ETV Bharat / bharat

Tripura CM Announces Mission 2023: বিরোধী শূন্য বিধানসভার লক্ষ্যে 'মিশন 2023' ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর - মানিক সাহা

বিরোধী শূন্য বিধানসভার লক্ষ্যে মিশন 2023 (Tripura CM Announces Mission 2023) ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)৷ 60টি বিধানসভা আসনের সবকটি আসনেই জেতার লক্ষ্যে লড়াই চালাবেন বলে জানালেন তিনি ৷

Tripura CM Manik Saha Announces Mission 2023
বিরোধী শূন্য বিধানসভার লক্ষ্যে মিশন 2023 ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Nov 2, 2022, 1:21 PM IST

আগরতলা, 2 নভেম্বর: 'মিশন 2023' (Tripura CM Announces Mission 2023) ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 60টি আসনেই জয়লাভ করার লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)৷ আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)।

মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার ধলাই জেলার চামানু বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির 'জন আশীর্বাদ যাত্রা'-তে যোগ দিতে গিয়েছিলেন । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন যে, সরকার অনেক কাজ করেছে, যা উদ্বোধন করতেই দুই বছরেরও বেশি সময় লাগবে । তিনি বলেন, "অল্প সময়ের মধ্যে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি কিন্তু উদ্বোধনের সময় নেই । 2018 সালের আগে বামফ্রন্ট সরকার ছিল এবং আমরা যা দেখেছি, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে । বছরের পর বছর আমরা রাজনৈতিক সন্ত্রাস, সাধারণ মানুষের উপর হামলা ইত্যাদির পরিবেশ দেখেছি ৷"

তৎকালীন বামফ্রন্ট সরকারকে দোষারোপ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তাদের আমলে স্বজন পোষণ ছিল । মানিকের কথায়, "বামফ্রন্ট সরকারের আমলে চাকরি, কর্মকর্তাদের বদলি ইত্যাদি ক্ষেত্রে স্বজনপ্রীতি ছিল । যাঁরা সিপিআইএম-এর মিছিলে অংশ নেবেন না, তাঁরা চাকরি পাবেন না । কিন্তু সমাবেশে অংশগ্রহণ করে চাকরি পাওয়ার পরও শেষ পর্যন্ত হাইকোর্টের আদেশে চাকরি হারাতে হয়েছে । 10,323 জন শিক্ষকের বরখাস্ত হওয়ার জন্য দায়ী বামফ্রন্ট । তারা নিয়ম না মেনে চাকরি দিয়েছে এবং স্বজনপ্রীতি একটি বড় কারণ ৷"

আরও পড়ুন: গণধর্ষণে নাম জড়ানো বিজেপি মন্ত্রীর ছেলের সমর্থনে গেরুয়াশিবির

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, 2018 সালের পরে এখনও পর্যন্ত সমস্ত চাকরি স্বচ্ছ উপায়ে দেওয়া হয়েছে । তাঁর দাবি, "আমাদের মূল উদ্দেশ্য স্বচ্ছতা । আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশনে বিজেপির নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার 'প্রতিটি ঘরে সুশাসন' পৌঁছে দিতে চায় । এই লক্ষ্যেই সরকার 'প্রতি ঘরে ঘরে সুশাসন' প্রচার কর্মসূচি হাতে নিয়েছে । কিন্তু শারদীয়ার উৎসব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কর্মসূচিতে কিছুটা প্রভাব পড়ে । তাই রাজ্য মন্ত্রিসভা এই কর্মসূচিকে 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷"

সিপিআইএম-কে কটাক্ষ করে এ দিন মানিক সাহা বলেন, "অনেকবার বিরোধীরা অভিযোগ করেছে যে গণতন্ত্র না থাকায় তারা দলীয় অনুষ্ঠান করতে যেতে পারে না । কিন্তু আপনি দেখুন, গণতন্ত্র নেই দাবি করেও তারা এত অনুষ্ঠান করেছে । তাদের সময়ে মানুষ দুর্ভোগে পড়েছে । এখন মানুষ স্বাধীনভাবে শ্বাস নিতে পারে । আমাদের মিশন 23 পূর্ণ করতে হবে এবং আবার সরকার গঠনের জন্য 60টি আসনের মধ্যে 60 টিতেই জিততে হবে ৷"

আগরতলা, 2 নভেম্বর: 'মিশন 2023' (Tripura CM Announces Mission 2023) ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 60টি আসনেই জয়লাভ করার লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)৷ আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)।

মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার ধলাই জেলার চামানু বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির 'জন আশীর্বাদ যাত্রা'-তে যোগ দিতে গিয়েছিলেন । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন যে, সরকার অনেক কাজ করেছে, যা উদ্বোধন করতেই দুই বছরেরও বেশি সময় লাগবে । তিনি বলেন, "অল্প সময়ের মধ্যে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি কিন্তু উদ্বোধনের সময় নেই । 2018 সালের আগে বামফ্রন্ট সরকার ছিল এবং আমরা যা দেখেছি, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে । বছরের পর বছর আমরা রাজনৈতিক সন্ত্রাস, সাধারণ মানুষের উপর হামলা ইত্যাদির পরিবেশ দেখেছি ৷"

তৎকালীন বামফ্রন্ট সরকারকে দোষারোপ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তাদের আমলে স্বজন পোষণ ছিল । মানিকের কথায়, "বামফ্রন্ট সরকারের আমলে চাকরি, কর্মকর্তাদের বদলি ইত্যাদি ক্ষেত্রে স্বজনপ্রীতি ছিল । যাঁরা সিপিআইএম-এর মিছিলে অংশ নেবেন না, তাঁরা চাকরি পাবেন না । কিন্তু সমাবেশে অংশগ্রহণ করে চাকরি পাওয়ার পরও শেষ পর্যন্ত হাইকোর্টের আদেশে চাকরি হারাতে হয়েছে । 10,323 জন শিক্ষকের বরখাস্ত হওয়ার জন্য দায়ী বামফ্রন্ট । তারা নিয়ম না মেনে চাকরি দিয়েছে এবং স্বজনপ্রীতি একটি বড় কারণ ৷"

আরও পড়ুন: গণধর্ষণে নাম জড়ানো বিজেপি মন্ত্রীর ছেলের সমর্থনে গেরুয়াশিবির

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, 2018 সালের পরে এখনও পর্যন্ত সমস্ত চাকরি স্বচ্ছ উপায়ে দেওয়া হয়েছে । তাঁর দাবি, "আমাদের মূল উদ্দেশ্য স্বচ্ছতা । আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশনে বিজেপির নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার 'প্রতিটি ঘরে সুশাসন' পৌঁছে দিতে চায় । এই লক্ষ্যেই সরকার 'প্রতি ঘরে ঘরে সুশাসন' প্রচার কর্মসূচি হাতে নিয়েছে । কিন্তু শারদীয়ার উৎসব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কর্মসূচিতে কিছুটা প্রভাব পড়ে । তাই রাজ্য মন্ত্রিসভা এই কর্মসূচিকে 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷"

সিপিআইএম-কে কটাক্ষ করে এ দিন মানিক সাহা বলেন, "অনেকবার বিরোধীরা অভিযোগ করেছে যে গণতন্ত্র না থাকায় তারা দলীয় অনুষ্ঠান করতে যেতে পারে না । কিন্তু আপনি দেখুন, গণতন্ত্র নেই দাবি করেও তারা এত অনুষ্ঠান করেছে । তাদের সময়ে মানুষ দুর্ভোগে পড়েছে । এখন মানুষ স্বাধীনভাবে শ্বাস নিতে পারে । আমাদের মিশন 23 পূর্ণ করতে হবে এবং আবার সরকার গঠনের জন্য 60টি আসনের মধ্যে 60 টিতেই জিততে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.