ETV Bharat / bharat

Trinamool Congress: ভোট নির্ঘণ্ট ঘোষণার আগেই মেঘালয়ে 52 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের - বিজেপি

মাসখানেকের মধ্যেই মেঘালয়ে বিধানসভার ভোট (Meghalaya Assembly Elections 2023) ঘোষণা হতে পারে ৷ তার আগেই 60 আসনের ওই বিধানসভার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তবে সব আসনে প্রার্থী এখনও দেয়নি ঘাসফুল শিবির ৷ এদিন 52 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By

Published : Jan 6, 2023, 8:26 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: এ বছরই উত্তর-পূর্বের দুই গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরা (Tripura) এবং মেঘালয়ে (Meghalaya) ভোট রয়েছে । এই দুই ভোটেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) লড়াই করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এবার নির্বাচন ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনকে (Meghalaya Assembly Elections 2023) সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস ।

60 আসনের মেঘালয় বিধানসভার 52টি আসনে এদিন প্রার্থী ঘোষণা করেছে বাংলার শাসক দল । শুধু তাই নয় মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) দু’টি আসনে লড়াই করছেন । তালিকায় মুকুল সাংমা ছাড়া বিদায়ী বিধানসভার সাতজন বিধায়কের নাম রয়েছে ।

প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে ঘাসফুলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকেও । 2021 সালের নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা । এবার তাঁর নেতৃত্বেই মেঘালয়ের ভোটে লড়াই করতে চলেছে তৃণমূল ।

60 আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে । ফলে যেকোনও মুহূর্তেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে সেখানে । দেখতে গেলে হাতে আর সময় নেই । লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির বিধানসভার ভোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কয়েকদিন আগেই মেঘালয়ে ঘুরে এসেছেন । বিধানসভা ভোটকে সামনে রেখে সেখানে প্রচার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । চলতি মাসের মাঝামাঝি আরও একবার মেঘালয় সফরে যেতে পারেন তিনি ।

গোয়ায় বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট আশা নিয়ে ময়দানে নামলেও আশানুরূপ সাফল্য আসেনি তৃণমূলের । তবে এই মুহূর্তে মুকুল সাংমার নেতৃত্বে প্রধান বিরোধী দল তৃণমূলই । পাহাড় বেষ্টিত এই রাজ্যটিতে ক্ষমতায় আসার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বাংলার শাসক দল । আর তাই নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তৃণমূল ।

এদিন যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ লড়ছেন নোঙ্গথিম্মাই আসন থেকে । প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা লড়ছেন তিকরিকিলা ও সোংসাক কেন্দ্র থেকে । কংগ্রেস ছেড়ে আসা জেনিথ এম সাংমা রঙ্গসোকোনা আসনে প্রার্থী হচ্ছেন । সলমানপারায় দাঁড়াচ্ছেন উইনারসন ডি সাংমা ।

প্রসঙ্গত, 2010 থেকে আট বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা । 2018 থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা । তৃণমূল ক্ষমতায় এলে মুকুল সাংমাই যে মুখ্যমন্ত্রী হবেন, তা অনেকটাই স্পষ্ট । এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা এখন কিছুটা কোণঠাসা । কারণ, পিএ সাংমার ছেলে কোনরাড বর্তমানে বিজেপি-র সমর্থনে সরকার চালালেও বিজেপি এবার কোনরাডের এনপিপি-কে ছাড়াই মেঘালয়ে ক্ষমতায় আসতে মরিয়া ।

অন্যদিকে কংগ্রেস, নির্দল, তৃণমূলের বিধায়কদের সংগ্রহ করে বিজেপি (BJP) একক শক্তিতে মেঘালয়ের ক্ষমতা দখলে আগ্রহী । এই অবস্থায় লড়াই মেঘালয় ত্রিমুখী । এদিন তৃণমূলের তরফ থেকে 52 আসনে প্রার্থী ঘোষণা করা হলেও বাকি আসনগুলোতে জোটের কথা ভেবে ছেড়ে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে । দেখার আগামিদিনে বাকি আসনগুলোতেও তৃণমূল প্রার্থী দেয় না, অন্য কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন: 'ভূমিপুত্ররাই শাসন করবে মেঘালয়', বিজেপি'কে বিঁধে ঘোষণা দৃপ্ত মমতার

কলকাতা, 6 জানুয়ারি: এ বছরই উত্তর-পূর্বের দুই গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরা (Tripura) এবং মেঘালয়ে (Meghalaya) ভোট রয়েছে । এই দুই ভোটেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) লড়াই করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এবার নির্বাচন ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনকে (Meghalaya Assembly Elections 2023) সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস ।

60 আসনের মেঘালয় বিধানসভার 52টি আসনে এদিন প্রার্থী ঘোষণা করেছে বাংলার শাসক দল । শুধু তাই নয় মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) দু’টি আসনে লড়াই করছেন । তালিকায় মুকুল সাংমা ছাড়া বিদায়ী বিধানসভার সাতজন বিধায়কের নাম রয়েছে ।

প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে ঘাসফুলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকেও । 2021 সালের নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা । এবার তাঁর নেতৃত্বেই মেঘালয়ের ভোটে লড়াই করতে চলেছে তৃণমূল ।

60 আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে । ফলে যেকোনও মুহূর্তেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে সেখানে । দেখতে গেলে হাতে আর সময় নেই । লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির বিধানসভার ভোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কয়েকদিন আগেই মেঘালয়ে ঘুরে এসেছেন । বিধানসভা ভোটকে সামনে রেখে সেখানে প্রচার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । চলতি মাসের মাঝামাঝি আরও একবার মেঘালয় সফরে যেতে পারেন তিনি ।

গোয়ায় বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট আশা নিয়ে ময়দানে নামলেও আশানুরূপ সাফল্য আসেনি তৃণমূলের । তবে এই মুহূর্তে মুকুল সাংমার নেতৃত্বে প্রধান বিরোধী দল তৃণমূলই । পাহাড় বেষ্টিত এই রাজ্যটিতে ক্ষমতায় আসার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বাংলার শাসক দল । আর তাই নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তৃণমূল ।

এদিন যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ লড়ছেন নোঙ্গথিম্মাই আসন থেকে । প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা লড়ছেন তিকরিকিলা ও সোংসাক কেন্দ্র থেকে । কংগ্রেস ছেড়ে আসা জেনিথ এম সাংমা রঙ্গসোকোনা আসনে প্রার্থী হচ্ছেন । সলমানপারায় দাঁড়াচ্ছেন উইনারসন ডি সাংমা ।

প্রসঙ্গত, 2010 থেকে আট বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা । 2018 থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা । তৃণমূল ক্ষমতায় এলে মুকুল সাংমাই যে মুখ্যমন্ত্রী হবেন, তা অনেকটাই স্পষ্ট । এদিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা এখন কিছুটা কোণঠাসা । কারণ, পিএ সাংমার ছেলে কোনরাড বর্তমানে বিজেপি-র সমর্থনে সরকার চালালেও বিজেপি এবার কোনরাডের এনপিপি-কে ছাড়াই মেঘালয়ে ক্ষমতায় আসতে মরিয়া ।

অন্যদিকে কংগ্রেস, নির্দল, তৃণমূলের বিধায়কদের সংগ্রহ করে বিজেপি (BJP) একক শক্তিতে মেঘালয়ের ক্ষমতা দখলে আগ্রহী । এই অবস্থায় লড়াই মেঘালয় ত্রিমুখী । এদিন তৃণমূলের তরফ থেকে 52 আসনে প্রার্থী ঘোষণা করা হলেও বাকি আসনগুলোতে জোটের কথা ভেবে ছেড়ে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে । দেখার আগামিদিনে বাকি আসনগুলোতেও তৃণমূল প্রার্থী দেয় না, অন্য কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন: 'ভূমিপুত্ররাই শাসন করবে মেঘালয়', বিজেপি'কে বিঁধে ঘোষণা দৃপ্ত মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.