কলকাতা, 16 মে : দশ মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রাজ্যে দলের সাংগাঠনিক শক্তি আরও মজবুত করতে কেবল সাধারণ কর্মী হয়েই কাজ করতে চান তিনি ৷ এই মর্মে শনিবার ইস্তফা দিয়েছেন ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যটিতে বিপ্লব দেবের স্থলাভিষিক্ত হয়েছেন ডাঃ মানিক সাহা ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে কি মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন ঘটবে বিপ্লবের ? উত্তর দেবে সময় ৷ তবে আশা হারাচ্ছেন না বিপ্লব-পত্নী নীতি দেব ৷ এ প্রসঙ্গে রবিবার তাঁর একটি টুইট ভাইরাল নেট দুনিয়ায় ৷ বলা ভাল টুইট করে হাসির পাত্র হয়ে উঠলেন নীতি দেব (Tweet of Biplab deb wife went viral as she hopes for miracle) ৷
এদিন ইংরেজিতে একটি টুইট করেন বিপ্লব-পত্নী ৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আশা ছেড়ো না ৷ যখনই তোমার মনে হবে সব শেষ, ঈশ্বর নিশ্চয় অলৌকিক কিছু করবেন ৷ মা ত্রিপুরেশ্বরী সকলের মঙ্গল করুক ৷" টুইটে অলৌকিক শব্দটি বোঝাতে বিপ্লব-পত্নী 'মিরাকল' (Miracle) শব্দটি লিখতে চেয়েছিলেন ৷ পরিবর্তে টুইটে তিনি লেখেন 'মিরাক্কেল' (Mirakkel) | যা নিয়ে নেট দুনিয়ায় হাসির রোল একাংশের মধ্যে ৷
আসলে বাংলার জনপ্রিয় বেতার-শিল্পী মীর আফসর আলি ওরফে মীরের একটি জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল ৷ বহু বছর ধরে যা আনন্দ দিয়ে এসেছে দর্শককে ৷ তাই মিরাকলের পরিবর্তে ভুলবশত মীর সঞ্চালিত সেই কমেডি শো-এর নাম নেওয়ায় ব্যাপক ট্রল হতে হয় নীতি দেবকে ৷ কেউ বিপ্লব-পত্নীর ভুল শুধরে দেন তো আবার মজার ছলে লেখেন, "উনি বোধহয় আমাদের মতই মীরাক্কেলের নতুন সিজনের অপেক্ষায় ৷"
-
Never lose hope.
— Niti Deb (@nitideb) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Just when you think it's over,God sends you a mirakkel. May Maa Tripurasundari ji Bless everyone 🙏🙏 pic.twitter.com/skqrfVrz13
">Never lose hope.
— Niti Deb (@nitideb) May 15, 2022
Just when you think it's over,God sends you a mirakkel. May Maa Tripurasundari ji Bless everyone 🙏🙏 pic.twitter.com/skqrfVrz13Never lose hope.
— Niti Deb (@nitideb) May 15, 2022
Just when you think it's over,God sends you a mirakkel. May Maa Tripurasundari ji Bless everyone 🙏🙏 pic.twitter.com/skqrfVrz13
আরও পড়ুন : বিপ্লব অতীত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ ডাঃ মানিক সাহার
রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানে নয়া মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন বিপ্লব দেব ৷ আর রাজ্যের একাদশ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ডাঃ মানিক সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির উন্নয়নের ধারাকে হাতিয়ার করেই রাজ্যের উন্নতিসাধনে অগ্রসর হবেন তিনি ৷ একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতিতেও নজর দেবেন তিনি ৷ জানিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী ৷