গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ), 14 নভেম্বর: নৃশংসভাবে একটি পথকুকুরকে হত্যার ভিডিয়ো ভাইরাল হল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৷ দুই যুবককে ওই কুকুরটিকে একটি পিলারে চেন দিয়ে ঝুলিয়ে দু’দিক থেকে টানতে দেখা গিয়েছে (Tug of War Kills Stray Dog in Ghaziabad) ৷ নৃশংস সেই দৃশ্য রীতিমতো আঁতকে ওঠার মতো ৷ ঘটনায় গাজিয়াবাদ প্রশাসন ত্রোকিনা সিটি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ ইটিভি ভারত সেই ভিডিয়ো বা দৃশ্যের সত্যতা যাচাই করেনি ৷
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দুই যুবককে নৃশংসভাবে একটি কুকুরকে মারতে দেখা গিয়েছে ৷ আর তৃতীয় এক যুবক সেখানে দাঁড়িয়ে তা দেখছেন ৷ জানা গিয়েছে, ঘটনাটি গাজিয়াবাদের এলাইচিপুর এলাকায় ঘটেছে ৷ একটি দেওয়ালের পিলারের সঙ্গে চেন দিয়ে কুকুরটিকে ঝুলিয়ে রাখতে দেখা গেছে ৷ শুধু তাই নয়, একটি মোটা দড়ি কুকুরটার গলায় বাঁধা ৷ আর গায়ের জোরে দু’দিক থেকে দড়িটা টানছেন তাঁরা ৷
আরও পড়ুন: দোকানদারের রহস্যমৃত্যু, দেহ মিলল ফ্রিজারে
সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই, শোরগোল পড়ে গিয়েছে ৷ ঘটনার নিন্দা করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ৷ পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে উঠেছে যে, চাপের মুখে পড়ে গাজিয়াবাদ প্রশাসন স্থানীয় ত্রোনিকা সিটি পুলিশকে জরুরি ভত্তিতি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ৷ তবে, এই নৃশংস ঘটনা ঘটানোর পিছনে কী কারণ ছিল অভিযুক্তদের, তা জানা যায়নি ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ৷