ETV Bharat / bharat

TRS MLC Kavitha Slams BJP: সরকারকে ফেলতে ষড়যন্ত্র করছে কেন্দ্র, মোদিকে নিশানা টিআরএস-এর কবিতার - Narendra Modi

সরকারকে (Telangana govt) ফেলে দিতে ষড়যন্ত্র করছে কেন্দ্র (TRS MLC Kavitha Slams BJP)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে এমনই অভিযোগ করলেন টিআরএস-এর বিধান পরিষদের সদস্য কে কবিতা (K Kavitha)৷

TRS MLC Kavitha slams BJP, says PM Modi scheming against Telangana govt
সরকারকে ফেলতে ষড়যন্ত্র করছে কেন্দ্র, মোদিকে নিশানা টিআরএস-এর কবিতার
author img

By

Published : Dec 1, 2022, 12:30 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে (Telangana govt) ফেলে দেয় নরেন্দ্র মোদির সরকার (TRS MLC Kavitha Slams BJP)৷ এমনই অভিযোগ করলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধান পরিষদের সদস্য তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha)৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, 8 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে এক এক করে 9টি রাজ্যের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ৷

তিনি বলেছেন, "দেশের প্রতিটা শিশুও এখন জানে, ভোটমুখী রাজ্যগুলিতে এখন প্রধানমন্ত্রীর আগে পৌঁছে যায় ইডি ৷ এটাই তেলাঙ্গানাতে ঘটেছে ৷" তাঁর কথায়, "সামনের বছর আমাদের রাজ্যে নির্বাচন ৷ তাই এটা আমাদের সঙ্গে ঘটছে ৷ এই একই জিনিস হয়েছে অন্য়ান্য রাজ্যের ক্ষেত্রেও ৷ আমরা তাদের (ইডি) স্বাগত জানিয়েছি ৷ তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব ৷ এখনও বিজেপি এই সস্তা কৌশল খেলে যাচ্ছে ৷"

আরও পড়ুন: 'বিধায়ক কেনাবেচা', বিজেপি নেতাকে নোটিশ সিটের

সরাসরি প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিশানা করে কবিতা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদি আমাদের সংশোধনাগারে ঢোকাতে পারেন, তবে আমরা সেখান থেকেও মানুষের জন্য কাজ করে যাব এবং বিজেপির ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ৷ সরকারকে ফেলে দিতে ওদের ষড়যন্ত্র আমরা প্রকাশ্যে তুলে ধরেছি, আর তেলাঙ্গানার জনগণও তার সাক্ষী ৷"

দিল্লি আবগারি নীতি (Liquor Scam in Delhi) মামলায় ইডির রিমান্ড রিপোর্টে (Remand Report) নাম রয়েছে কে কবিতার ৷ এরপরই কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগে সরব হন তিনি ৷ এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও তদন্তের জন্য তৈরি আছেন ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, "মোদিজি, ইডি, সিবিআই, আয়কর দফতরকে ব্যবহার করে নির্বাচনে জেতাটা ঠিক নয় ৷"

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে (Telangana govt) ফেলে দেয় নরেন্দ্র মোদির সরকার (TRS MLC Kavitha Slams BJP)৷ এমনই অভিযোগ করলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধান পরিষদের সদস্য তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha)৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, 8 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে এক এক করে 9টি রাজ্যের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ৷

তিনি বলেছেন, "দেশের প্রতিটা শিশুও এখন জানে, ভোটমুখী রাজ্যগুলিতে এখন প্রধানমন্ত্রীর আগে পৌঁছে যায় ইডি ৷ এটাই তেলাঙ্গানাতে ঘটেছে ৷" তাঁর কথায়, "সামনের বছর আমাদের রাজ্যে নির্বাচন ৷ তাই এটা আমাদের সঙ্গে ঘটছে ৷ এই একই জিনিস হয়েছে অন্য়ান্য রাজ্যের ক্ষেত্রেও ৷ আমরা তাদের (ইডি) স্বাগত জানিয়েছি ৷ তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব ৷ এখনও বিজেপি এই সস্তা কৌশল খেলে যাচ্ছে ৷"

আরও পড়ুন: 'বিধায়ক কেনাবেচা', বিজেপি নেতাকে নোটিশ সিটের

সরাসরি প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিশানা করে কবিতা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদি আমাদের সংশোধনাগারে ঢোকাতে পারেন, তবে আমরা সেখান থেকেও মানুষের জন্য কাজ করে যাব এবং বিজেপির ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ৷ সরকারকে ফেলে দিতে ওদের ষড়যন্ত্র আমরা প্রকাশ্যে তুলে ধরেছি, আর তেলাঙ্গানার জনগণও তার সাক্ষী ৷"

দিল্লি আবগারি নীতি (Liquor Scam in Delhi) মামলায় ইডির রিমান্ড রিপোর্টে (Remand Report) নাম রয়েছে কে কবিতার ৷ এরপরই কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগে সরব হন তিনি ৷ এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও তদন্তের জন্য তৈরি আছেন ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, "মোদিজি, ইডি, সিবিআই, আয়কর দফতরকে ব্যবহার করে নির্বাচনে জেতাটা ঠিক নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.