ETV Bharat / bharat

Cheetah Injured in KNP: চিতার লড়াইয়ে জখম 'অগ্নি', কুনো জাতীয় উদ্যানে চলছে চিকিৎসা - ছটি চিতার মৃত্যু হয়েছে

চিতা মৃত্যুর পর এবার চিতা আহত হওয়ার ঘটনা ঘটল ৷ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে দু'টি চিতার দলের মধ্যে লড়াই বাধে ৷ তাতে জখম হয় একটি পুরুষ চিতা, অগ্নি ৷ তাকে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৷

ETV Bharat
চিতার লড়াই
author img

By

Published : Jun 28, 2023, 1:54 PM IST

ভোপাল, 28 জুন: একটি চিতার সঙ্গে আরেকটি চিতার লড়াই বাধল ৷ আর তাতে আহত হল একটি চিতা ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের ৷ মঙ্গলবার এক সরকারি আধিকারিক এই খবরটি জানিয়েছেন ৷ এই চিতাগুলিকে আফ্রিকা মহাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল ৷

সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে দু'টি চিতার দলের মধ্যে যুদ্ধ বাধে ৷ খোলা মাঠে তারা একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল ৷ এতে একটি চিতা জখম হয়েছে ৷ তার নাম অগ্নি ৷ সেটি পুরুষ চিতা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তার চিকিৎসা চলছে ৷ ধীরে ধীরে আহত চিতাটির অবস্থার উন্নতি হচ্ছে ৷

উল্লেখ্য, এর আগে ছ'টি চিতার মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৷ এর মধ্যে তিনটি সদ্যোজাত চিতাশাবকও রয়েছে ৷ এমন ঘটনায় স্বভাবতই, কুনো ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

উল্লেখ্য, 27 মার্চ কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হয় নামিবিয়া থেকে আনা চিতা সাশার ৷ সে 5 বছর বয়সী মেয়ে চিতা ছিল ৷ বেশ কিছুদিন ধরে কিডনির নানা সমস্যায় ভুগছিল সাশা ৷ অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি ৷ 'প্রজেক্ট চিতা' প্রকল্পে তাকে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৷ তারপর কুনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয় ৷ 23 এপ্রিল মৃত্যু হয় আরেকটি পুরুষ চিতা ৷ তার নাম উদয় ৷ 6 বছরের এই চিতাটির কিডনি সংক্রান্ত সমস্যা ছিল ৷ এরপর 9 মে ফের মৃত্যু হয় মেয়ে চিতা দক্ষর ৷

আরও পড়ুন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

এর মধ্যে মার্চের শেষেই চারটি শাবকের জন্ম দেয় একটি চিতা জুয়ালা ৷ তাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল ৷ তার শাবকগুলিরও একে একে মৃত্যু হয় ৷ উল্লেখ্য 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয় ৷ এরপর প্রজেক্ট চিতা প্রকল্পের আওতায় নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয় ৷

ভোপাল, 28 জুন: একটি চিতার সঙ্গে আরেকটি চিতার লড়াই বাধল ৷ আর তাতে আহত হল একটি চিতা ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের ৷ মঙ্গলবার এক সরকারি আধিকারিক এই খবরটি জানিয়েছেন ৷ এই চিতাগুলিকে আফ্রিকা মহাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল ৷

সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে দু'টি চিতার দলের মধ্যে যুদ্ধ বাধে ৷ খোলা মাঠে তারা একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল ৷ এতে একটি চিতা জখম হয়েছে ৷ তার নাম অগ্নি ৷ সেটি পুরুষ চিতা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তার চিকিৎসা চলছে ৷ ধীরে ধীরে আহত চিতাটির অবস্থার উন্নতি হচ্ছে ৷

উল্লেখ্য, এর আগে ছ'টি চিতার মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৷ এর মধ্যে তিনটি সদ্যোজাত চিতাশাবকও রয়েছে ৷ এমন ঘটনায় স্বভাবতই, কুনো ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

উল্লেখ্য, 27 মার্চ কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হয় নামিবিয়া থেকে আনা চিতা সাশার ৷ সে 5 বছর বয়সী মেয়ে চিতা ছিল ৷ বেশ কিছুদিন ধরে কিডনির নানা সমস্যায় ভুগছিল সাশা ৷ অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি ৷ 'প্রজেক্ট চিতা' প্রকল্পে তাকে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৷ তারপর কুনো ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয় ৷ 23 এপ্রিল মৃত্যু হয় আরেকটি পুরুষ চিতা ৷ তার নাম উদয় ৷ 6 বছরের এই চিতাটির কিডনি সংক্রান্ত সমস্যা ছিল ৷ এরপর 9 মে ফের মৃত্যু হয় মেয়ে চিতা দক্ষর ৷

আরও পড়ুন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

এর মধ্যে মার্চের শেষেই চারটি শাবকের জন্ম দেয় একটি চিতা জুয়ালা ৷ তাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল ৷ তার শাবকগুলিরও একে একে মৃত্যু হয় ৷ উল্লেখ্য 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয় ৷ এরপর প্রজেক্ট চিতা প্রকল্পের আওতায় নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.