ETV Bharat / bharat

Transgenders Save Woman: বেঙ্গালুরুতে তরুণীকে ধর্ষণের চেষ্টা, ছুটে এসে বাঁচালেন রূপান্তরকামীরা - তরুণী ধর্ষণ

ভোরের আলো তখনও ফোটেনি ৷ দরজায় আওয়াজ শুনে ঘুম ভাঙে তরুণীর ৷ তিনি দরজা খুলতেই এক ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করে ৷ নির্যাতিতা চেঁচামেচি শুরু করেন ৷ তারপর (Transgenders Save Woman) ?

Bengaluru Transgenders save life
দুই রূপান্তরকামীর বাঁচালেন তরুণীকে
author img

By

Published : Jul 5, 2022, 10:54 AM IST

বেঙ্গালুরু, 5 জুলাই: তরুণীকে ধর্ষণের হাত থেকে বাঁচালেন দুই রূপান্তরকামী ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ শনিবার সকালের দিকে বিবেকনগর এলাকায় তরুণীকে যৌন হেনস্থার চেষ্টা করে এক ব্যক্তি ৷ ডিসিপি শ্রীনিবাস গৌড়া জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (Transgenders save woman from being raped in Bengaluru) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2 জুলাই অভিযুক্তরা তরুণীর বাড়ির দরজায় ঠকঠক করে ডাকতে থাকে ৷ তখন ভোর 4টে ৷ তিনি দরজা খুললে অভিযুক্ত তাঁকে যৌন হেনস্থা করে ৷ নির্যাতিতার চিৎকার শুনে দু'জন রূপান্তরকামী ছুটে আসেন ৷ তাঁরা একই বাড়িতে অন্য একটি ফ্ল্যাটে থাকেন ৷

আরও পড়ুন: প্রেমিকের ব্ল্যাকমেলের বিচার চাইতে যাওয়া নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা

রূপান্তরকামীদের তৎপরতায় তরুণী বেঁচে যান ৷ তাঁরা সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় ৷ ডিসিপি বলেন, "বিবেকনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷"

বেঙ্গালুরু, 5 জুলাই: তরুণীকে ধর্ষণের হাত থেকে বাঁচালেন দুই রূপান্তরকামী ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ শনিবার সকালের দিকে বিবেকনগর এলাকায় তরুণীকে যৌন হেনস্থার চেষ্টা করে এক ব্যক্তি ৷ ডিসিপি শ্রীনিবাস গৌড়া জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (Transgenders save woman from being raped in Bengaluru) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2 জুলাই অভিযুক্তরা তরুণীর বাড়ির দরজায় ঠকঠক করে ডাকতে থাকে ৷ তখন ভোর 4টে ৷ তিনি দরজা খুললে অভিযুক্ত তাঁকে যৌন হেনস্থা করে ৷ নির্যাতিতার চিৎকার শুনে দু'জন রূপান্তরকামী ছুটে আসেন ৷ তাঁরা একই বাড়িতে অন্য একটি ফ্ল্যাটে থাকেন ৷

আরও পড়ুন: প্রেমিকের ব্ল্যাকমেলের বিচার চাইতে যাওয়া নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা

রূপান্তরকামীদের তৎপরতায় তরুণী বেঁচে যান ৷ তাঁরা সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় ৷ ডিসিপি বলেন, "বিবেকনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.