টুইটে বিতর্ক, পোস্ট সরাল টুইটার - আইনজীবী বিনীত জিন্দাল

দিল্লিতে মৃত 9 বছরের মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তোলা ছবি শেয়ার করেছিলেন টুইটারে ৷ বিতর্ক তৈরি হয় সেই পোস্ট ঘিরে ৷

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
author img

By

Published : Aug 7, 2021, 12:12 PM IST

নয়া দিল্লি, 7 অগস্ট : বিপাকে রাহুল ৷ টুইটার কর্তৃপক্ষ (Twitter) তাঁর টুইটার হ্যান্ডেল থেকে তাঁর একটি টুইট সরিয়ে দিল ৷ বুধবার রাহুল গান্ধি (Rahul Gandhi) দিল্লির নঙ্গল রাই (Nangal) এলাকায় মৃত 9 বছরের মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ৷ তারপর ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তোলা ছবি পোস্ট করেন টুইটারে ৷ এতে বিতর্ক তৈরি হয়েছে ৷

তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল (Vineet Jindal) ৷ অভিযোগে আইনজীবী জানিয়েছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর সঙ্গে ওই নাবালিকার বাবা ও মায়ের ছবি @Rahul Gandhi টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) শেয়ার করেছেন ৷ এতে অত্যাচারিত নাবালিকার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ এতে পকসো (Protection of Children from Sexual Offences, POCSO) আইনের 23 নম্বর ধারা (Section 23), শিশুদের নিরাপত্তাজনিত জুভেনাইল জাস্টিস অ্যাক্টের (Juvenile Justice Act) 74 নম্বর ধারা আর ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 228এ ধারা (228A) লঙ্ঘিত হয়েছে ৷

আরও পড়ুন : 15 বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

সরব হয়েছেন এনসিপিসিআর-এর (National Commission for Protection of Child Rights, NCPCR) চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো (Priyank Kanoongo) ৷ তিনিও একই অভিযোগে টুইটার ইন্ডিয়াকে (Twitter India) একটি নোটিস পাঠিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ৷ এমনকি 4 অগস্ট এই ছবি পোস্টে আইন লঙ্ঘন করা বিষয়ে এনসিপিসিআর-এর কাছে রাহুলের বিরুদ্ধে নোটিস জারি করার কথা জানান বিজেপি নেতা সম্বিত পাত্র (Sambit Patra) ৷

বুধবার, 4 অগস্ট, সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধি দিল্লির নঙ্গল রাই (Nangal) এলাকায় মৃত নাবালিকার বাড়িতে যান ৷ তাঁদের সব রকম সাহায্যের আশ্বাস দেন ৷ পরে পরিবারের সঙ্গে তাঁর তোলা ছবি টুইটারে পোস্ট করেন ৷

  • मैं आज भाजपा की ओर से NCPCR से निवेदन करूंगा कि राहुल गांधी द्वारा जिस प्रकार से Section 23 of POCSO act और section 74 of the Juvenile justice care & protection of children act का उल्लंघन किया गया है, NCPCR उसका संज्ञान लें और राहुल गांधी को नोटिस जारी करे।

    - डॉ. @sambitswaraj pic.twitter.com/X4TpiQsAa3

    — BJP (@BJP4India) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 অগস্ট দিল্লি ক্যান্টনমেন্টের পুরনো নঙ্গল এলাকায় একটি 9 বছরের মেয়েকে ধর্ষণ করে, তাকে মেরে ফেলার ঘটনা ঘটে ৷ অভিযোগ, পুরনো নঙ্গল শ্মশানের এক পুরোহিত, আরও তিনজন মিলে এই কাজ করেছে ৷

নয়া দিল্লি, 7 অগস্ট : বিপাকে রাহুল ৷ টুইটার কর্তৃপক্ষ (Twitter) তাঁর টুইটার হ্যান্ডেল থেকে তাঁর একটি টুইট সরিয়ে দিল ৷ বুধবার রাহুল গান্ধি (Rahul Gandhi) দিল্লির নঙ্গল রাই (Nangal) এলাকায় মৃত 9 বছরের মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ৷ তারপর ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তোলা ছবি পোস্ট করেন টুইটারে ৷ এতে বিতর্ক তৈরি হয়েছে ৷

তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল (Vineet Jindal) ৷ অভিযোগে আইনজীবী জানিয়েছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর সঙ্গে ওই নাবালিকার বাবা ও মায়ের ছবি @Rahul Gandhi টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) শেয়ার করেছেন ৷ এতে অত্যাচারিত নাবালিকার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ এতে পকসো (Protection of Children from Sexual Offences, POCSO) আইনের 23 নম্বর ধারা (Section 23), শিশুদের নিরাপত্তাজনিত জুভেনাইল জাস্টিস অ্যাক্টের (Juvenile Justice Act) 74 নম্বর ধারা আর ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 228এ ধারা (228A) লঙ্ঘিত হয়েছে ৷

আরও পড়ুন : 15 বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

সরব হয়েছেন এনসিপিসিআর-এর (National Commission for Protection of Child Rights, NCPCR) চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো (Priyank Kanoongo) ৷ তিনিও একই অভিযোগে টুইটার ইন্ডিয়াকে (Twitter India) একটি নোটিস পাঠিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ৷ এমনকি 4 অগস্ট এই ছবি পোস্টে আইন লঙ্ঘন করা বিষয়ে এনসিপিসিআর-এর কাছে রাহুলের বিরুদ্ধে নোটিস জারি করার কথা জানান বিজেপি নেতা সম্বিত পাত্র (Sambit Patra) ৷

বুধবার, 4 অগস্ট, সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধি দিল্লির নঙ্গল রাই (Nangal) এলাকায় মৃত নাবালিকার বাড়িতে যান ৷ তাঁদের সব রকম সাহায্যের আশ্বাস দেন ৷ পরে পরিবারের সঙ্গে তাঁর তোলা ছবি টুইটারে পোস্ট করেন ৷

  • मैं आज भाजपा की ओर से NCPCR से निवेदन करूंगा कि राहुल गांधी द्वारा जिस प्रकार से Section 23 of POCSO act और section 74 of the Juvenile justice care & protection of children act का उल्लंघन किया गया है, NCPCR उसका संज्ञान लें और राहुल गांधी को नोटिस जारी करे।

    - डॉ. @sambitswaraj pic.twitter.com/X4TpiQsAa3

    — BJP (@BJP4India) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1 অগস্ট দিল্লি ক্যান্টনমেন্টের পুরনো নঙ্গল এলাকায় একটি 9 বছরের মেয়েকে ধর্ষণ করে, তাকে মেরে ফেলার ঘটনা ঘটে ৷ অভিযোগ, পুরনো নঙ্গল শ্মশানের এক পুরোহিত, আরও তিনজন মিলে এই কাজ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.