নয়াদিল্লি, 5 জুন : উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের (@MVenkaiahNaidu) থেকে নীল টিক চিহ্ন যুক্ত ভেরিফায়েড ব্যাজ সরিয়ে নিল টুইটার । তবে উপরাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে (@VPSecretariat) এখনও নীল টিক চিহ্ন রয়েছে ।
কেন ভেরিফায়েড ব্যাজ সরিয়ে নেওয়া হল উপরাষ্ট্রপতির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে ?
অন্য কোনও কারণ নয় । এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে । আর সেই কারণেই টুইটার কর্তৃপক্ষ উপরাষ্ট্রপতির ব্যক্তিগত হ্যান্ডেলটি থেকে নীল টিক চিহ্ন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
উপরাষ্ট্রপতির দফতর থেকে জানানো হয়েছে, "বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল ছয় মাস ধরে অব্যবহৃত রয়েছে । সেই কারণেই সরিয়ে নেওয়া হয়েছে ভেরিফায়েড ব্লু টিক চিহ্ন ।"
এদিকে বিজেপি নেতা সুরেশ নাখুয়া এই বিষয়টি নিয়ে বেজায় চটেছেন । নিজের ক্ষোভও উগরে দিয়েছেন টুইটারে । ঘটনাটিকে ভারতীয় সংবিধানের উপর আক্রমণ বলে মনে করছেন বিজেপি নেতা ।