ETV Bharat / bharat

Tripura Assembly Election 2023: ত্রিপুরায় ত্রিমুখী লড়াই, দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 51.35 শতাংশ - তিপরা মোথা

আজ ত্রিপুরার মসনদ দখলের লড়াই ৷ 2018 সালে উত্তর-পূর্বের এই রাজ্যটিকে সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি ৷ বৃহস্পতিবার বিরোধী পক্ষে বাম-কংগ্রেস জোট, তিপ্রা মোথা আর তৃণমূল কংগ্রেস ৷ তবে চর্চায় এগিয়ে মোথাই (Tripura Assembly polls Triangular contest between BJP Cong CPIM and Tipra Motha) ৷

Tripura Election
ত্রিপুরা বিধানসভা নির্বাচন
author img

By

Published : Feb 16, 2023, 7:01 AM IST

Updated : Feb 16, 2023, 2:21 PM IST

আগরতলা, 16 ফেব্রুয়ারি: আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচন ৷ প্রায় 28 লক্ষ ভোটার উত্তর-পূর্বের আদিবাসী জনজাতি অধ্যুষিত এই ছোট্ট রাজ্যের ভাগ্য নির্ধারণ করবেন ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু৷ 60টি বিধানসভা আসনে 259 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ বিজেপিশাসিত রাজ্যটিতে আজ মসনদ দখলের লড়াইয়ে বিজেপি তো আছেই ৷ এছাড়া সিপিএম, কংগ্রেস, তিপ্রা মোথা আর তৃণমূল কংগ্রেসও প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে ৷ একসময় একে-অপরের প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেসের মধ্যে আংশিক বোঝাপড়া হয়েছে ৷ অন্যদিকে, শেষ মুহূর্তে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আইপিটিএফ (Indigenous People's Front of Tripura, IPTF) ৷ তিপ্রা মোথা কোনও দলের সঙ্গে বোঝাপড়ায় যায়নি ৷ ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার (Tipraha Indigenous Progressive Regional Alliance) নেতৃত্বে তিপ্রা মোথার দাবি আদিবাসীদের জন্য আলাদা 'গ্রেটার তিপরা রাজ্য' (greater tipraland) ৷ এই দাবিকে সামনে রেখেই তাঁরা ভোটে লড়ছে ৷ কে বসবে ত্রিপুরার সিংহাসনে ? জানা যাবে 2 মার্চ ভোটগণনার দিনে ৷ নজরকাড়া প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির (মুখ্যমন্ত্রী) ডাঃ মানিক সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মণ, মোথার প্রদ্যোত কিশোর ৷ কিন্তু প্রার্থী হননি প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ সকাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ভোটদানের হার । সকাল 9 টা পর্যন্ত 14 শতাংশ ভোট পড়েছিল । দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 51.35 শতাংশ।

60টি আসনের মধ্যে কোন দলের কতজন প্রার্থী ?

বিজেপি-আপিএফটি জোট

বিজেপি - 55

আইপিএফটি - 5

বাম-কংগ্রেস জোট

সিপিএম- 47

কংগ্রেস- 13

ফরওয়ার্ড ব্লক- 1

সিপিআই- 1

আরএসপি- 1

তিপরা মোথা- 42

তৃণমূল কংগ্রেস- 28

আরও পড়ুন: রাত পোহালেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

2018 সালের বিধানসভা নির্বাচনে দু'দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা বাম শাসনের অবসান ঘটে ৷ সিপিএমের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ৷ তারপর বিপ্লব দেবের হাত ধরে আদিবাসীদের এই রাজ্যে বিজেপি জমানার সূচনা ৷ পরে মুখ্যমন্ত্রী বদল হয় ৷ দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ এদিকে খবরের শিরোনামে বারে বারেই উঠে আসছে তিপরা মোথার নাম ৷ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণকে নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ 2021 সালের প্রথম দিকে রাজবংশের বর্তমান প্রজন্ম এই দলটি গঠন করেন ৷ দলটি নতুন হলেও বিধানসভা নির্বাচনে আদিবাসী জনজাতিদের স্বার্থরক্ষার লড়াই মূল উদ্দেশ্য ৷ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা মনে করছেন, একসময়ে ত্রিপুরার আদিবাসীরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠের মর্যাদা পেত ৷ এখন এই জনজাতি সংখ্যালঘু হয়ে গিয়েছে ৷ তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, রক্ষা করাই নেতার প্রধান ও একমাত্র উদ্দেশ্য বলে বারে বারে জানিয়েছেন তিনি ৷ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিসট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর (Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC) নির্বাচন হয় 2021 সালের এপ্রিলে ৷ এতে 18টি আসনে জয়ী হয় মোথা ৷ তাই এই নির্বাচনেও দলটি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে ৷ এর আগে পৌরভোটে মাত্র 2টি আসনে জয়ী হয়েছিল ঘাসফুল ৷ বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর দাবি, এই রাজ্যকে বাঁচাতে একমাত্র বিকল্প তৃণমূল ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব দিয়েছেন তিনি ৷ বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় পৌঁছতে গিয়ে ঘাসফুলের নেতাদের গাড়িতে বারে বারে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ তাই বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের স্বার্থরক্ষায় নিবেদিত মোথা, বিজেপি আসার আগে দু'দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাম, তারও আগে কংগ্রেসকে কতটা ধরাশায়ী করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনী ?

আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

আগরতলা, 16 ফেব্রুয়ারি: আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচন ৷ প্রায় 28 লক্ষ ভোটার উত্তর-পূর্বের আদিবাসী জনজাতি অধ্যুষিত এই ছোট্ট রাজ্যের ভাগ্য নির্ধারণ করবেন ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু৷ 60টি বিধানসভা আসনে 259 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ বিজেপিশাসিত রাজ্যটিতে আজ মসনদ দখলের লড়াইয়ে বিজেপি তো আছেই ৷ এছাড়া সিপিএম, কংগ্রেস, তিপ্রা মোথা আর তৃণমূল কংগ্রেসও প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে ৷ একসময় একে-অপরের প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেসের মধ্যে আংশিক বোঝাপড়া হয়েছে ৷ অন্যদিকে, শেষ মুহূর্তে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আইপিটিএফ (Indigenous People's Front of Tripura, IPTF) ৷ তিপ্রা মোথা কোনও দলের সঙ্গে বোঝাপড়ায় যায়নি ৷ ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার (Tipraha Indigenous Progressive Regional Alliance) নেতৃত্বে তিপ্রা মোথার দাবি আদিবাসীদের জন্য আলাদা 'গ্রেটার তিপরা রাজ্য' (greater tipraland) ৷ এই দাবিকে সামনে রেখেই তাঁরা ভোটে লড়ছে ৷ কে বসবে ত্রিপুরার সিংহাসনে ? জানা যাবে 2 মার্চ ভোটগণনার দিনে ৷ নজরকাড়া প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির (মুখ্যমন্ত্রী) ডাঃ মানিক সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মণ, মোথার প্রদ্যোত কিশোর ৷ কিন্তু প্রার্থী হননি প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ সকাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ভোটদানের হার । সকাল 9 টা পর্যন্ত 14 শতাংশ ভোট পড়েছিল । দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 51.35 শতাংশ।

60টি আসনের মধ্যে কোন দলের কতজন প্রার্থী ?

বিজেপি-আপিএফটি জোট

বিজেপি - 55

আইপিএফটি - 5

বাম-কংগ্রেস জোট

সিপিএম- 47

কংগ্রেস- 13

ফরওয়ার্ড ব্লক- 1

সিপিআই- 1

আরএসপি- 1

তিপরা মোথা- 42

তৃণমূল কংগ্রেস- 28

আরও পড়ুন: রাত পোহালেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

2018 সালের বিধানসভা নির্বাচনে দু'দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা বাম শাসনের অবসান ঘটে ৷ সিপিএমের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ৷ তারপর বিপ্লব দেবের হাত ধরে আদিবাসীদের এই রাজ্যে বিজেপি জমানার সূচনা ৷ পরে মুখ্যমন্ত্রী বদল হয় ৷ দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ এদিকে খবরের শিরোনামে বারে বারেই উঠে আসছে তিপরা মোথার নাম ৷ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণকে নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ 2021 সালের প্রথম দিকে রাজবংশের বর্তমান প্রজন্ম এই দলটি গঠন করেন ৷ দলটি নতুন হলেও বিধানসভা নির্বাচনে আদিবাসী জনজাতিদের স্বার্থরক্ষার লড়াই মূল উদ্দেশ্য ৷ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা মনে করছেন, একসময়ে ত্রিপুরার আদিবাসীরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠের মর্যাদা পেত ৷ এখন এই জনজাতি সংখ্যালঘু হয়ে গিয়েছে ৷ তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, রক্ষা করাই নেতার প্রধান ও একমাত্র উদ্দেশ্য বলে বারে বারে জানিয়েছেন তিনি ৷ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিসট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর (Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC) নির্বাচন হয় 2021 সালের এপ্রিলে ৷ এতে 18টি আসনে জয়ী হয় মোথা ৷ তাই এই নির্বাচনেও দলটি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে ৷ এর আগে পৌরভোটে মাত্র 2টি আসনে জয়ী হয়েছিল ঘাসফুল ৷ বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর দাবি, এই রাজ্যকে বাঁচাতে একমাত্র বিকল্প তৃণমূল ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব দিয়েছেন তিনি ৷ বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় পৌঁছতে গিয়ে ঘাসফুলের নেতাদের গাড়িতে বারে বারে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ তাই বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের স্বার্থরক্ষায় নিবেদিত মোথা, বিজেপি আসার আগে দু'দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাম, তারও আগে কংগ্রেসকে কতটা ধরাশায়ী করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনী ?

আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

Last Updated : Feb 16, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.