ETV Bharat / bharat

Twitter India: টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরলেন মণীশ মাহেশ্বরী - Manish Maheshwari moving in to US-Based Role

মাস দুয়েক আগে টুইটারের দিল্লি ও গুরগাঁওয়ের অফিসে হানা দেয় দিল্লি পুলিশ ৷ যার পর টুইটার মন্তব্য করে, আমরা আমাদের কোম্পানির ভারতের কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ৷

s
s
author img

By

Published : Aug 13, 2021, 6:05 PM IST

Updated : Aug 13, 2021, 7:41 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট : টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরানো হল মণীশ মাহেশ্বরীকে ৷ আমেরিকায় সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হল তাঁকে ৷ শুক্রবার একথা জানালেন টুইটারের জাপান ও এশিয়া প্যাসেফিকের প্রধান ইউ সাসামোতো ৷

মনীশ মাহেশ্বরী টুইটার ইন্ডিয়ার দায়িত্বে থাকাকালীন একাধিক বিতর্কে জরিয়েছে টুইটার ৷ কেন্দ্রীয় সরকার যেমন একাধিক বিষয়ে টুইটারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে, তেমনই কম হলেও বিরোধীরাও দুষেছে এই সোশাল মিডিয়া কোম্পানিকে ৷ সাম্প্রতিকালে একটি ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের রোষের মুখে পড়তে হয় টুইটার ইন্ডিয়ার প্রধান মণীশ মাহেশ্বরীকে ৷ উত্তরপ্রদেশ পুলিশ সমন পাঠায় মাহেশ্বরীর নামে ৷ যদিও আদালত অভিযোগ খারিজ করে ৷ অতি সম্প্রতি রাহুল গাঁধির টুইটার অ্যাকাউন্ট ‘লক্‌ড’ হয় । এর পর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয় সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডল। দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতার উপরেও নিষেধাজ্ঞার কোপ নেমে আসে । এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ অন্য নেটমাধ্যমগুলিতে প্রচার শুরু করে কংগ্রেস নেতৃত্ব। টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তোলে কংগ্রেস।

আরও পড়ুন: Rahul Gandhi : মোদি সরকারের নির্দেশে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে টুইটার, ক্ষোভ রাহুলের

মাস দুয়েক আগে কোম্পানির ভারতের কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে বলে জানায় টুইটার ৷ এই মন্তব্য করা হয় টুইটারের দিল্লি ও গুরগাঁওয়ের অফিসে দিল্লি পুলিশি হানা দেওয়ার পর ৷ যার আগে বেশ কয়েকজন বিজেপি নেতা বিভিন্ন ইস্যুতে টুইটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ৷ টুইটারে তখন বিবৃতি দেয়, আমরা সাধারণ মানুষকে যে বাক স্বাধীনতা দিই তার উপর আঘাত আনা হচ্ছে ৷

নয়াদিল্লি, 13 অগস্ট : টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরানো হল মণীশ মাহেশ্বরীকে ৷ আমেরিকায় সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হল তাঁকে ৷ শুক্রবার একথা জানালেন টুইটারের জাপান ও এশিয়া প্যাসেফিকের প্রধান ইউ সাসামোতো ৷

মনীশ মাহেশ্বরী টুইটার ইন্ডিয়ার দায়িত্বে থাকাকালীন একাধিক বিতর্কে জরিয়েছে টুইটার ৷ কেন্দ্রীয় সরকার যেমন একাধিক বিষয়ে টুইটারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে, তেমনই কম হলেও বিরোধীরাও দুষেছে এই সোশাল মিডিয়া কোম্পানিকে ৷ সাম্প্রতিকালে একটি ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের রোষের মুখে পড়তে হয় টুইটার ইন্ডিয়ার প্রধান মণীশ মাহেশ্বরীকে ৷ উত্তরপ্রদেশ পুলিশ সমন পাঠায় মাহেশ্বরীর নামে ৷ যদিও আদালত অভিযোগ খারিজ করে ৷ অতি সম্প্রতি রাহুল গাঁধির টুইটার অ্যাকাউন্ট ‘লক্‌ড’ হয় । এর পর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয় সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডল। দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতার উপরেও নিষেধাজ্ঞার কোপ নেমে আসে । এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ অন্য নেটমাধ্যমগুলিতে প্রচার শুরু করে কংগ্রেস নেতৃত্ব। টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তোলে কংগ্রেস।

আরও পড়ুন: Rahul Gandhi : মোদি সরকারের নির্দেশে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে টুইটার, ক্ষোভ রাহুলের

মাস দুয়েক আগে কোম্পানির ভারতের কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে বলে জানায় টুইটার ৷ এই মন্তব্য করা হয় টুইটারের দিল্লি ও গুরগাঁওয়ের অফিসে দিল্লি পুলিশি হানা দেওয়ার পর ৷ যার আগে বেশ কয়েকজন বিজেপি নেতা বিভিন্ন ইস্যুতে টুইটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ৷ টুইটারে তখন বিবৃতি দেয়, আমরা সাধারণ মানুষকে যে বাক স্বাধীনতা দিই তার উপর আঘাত আনা হচ্ছে ৷

Last Updated : Aug 13, 2021, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.