ETV Bharat / bharat

Twitter Sacks India Employees: ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল টুইটার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কেটিং ও যোগাযোগ বিভাগ - টুইটার ইন্ডিয়া

ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল টুইটার (Twitter Sacks India Employees)৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কেটিং ও যোগাযোগ বিভাগ ৷ তবে ঠিক কতজনকে ছাঁটাই করা হয়েছে তা এখনও জানা যায়নি ৷

twitter-sacks-huge-number-of-indian-employees-many-lay-off-from-marketing-and-communications-department
ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল টুইটার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কেটিং ও যোগাযোগ বিভাগ
author img

By

Published : Nov 4, 2022, 8:15 PM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর: ভারতে প্রচুর কর্মীকে ছাঁটাই করল টুইটার (Twitter Sacks India Employees)৷ সূত্রের তরফে জানা গিয়েছে, শুক্রবার ভারতে ব্যাপক ছাঁটাই ঘোষণা করেছে ইলন মাস্কের কোম্পানি ৷ ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং (Lay off from Marketing) ও যোগাযোগ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷ ঠিক কতজনকে ছাঁটাই করা হয়েছে, সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয় ৷ একটি সূত্র জানিয়েছে, সেলস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজনকে চাকরিতে বহাল রাখা হয়েছে ।

নতুন মালিক ইলন মাস্কের অধীনে কোম্পানির কী ভবিষ্যৎ হতে চলেছে, সে সম্পর্কে অনিশ্চয়তা ছিল গত এক সপ্তাহ ধরেই ৷ গত সপ্তাহে সিইও পরাগ আগরওয়ালের পাশাপাশি চিফ ফিনান্সিয়াল অফিসার এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরখাস্ত করে টুইটারে তাঁর ইনিংস শুরু করেছেন ইলন মাস্ক। টুইটার ইন্ডিয়া এখনও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি এবং এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷ বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় সাময়িক ভাবে অফিস বন্ধ করে দিয়েছে এই কোম্পানি ৷ কর্মীদের বলা হয়েছে, তাঁদের ছাঁটাই করা হচ্ছে কি না, সে সম্পর্কে কর্মীদের ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ৷

জানা গিয়েছে, টুইটার ইন্ডিয়ার প্রায় 200 জন কর্মীর মধ্যে অনেকেই আজ সকালে উঠে দেখেন যে, তাঁদের অফিসিয়াল ই-মেল এবং অভ্যন্তরীণ স্ল্যাক ও গ্রুপ চ্যাটে তাঁরা অ্যাক্সেস হারিয়েছেন ৷ টুইটার ইন্ডিয়াতে চাকরি হারিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেছেন যে, শুক্রবার যখন তাঁরা বাড়ি থেকে তাঁদের সিস্টেমে লগ ইন করেন, (টুইটার এখনও ওয়ার্ক ফ্রম হোম মোডে রয়েছে), তখন তাঁদের অ্যাক্সেস অস্বীকার করা হয়েছে । তাঁরা বলেন, "এখন আমরা ই-মেলের জন্য অপেক্ষা করছি, যেখানে সাবজেক্ট লাইনে লেখা থাকবে 'যদি আপনার কর্মসংস্থান প্রভাবিত হয়, তাহলে আপনি আপনার ব্যক্তিগত ই-মেলের মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলির জন্য একটি নোটিশ পাবেন ', ছেড়ে যাওয়ার সময় কী বেতন, ইত্যাদি সম্পর্কে আমরা কিছুই জানি না...৷"

আরও পড়ুন: দেশজুড়ে সাময়িক অচল টুইটার, লগইন সমস্যায় জেরবার গ্রাহকরা

যাঁরা এখনও টুইটার ইন্ডিয়ার সঙ্গে রয়েছেন, তাঁরা পরের রাউন্ডে তাঁদের চাকরি হারানোর আশঙ্কায় প্রমাদ গুনছেন ৷ এক কর্মী বললেন, "আমাদের থেকে নিস্তার পাওয়ার জন্য এটি সবচেয়ে অমানবিক উপায়গুলির মধ্যে একটি । টুইটার ইন্ডিয়াতে এত বছর অতিবাহিত করার পরেও, মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷"

মাস্ক গত সপ্তাহে নতুন সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার পরে টুইটারের স্ল্যাক এবং চ্যাট গ্রুপগুলিতে কর্মচারীরা তাঁদের সিনিয়র এক্সিকিউটিভদের কাছ থেকে অভ্যন্তরীণ যোগাযোগের যে অভাব রয়েছে সে সম্পর্কে অভিযোগ করেছিলেন । নতুন সিইও তাঁর কোম্পানির 7,600 কর্মীর মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় 3,800 কর্মী কমানোর লক্ষ্যমাত্রা রেখেছেন ।

নয়াদিল্লি, 4 নভেম্বর: ভারতে প্রচুর কর্মীকে ছাঁটাই করল টুইটার (Twitter Sacks India Employees)৷ সূত্রের তরফে জানা গিয়েছে, শুক্রবার ভারতে ব্যাপক ছাঁটাই ঘোষণা করেছে ইলন মাস্কের কোম্পানি ৷ ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং (Lay off from Marketing) ও যোগাযোগ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷ ঠিক কতজনকে ছাঁটাই করা হয়েছে, সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয় ৷ একটি সূত্র জানিয়েছে, সেলস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজনকে চাকরিতে বহাল রাখা হয়েছে ।

নতুন মালিক ইলন মাস্কের অধীনে কোম্পানির কী ভবিষ্যৎ হতে চলেছে, সে সম্পর্কে অনিশ্চয়তা ছিল গত এক সপ্তাহ ধরেই ৷ গত সপ্তাহে সিইও পরাগ আগরওয়ালের পাশাপাশি চিফ ফিনান্সিয়াল অফিসার এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরখাস্ত করে টুইটারে তাঁর ইনিংস শুরু করেছেন ইলন মাস্ক। টুইটার ইন্ডিয়া এখনও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি এবং এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷ বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় সাময়িক ভাবে অফিস বন্ধ করে দিয়েছে এই কোম্পানি ৷ কর্মীদের বলা হয়েছে, তাঁদের ছাঁটাই করা হচ্ছে কি না, সে সম্পর্কে কর্মীদের ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ৷

জানা গিয়েছে, টুইটার ইন্ডিয়ার প্রায় 200 জন কর্মীর মধ্যে অনেকেই আজ সকালে উঠে দেখেন যে, তাঁদের অফিসিয়াল ই-মেল এবং অভ্যন্তরীণ স্ল্যাক ও গ্রুপ চ্যাটে তাঁরা অ্যাক্সেস হারিয়েছেন ৷ টুইটার ইন্ডিয়াতে চাকরি হারিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেছেন যে, শুক্রবার যখন তাঁরা বাড়ি থেকে তাঁদের সিস্টেমে লগ ইন করেন, (টুইটার এখনও ওয়ার্ক ফ্রম হোম মোডে রয়েছে), তখন তাঁদের অ্যাক্সেস অস্বীকার করা হয়েছে । তাঁরা বলেন, "এখন আমরা ই-মেলের জন্য অপেক্ষা করছি, যেখানে সাবজেক্ট লাইনে লেখা থাকবে 'যদি আপনার কর্মসংস্থান প্রভাবিত হয়, তাহলে আপনি আপনার ব্যক্তিগত ই-মেলের মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলির জন্য একটি নোটিশ পাবেন ', ছেড়ে যাওয়ার সময় কী বেতন, ইত্যাদি সম্পর্কে আমরা কিছুই জানি না...৷"

আরও পড়ুন: দেশজুড়ে সাময়িক অচল টুইটার, লগইন সমস্যায় জেরবার গ্রাহকরা

যাঁরা এখনও টুইটার ইন্ডিয়ার সঙ্গে রয়েছেন, তাঁরা পরের রাউন্ডে তাঁদের চাকরি হারানোর আশঙ্কায় প্রমাদ গুনছেন ৷ এক কর্মী বললেন, "আমাদের থেকে নিস্তার পাওয়ার জন্য এটি সবচেয়ে অমানবিক উপায়গুলির মধ্যে একটি । টুইটার ইন্ডিয়াতে এত বছর অতিবাহিত করার পরেও, মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷"

মাস্ক গত সপ্তাহে নতুন সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার পরে টুইটারের স্ল্যাক এবং চ্যাট গ্রুপগুলিতে কর্মচারীরা তাঁদের সিনিয়র এক্সিকিউটিভদের কাছ থেকে অভ্যন্তরীণ যোগাযোগের যে অভাব রয়েছে সে সম্পর্কে অভিযোগ করেছিলেন । নতুন সিইও তাঁর কোম্পানির 7,600 কর্মীর মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় 3,800 কর্মী কমানোর লক্ষ্যমাত্রা রেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.