ETV Bharat / bharat

Twin Sisters Married Same Man: একই পাত্রের সঙ্গে সোলাপুরে বিয়ের পিঁড়িতে যমজ বোন, দায়ের হল অভিযোগ - Twin Sisters Married Same Man

পাত্র একজন তবে কনে দু'জন ৷ যমোজ বোনের সঙ্গে সারলেন বিয়ে (Twin Sisters Married Same Man) ৷ এমন ঘটনার ভিডিয়োই মুহূর্তে ভাইরাল সোশ্যালে ৷

Twin Sisters Married Same Man
Twin Sisters Married Same Man
author img

By

Published : Dec 4, 2022, 6:12 PM IST

সোলাপুর, 4 ডিসেম্বর: একত্রে যমজ বোনের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন সময় নজর কেড়েছে মানুষের ৷ তবে সম্প্রতি মহারাষ্ট্র এমন একটি ঘটনার সাক্ষী থাকল, যা হয়তো এই প্রথমবার ৷ অদ্ভুত এক বিবাহ অনুষ্ঠানের ঘটনা ঘটল মহারাষ্ট্রের সোলাপুর (Solapur) জেলায়, যেখানে একজন পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে যমজ বোন ৷ দুই বোনই একই সংস্থার তথ্য প্রযুক্তি কর্মী ৷ কেবল একসঙ্গে চাকরি করেই ক্ষান্ত থাকা নয়, তারা বিয়েও সারলেন একই পাত্রকে ৷ আর সবচেয়ে আশ্চর্যের বিষয় পাত্র ৷ তাঁরা দুই বোন বিয়ে করলেন একই ব্যক্তিকে (Twin sisters married same man) ৷

শুক্রবার মালশিরাস তহসিলে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানটি ৷ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিয়ের ভিডিয়োটি । কিন্তু বিয়ে করে রক্ষে হয় কই ৷ বিয়ের পর অভিযোগ দায়ের হয়েছে আকলুজ থানায় পাত্রের বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা 494 (স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় আবার বিয়ে করা) এর অধীনে মামলাটি করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজগীর মহোৎসবে নজর কাড়ছে পাগলাবাবার চায়ের স্টল

জানা গিয়েছে, যমজ বোনকে বিয়ে করা ওই ব্যক্তির বয়স 36 বছর। জানা গিয়েছে, বর ও কনে দু'পক্ষের সম্মতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনকয়েক আগে মেয়েদু'টির বাবা মারা গিয়েছেন ৷ তারপর মেয়েরা থাকতেন মায়ের সঙ্গেই ।

সোলাপুর, 4 ডিসেম্বর: একত্রে যমজ বোনের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন সময় নজর কেড়েছে মানুষের ৷ তবে সম্প্রতি মহারাষ্ট্র এমন একটি ঘটনার সাক্ষী থাকল, যা হয়তো এই প্রথমবার ৷ অদ্ভুত এক বিবাহ অনুষ্ঠানের ঘটনা ঘটল মহারাষ্ট্রের সোলাপুর (Solapur) জেলায়, যেখানে একজন পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে যমজ বোন ৷ দুই বোনই একই সংস্থার তথ্য প্রযুক্তি কর্মী ৷ কেবল একসঙ্গে চাকরি করেই ক্ষান্ত থাকা নয়, তারা বিয়েও সারলেন একই পাত্রকে ৷ আর সবচেয়ে আশ্চর্যের বিষয় পাত্র ৷ তাঁরা দুই বোন বিয়ে করলেন একই ব্যক্তিকে (Twin sisters married same man) ৷

শুক্রবার মালশিরাস তহসিলে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানটি ৷ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিয়ের ভিডিয়োটি । কিন্তু বিয়ে করে রক্ষে হয় কই ৷ বিয়ের পর অভিযোগ দায়ের হয়েছে আকলুজ থানায় পাত্রের বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা 494 (স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় আবার বিয়ে করা) এর অধীনে মামলাটি করা হয়েছে ৷

আরও পড়ুন: রাজগীর মহোৎসবে নজর কাড়ছে পাগলাবাবার চায়ের স্টল

জানা গিয়েছে, যমজ বোনকে বিয়ে করা ওই ব্যক্তির বয়স 36 বছর। জানা গিয়েছে, বর ও কনে দু'পক্ষের সম্মতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনকয়েক আগে মেয়েদু'টির বাবা মারা গিয়েছেন ৷ তারপর মেয়েরা থাকতেন মায়ের সঙ্গেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.