ETV Bharat / bharat

Mamata Banerjee : মমতার অপেক্ষায় গোয়া, দলের অন্দরে জোরদার প্রস্তুতি শুরু - মমতা বন্দ্যোপাধ্যায়

গোয়ার রাজধানী পানাজিতে একটি অফিসও খুলেছে তৃণমূল । পাশাপাশি গ্রামীণ এলাকায় দলের বার্তা পৌঁছে দিতে আরও একটি অফিস ভাড়া নিয়েছে জোড়াফুল শিবির ।

Mamata Banerjee in Goa
মমতার অপেক্ষায় গোয়া, দলের অন্দরে জোরদার প্রস্তুতি শুরু
author img

By

Published : Oct 25, 2021, 8:13 AM IST

পানাজি, 25 অক্টোবর : একটা নতুন ইনিংস । মমতার নেতৃত্বেই গোয়ায় অলআউট ঝাঁপাতে চাইছে তৃণমূল । যারা মনে করছেন এই মুহূর্তে তৃণমূলের গোয়া জয়ের স্বপ্ন বাতুলতা মাত্র তাদের জন্য সাবধান বাণী দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । হোয়াটসঅ্যাপ বার্তায় এদিন তিনি ইটিভি ভারতকে লিখেছেন 'লড়াই হবে' । লড়াই হবে চোখে চোখ রেখে । উল্লেখ্য, 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় উড়ে যাবেন । কিন্তু তার আগে আজকেই গোয়ায় পৌঁছে গিয়েছেন টিম মমতার দুই গুরুত্বপূর্ণ সদস্য সৌগত রায় এবং বাবুল সুপ্রিয় । এদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সবে তো খেলা শুরু হয়েছে । আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া ।"

পশ্চিমবঙ্গের শাসক দল ইতিমধ্যেই দলের ক্যাথলিক মুখ ডেরেক ও'ব্রায়েনকে পাঠিয়েছে গোয়ায় । তিনি রাজ্যে প্রায় দু'সপ্তাহ কাটিয়েছেন । গোয়ার রাজধানী পানাজিতে একটি অফিসও খুলেছে তৃণমূল । পাশাপাশি গ্রামীণ এলাকায় দলের বার্তা পৌঁছে দিতে আরও একটি অফিস ভাড়া নিয়েছে জোড়াফুল শিবির । এই রাজ্যে নির্দলদের সঙ্গে জোট করার বদলে দীর্ঘমেয়াদী খেলোয়াড়ের খোঁজে রয়েছে তারা । গোয়ার হিন্দু ভোটারদের মন জয় করতে ইতিমধ্যেই গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোটের কথা চললেও আম আদমি পার্টি থেকে আপাতত দূরেই থাকতে চাইছে তৃণমূল । আগে যেখানে তৃণমূল সর্বভারতীয় দলের তকমার জন্যে বিভিন্ন রাজ্যে লড়ত, এখন সেই দলই বিভিন্ন রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে ছক কষছে । যা আরও বেশি অক্সিজেন জোগাচ্ছে এই রাজ্যের শাসক দলকে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দোপাধ্যায়ের গোয়া সফরের সময় তৃণমূলে নাম লেখাতে পারেন গোয়ার 3 বিধায়ক । 2017 সালে ওই বিধায়করা বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়াই করে জয় পেয়েছিলেন । এবার তাদের জোড়াফুলের প্রতীকে ভোটের ময়দানে নামাতে চায় তৃণমূল । এই তালিকায় রয়েছেন গোয়ার এক নির্দল বিধায়কও । গোয়া তৃণমূল সূত্রে খবর, ওই তিন বিধায়কের সঙ্গে যোগদানের বিষয়ে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর গোয়া সফরেই তাঁরা নাম লেখাবেন তৃণমূলে । তবে গোয়ায় থাকা এক তৃণমূল নেতার কথায়, "নেত্রীর সফরে আরও অনেক চমক অপেক্ষা করে আছে । এখন কিছুই বলা হবে না । যথা সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে ।"

  • Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2017 সালে যখন গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি, সেই সময় ফরওয়ার্ড পার্টি জোট সরকারে যোগ দিয়েছিল । 2017 সালের 14 মার্চ পর্যন্ত ফতোরদার বিধায়ক বিজয় সরদেশাই আবার ওই সরকারে উপ-মুখ্যমন্ত্রী ছিলেন । তাঁর দলের সঙ্গে তৃণমূলের নির্বাচনী সমঝোতার আলোচনা চলছে বলে জানা গিয়েছে । শনিবার সকালেই টুইট করে মমতা লিখেছেন, "আগামী 28 অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি । সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি । গত 10 বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে ।"

আরও পড়ুন : Mamata Banerjee in UP : এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাচ্ছেন মমতা

পানাজি, 25 অক্টোবর : একটা নতুন ইনিংস । মমতার নেতৃত্বেই গোয়ায় অলআউট ঝাঁপাতে চাইছে তৃণমূল । যারা মনে করছেন এই মুহূর্তে তৃণমূলের গোয়া জয়ের স্বপ্ন বাতুলতা মাত্র তাদের জন্য সাবধান বাণী দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । হোয়াটসঅ্যাপ বার্তায় এদিন তিনি ইটিভি ভারতকে লিখেছেন 'লড়াই হবে' । লড়াই হবে চোখে চোখ রেখে । উল্লেখ্য, 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় উড়ে যাবেন । কিন্তু তার আগে আজকেই গোয়ায় পৌঁছে গিয়েছেন টিম মমতার দুই গুরুত্বপূর্ণ সদস্য সৌগত রায় এবং বাবুল সুপ্রিয় । এদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সবে তো খেলা শুরু হয়েছে । আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া ।"

পশ্চিমবঙ্গের শাসক দল ইতিমধ্যেই দলের ক্যাথলিক মুখ ডেরেক ও'ব্রায়েনকে পাঠিয়েছে গোয়ায় । তিনি রাজ্যে প্রায় দু'সপ্তাহ কাটিয়েছেন । গোয়ার রাজধানী পানাজিতে একটি অফিসও খুলেছে তৃণমূল । পাশাপাশি গ্রামীণ এলাকায় দলের বার্তা পৌঁছে দিতে আরও একটি অফিস ভাড়া নিয়েছে জোড়াফুল শিবির । এই রাজ্যে নির্দলদের সঙ্গে জোট করার বদলে দীর্ঘমেয়াদী খেলোয়াড়ের খোঁজে রয়েছে তারা । গোয়ার হিন্দু ভোটারদের মন জয় করতে ইতিমধ্যেই গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোটের কথা চললেও আম আদমি পার্টি থেকে আপাতত দূরেই থাকতে চাইছে তৃণমূল । আগে যেখানে তৃণমূল সর্বভারতীয় দলের তকমার জন্যে বিভিন্ন রাজ্যে লড়ত, এখন সেই দলই বিভিন্ন রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে ছক কষছে । যা আরও বেশি অক্সিজেন জোগাচ্ছে এই রাজ্যের শাসক দলকে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দোপাধ্যায়ের গোয়া সফরের সময় তৃণমূলে নাম লেখাতে পারেন গোয়ার 3 বিধায়ক । 2017 সালে ওই বিধায়করা বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়াই করে জয় পেয়েছিলেন । এবার তাদের জোড়াফুলের প্রতীকে ভোটের ময়দানে নামাতে চায় তৃণমূল । এই তালিকায় রয়েছেন গোয়ার এক নির্দল বিধায়কও । গোয়া তৃণমূল সূত্রে খবর, ওই তিন বিধায়কের সঙ্গে যোগদানের বিষয়ে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর গোয়া সফরেই তাঁরা নাম লেখাবেন তৃণমূলে । তবে গোয়ায় থাকা এক তৃণমূল নেতার কথায়, "নেত্রীর সফরে আরও অনেক চমক অপেক্ষা করে আছে । এখন কিছুই বলা হবে না । যথা সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে ।"

  • Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2017 সালে যখন গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি, সেই সময় ফরওয়ার্ড পার্টি জোট সরকারে যোগ দিয়েছিল । 2017 সালের 14 মার্চ পর্যন্ত ফতোরদার বিধায়ক বিজয় সরদেশাই আবার ওই সরকারে উপ-মুখ্যমন্ত্রী ছিলেন । তাঁর দলের সঙ্গে তৃণমূলের নির্বাচনী সমঝোতার আলোচনা চলছে বলে জানা গিয়েছে । শনিবার সকালেই টুইট করে মমতা লিখেছেন, "আগামী 28 অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি । সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি । গত 10 বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে ।"

আরও পড়ুন : Mamata Banerjee in UP : এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাচ্ছেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.