ETV Bharat / bharat

Twitter Goes Frenzy: আফগানিস্তান-পাকিস্তান ছাড়িয়ে কেঁপে উঠল উত্তর ভারত, টুইটারে মজার ভিডিয়ো - টুইটারে মজার ভিডিয়ো

ভূমিকম্পের তীব্রতা পৌঁছেছে ভারতেও ৷ কম্পনের রেশ বজায় ছিল প্রায় 2 মিনিট ৷ কিন্তু তার মধ্য়েও রসিকতা করতে ছাড়লেন না অনেকে ৷ একদিকে যেমন আতঙ্কের ছবি সামনে এসেছে, তেমনই মজার মজার ভিডিয়ো পোস্ট হয়েছে টুইটারে (North India Earthquake vidoes in Twitter) ৷

North India Earthquake
ভূমিকম্পে উত্তর ভারত
author img

By

Published : Mar 22, 2023, 11:04 AM IST

নয়াদিল্লি, 22 মার্চ: শক্তিশালী ভূমিকম্পের রেশ পৌঁছল ভারতে ৷ মঙ্গলবার রাতে আফগানিস্তান-পাকিস্তানে হওয়া ভূকম্পন অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ৷ কম্পনের রেশ থেকে গিয়েছিল কমবেশি 2 মিনিট ৷ হঠাৎ এই কম্পন বুঝতে পেরে মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ৷ আতঙ্কে দৌড়তে থাকেন অনেকে ৷ কিন্তু এই সময়ের মধ্যেও একের পর এক মজার ভিডিয়ো পোস্ট হল টুইটারে ৷

মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্রস্থলটি আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের জুর্মের 40 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত ৷ এটি পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকা ৷ সংবাদসেস্থা পিটিআইয়ের মতে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.8 ৷ মাটির 188 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷ আর তা আফগানিস্তান-পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে ৷ কেঁপে ওঠে দিল্লির এনসিআর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ৷

টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুরুগ্রাম ও নয়ডা সোসাইটির বাসিন্দারা বহুতল আবাসন থেকে দৌড়ে বেরিয়ে আসছেন ৷ আতঙ্কের মধ্যে রাস্তায় খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ ৷ কোনও ভিডিয়োয় আবার সিলিং ফ্যান থেকে শুরু করে ঘরের আলো দোলার দৃশ্য ধরা পড়েছে ৷ জম্মু-কাশ্মীর ও রাজস্থানেও এই কম্পনের তীব্রতা ছড়িয়ে পড়েছিল ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের এক পড়ুয়া ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে হস্টেলের বাইরে পড়ুয়ারা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ৷ কম্পনের সময় গুরুগ্রামের এক বাসিন্দা তাঁর বহুতলের অনেকগুলি সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন ৷ সেই ঘটনাও জানা যায় ভিডিয়ো থেকে ।

এই ভয়াবহ পরিস্থিতিকেও কয়েকজন উপভোগ করেছেন বলেই মনে হচ্ছে ৷ তাঁরা মজার মিম পোস্ট করেছেন টুইটারে ৷ এক টুইটারেট্টি মহাতারকা রজনীকান্তের একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, "দিল্লি, এনসিআরের মানুষদের কাছে ভগবান এসেছে ৷ কেমন ? হিলিয়ে দিলাম না !" আরেকজন একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন ৷ সেখানে বহু মানুষকে দৌড়তে দেখা যাচ্ছে ৷ এর ক্যাপশনে লেখা, "দিল্লিতে ভূমিকম্প হয়েছে এটা নিশ্চিত করতে মানুষ টুইটারের দিকে ছুটে যাচ্ছে ৷"

  • I love Twitter after a tremor. It’s all “earthquake” “shaking” “hil gaye” 😆

    — Omar Abdullah (@OmarAbdullah) March 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাও এই রসিকতা থেকে বাদ যাননি ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "একটা কম্পনের পর আমার টুইটারকে ভালো লাগছে ৷ এই ভূমিকম্প 'হিল গয়া'কে কাঁপিয়ে দিয়েছে ৷" অন্যদিকে, দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা অ্যাসোসিয়েশন টুইটারের মাধ্যমে সাধারণ মানুষক সতর্ক করে ৷

আরও পড়ুন: 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

নয়াদিল্লি, 22 মার্চ: শক্তিশালী ভূমিকম্পের রেশ পৌঁছল ভারতে ৷ মঙ্গলবার রাতে আফগানিস্তান-পাকিস্তানে হওয়া ভূকম্পন অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ৷ কম্পনের রেশ থেকে গিয়েছিল কমবেশি 2 মিনিট ৷ হঠাৎ এই কম্পন বুঝতে পেরে মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ৷ আতঙ্কে দৌড়তে থাকেন অনেকে ৷ কিন্তু এই সময়ের মধ্যেও একের পর এক মজার ভিডিয়ো পোস্ট হল টুইটারে ৷

মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্রস্থলটি আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের জুর্মের 40 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত ৷ এটি পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকা ৷ সংবাদসেস্থা পিটিআইয়ের মতে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.8 ৷ মাটির 188 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷ আর তা আফগানিস্তান-পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে ৷ কেঁপে ওঠে দিল্লির এনসিআর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ৷

টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুরুগ্রাম ও নয়ডা সোসাইটির বাসিন্দারা বহুতল আবাসন থেকে দৌড়ে বেরিয়ে আসছেন ৷ আতঙ্কের মধ্যে রাস্তায় খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ ৷ কোনও ভিডিয়োয় আবার সিলিং ফ্যান থেকে শুরু করে ঘরের আলো দোলার দৃশ্য ধরা পড়েছে ৷ জম্মু-কাশ্মীর ও রাজস্থানেও এই কম্পনের তীব্রতা ছড়িয়ে পড়েছিল ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের এক পড়ুয়া ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে হস্টেলের বাইরে পড়ুয়ারা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ৷ কম্পনের সময় গুরুগ্রামের এক বাসিন্দা তাঁর বহুতলের অনেকগুলি সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন ৷ সেই ঘটনাও জানা যায় ভিডিয়ো থেকে ।

এই ভয়াবহ পরিস্থিতিকেও কয়েকজন উপভোগ করেছেন বলেই মনে হচ্ছে ৷ তাঁরা মজার মিম পোস্ট করেছেন টুইটারে ৷ এক টুইটারেট্টি মহাতারকা রজনীকান্তের একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, "দিল্লি, এনসিআরের মানুষদের কাছে ভগবান এসেছে ৷ কেমন ? হিলিয়ে দিলাম না !" আরেকজন একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন ৷ সেখানে বহু মানুষকে দৌড়তে দেখা যাচ্ছে ৷ এর ক্যাপশনে লেখা, "দিল্লিতে ভূমিকম্প হয়েছে এটা নিশ্চিত করতে মানুষ টুইটারের দিকে ছুটে যাচ্ছে ৷"

  • I love Twitter after a tremor. It’s all “earthquake” “shaking” “hil gaye” 😆

    — Omar Abdullah (@OmarAbdullah) March 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাও এই রসিকতা থেকে বাদ যাননি ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "একটা কম্পনের পর আমার টুইটারকে ভালো লাগছে ৷ এই ভূমিকম্প 'হিল গয়া'কে কাঁপিয়ে দিয়েছে ৷" অন্যদিকে, দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা অ্যাসোসিয়েশন টুইটারের মাধ্যমে সাধারণ মানুষক সতর্ক করে ৷

আরও পড়ুন: 128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.