দার্জিলিং, 23 জুন: সিকিমে বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মহিলা পর্যটকের মৃত্যু। ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন পর্যটক । আহতদের মধ্যে মৃত ওই মহিলা পর্যটকের স্বামীও আছেন ৷ বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম সিকিমের রিম্বিক জলপ্রপাতের কাছে ৷ মৃতের নাম কবিতা গাডগিল (49) ৷ তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ৷ ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷
সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই মহারাষ্ট্র সরকারের সঙ্গে যোগযোগ করছে সিকিম সরকার ৷ মৃত মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ আজই ওই মহিলার পর্যটকের দেহ গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে নিয়ে য়াওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷
সূত্রের খবর, রিম্বিক জলপ্রপাত দেখে ছোট চার চাকা গাড়িতে ফিরছিলেন দম্পতি । ফেরার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ি । ধাক্কার জেরে দম্পতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । প্রায় আড়াইশো’ মিটার নীচে খাদে গিয়ে গাড়িটি আটকে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কবিতা গাডগিলের । দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন সিকিম পুলিশ ৷
আরও পড়ুন: হাতুড়ি দিয়ে থেঁতলে দুই শিশুকে খুন বাবার, নির্মম ঘটনায় সাক্ষী কর্ণাটক
উদ্ধার কাজে নামে দমকল ও পুলিশ কর্মীরা । তারা দেহটি উদ্ধার করে মৃত ও আহত পর্যটককে হাসপাতালে পাঠায় । আজই মৃতার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই প্রসঙ্গেই সিকিমের সড়ক, সেতু ও পরিবহন মন্ত্রী সেন্দুপ লেপচা বলেন, "মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পুলিশকে বলা হয়েছে তদন্ত করে দেখার জন্য । মৃতার স্বামীর চিকিৎসা চলছে ।" চলতি বছরে এই নিয়ে তিন পর্যটকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সিকিমে বেড়াতে গিয়ে ।