নয়াদিল্লি, 5 জুন : উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে নীল টিক চিহ্ন যুক্ত ভেরিফায়েড ব্যাজ সরিয়ে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ফিরিয়ে দেওয়া হল ।
এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে । আর সেই কারণেই টুইটার কর্তৃপক্ষ উপরাষ্ট্রপতির ব্যক্তিগত হ্যান্ডেলটি থেকে নীল টিক চিহ্ন সরানোর সিদ্ধান্ত নিয়েছিল ।
তবে ঘণ্টাখানেকের মধ্যেই সেই ব্লু টিক আবার ফিরিয়ে দেয় টুইটার কর্তৃপক্ষ । সংস্থার মুখপাত্র জানিয়েছেন, 2020 সালের জুলাই মাস থেকে বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল অব্যবহৃত রয়ে গিয়েছে । আমাদের ভেরিফিকেশন পলিসি অনুযায়ী, যদি কোনও অ্যাকাউন্ট অব্যবহৃত পড়ে থাকে, সেগুলির ব্লু টিক যুক্ত ভেরিফায়েড ব্যাজ ও ভেরিফায়েড স্ট্যাটাস সরিয়ে নেওয়া হয় । তবে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্টের ব্লু টিক ।